কয়েকজন রাষ্ট্রপ্রধানের সরকারি বাসভবন

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ১০ জানুয়ারি, ২০১৫, ১২:৩৫:২৭ দুপুর



রাশিয়ার ক্রেমলিন আর যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কথা আমরা কম-বেশি সবাই জানি৷ এর বাইরে আরও কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের সরকারি বাসভবন সম্পর্কে জানা যাবে এই ছবিঘরে৷



এক হাজার ঘর!

.....................

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ানের নতুন দপ্তর এটি৷ নাম ‘হোয়াইট প্যালেস’৷ অক্টোবর ২৯, ২০১৪ সালে এটি উদ্বোধন করেন এর্দোয়ান৷ প্রায় সাড়ে তিনশো মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই প্রেসিডেন্ট প্যালেসে ঘর রয়েছে এক হাজারটি৷

০২।



রাতের বেলায় আলোর নাচন

....................................।

দেখছেন প্রাকৃতিক সম্পদে ভরপুর কাজাখস্থানের প্রেসিডেন্ট ভবন৷ যুক্তরাষ্ট্রের ‘হোয়াইট হাউস’-এর মতো মনে হচ্ছে কি? রাতের বেলায় এই ভবনে আলোর নাচন দেখা যায়৷

০৩।



তুর্কমেনিস্তানের প্রাসাদ

...........................

সাবেক সোভিয়েত সদস্য তুর্কমেনিস্তানের বর্তমান প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি ব্যার্দিমুহামেদু থাকেন এই প্রাসাদে৷ তিনি ছিলেন জাতির জনক সাপারমুরাত নিয়াজোভ-এর ব্যক্তিগত চিকিৎসক৷ সেই সূত্রে একে একে স্বাস্থ্যমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন শেষে এখন তিনি দেশের প্রেসিডেন্ট৷ থাকেন গম্বুজ বিশিষ্ট এই বিশাল ভবনে৷

০৪।



বিতর্কিত ভবন ‘মিয়াজেহেরিয়া’

.......................................

একসময় ছিল ইউক্রেনের সরকারি অতিথি ভবন৷ ২০১০ সালের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ভিক্টর ইয়ানুকোভিচ এটাকে তাঁর বাসভবন হিসেবে বেছে নেন৷ তারও একবছর আগে তিনি এই বাড়িটি কিনেছেন বলে দাবি করেছিলেন৷ যদিও কত দামে সেটা কিনেছিলেন তা বলেননি৷ ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ইয়ানুকোভিচ পদত্যাগে বাধ্য হলে ‘মিয়াজেহেরিয়া’ ছেড়ে পালিয়ে যান৷

০৫।



‘মিয়াজেহেরিয়া’-র ভেতরে

..............................।

দেখেই বোঝা যাচ্ছে কেমন বিলাসী জীবনযাপন করতেন ভিক্টর ইয়ানুকোভিচ৷ বিক্ষোভের মুখে তিনি পালিয়ে গেলে সাধারণ জনগণ এই বাড়িতে ঢুকে পড়ে৷

০৬।



তিন হাজার ঘরের প্রাসাদ!

...............................।

রোমানিয়ার রাজধানী বুখারেস্টে বিশাল এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন সে দেশের কমিউনিস্ট নেতা নিকোলাই চসেস্কু৷ ১৯৮৪ সালে উত্তর কোরিয়া ভ্রমণের পর তাঁর এ ধরনের ভবন নির্মাণের সাধ জাগে৷ ৮৪ মিটার উঁচু এবং ২৬৫,০০০ বর্গমিটার এলাকা জুড়ে থাকা এই প্রাসাদে রুমের সংখ্যা তিন হাজারেরও বেশি!

০৭।



এলিসি প্রাসাদ

..................

ফ্রান্সের প্রেসিডেন্ট বসেন এই টেবিলে৷ এ থেকে দেশটির প্রেসিডেন্টদের জন্য বরাদ্দ সরকারি বাসভবন এলিসি প্রাসাদ সম্পর্কে একটা ধারণা পাওয়া যেতে পারে৷

০৯।



সাদ্দাম হুসেনের বাসভবন

.............................।

২০০৩ সালে তোলা এই ছবিতে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের বাসভবন দেখা যাচ্ছে৷

১০।



ইরানের প্রেসিডেন্ট ভবন

...............................

ছবিটি ‘সা’দাবাদ প্যালেস’-এর৷ ১৯২০-এর দশকে রেজা শাহ পাহলভি প্রাসাদের সংস্কার করে এর আকার বড় করেন৷ বর্তমানে প্যালেসে ১৮টি ক্যাসেল বা ভবন রয়েছে৷ সা’দাবাদ প্যালেসের কাছেই ইরানের প্রেসিডেন্টের সরকারি বাসভবনটি রয়েছে৷

১১।



ঘানার প্রেসিডেন্ট ভবন

............................।

আফ্রিকার একটি উন্নত অর্থনীতির দেশ ঘানা৷ কোকো ও সোনা রপ্তানি করে দেশটি অনেক অর্থ আয় করে৷ ছবিটি সে দেশের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের৷

১২।



রাজপুত্রের বাড়ি এখন প্রেসিডেন্ট ভবন

.............................................।

১৯৯৪ সাল থেকে জার্মানির প্রেসিডেন্টদের সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ‘বেলভ্যু প্যালেস’৷ বার্লিনের স্প্রি নদীর ধারে অবস্থিত এই ভবনটি ১৭৮৬ সালে নির্মিত হয়৷ তখন থেকে প্রাশিয়ার রাজকুমার ফার্ডিনান্ড-এর গ্রীষ্মকালীন বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এটি৷

বিষয়: বিবিধ

১৯৮২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300038
১০ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৫৫
মোতাহারুল ইসলাম লিখেছেন : আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১০ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:২৬
242855
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকেও।
300041
১০ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ।
300054
১০ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:০৯
সালমা লিখেছেন : ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।
300094
১১ জানুয়ারি ২০১৫ রাত ০২:২৫
শেখের পোলা লিখেছেন : বড় লোকদের বাড়ি দেখলাম৷ ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File