ব্রাজিলের অধিকাংশ জনগন কেন বিশ্বকাপের বিপক্ষে (১১টি ছবিসহ)

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ১৭ জুন, ২০১৪, ০৯:২৩:২২ সকাল

০১।



এক দিকে আলো ঝলমলে স্টেডিয়ামে বিশ্ব কাঁপাচ্ছে 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' আর অন্যদিকে সাধারন মানুষ বলছে 'বাঁচতে দাও' -- এবার নেপথ্যের দৃশ্যপট তুলে আনলেন মারিও তামা নামে 'গেটি ইমেজ' আলোকচিত্রী।

তার ছবি তুলে এনেছে এক অদ্ভুত নৈকট্য। সেখানে একদিকে দেখা যাচ্ছে এবারের বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে ব্রাজিল সরকারের নানা আয়োজন আর তার পাশেই মানুষের 'না-মানুষি' জীবন।

যে দেশের বেশিরভাগ লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে, সেখানে শুধুমাত্র বিশ্বকাপের জন্য অত্যাধুনিক স্টেডিয়াম নির্মাণ যে আসলে শ্বেতহস্তীর শামিল - তা আর বলার অপেক্ষা রাখে না।

তবুও প্রত্যাশা, বিশ্বকাপের অর্জিত অর্থ দিয়েই না হয় হোক তাদের জীবনমানের উন্নয়ন।

০২।



০৩।



০৪।



০৫।



০৬।



০৭।



০৮।



০৯।



১০।



১১।



.............................

সূত্র

বিষয়: বিবিধ

২৩১১ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235672
১৭ জুন ২০১৪ সকাল ০৯:৩৮
আহমদ মুসা লিখেছেন : একই মানসিকতা বর্তমানে আমাদের দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অবৈধভাবে জেগে বসা শাসকদেরও। তারা বিভিন্ন বেহুদা কাজে অর্থের অপচয় করে আসছে গরীব জনগনের টেক্সের টাকা।
১৭ জুন ২০১৪ সকাল ০৯:৪৮
182181
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আমাদের গরীব রাস্ট্রেরও এই ধরনের মনমানসিকতা দেখে থাকি,
এক গ্লাস পানি পাইনা খেতে সেখানে বিদেশীদের ডেকে এনে মদ খাওয়ানো মনমানসিকতা একেবারেই নিম্মের পর্যায়ে
235685
১৭ জুন ২০১৪ সকাল ১০:৩৩
আয়নাশাহ লিখেছেন : ধনতন্ত্র।
ধনতন্ত্র চাষ করলে এর চেয়ে ভাল কি আশা করতে পারে?
আমেরিকা কি এর চেয়ে খুব বেশী ভাল আছে?
১৭ জুন ২০১৪ সকাল ১১:১৪
182198
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আয়নাশাহ ভাইকে সালাম
235694
১৭ জুন ২০১৪ সকাল ১১:০৮
মোঃজুলফিকার আলী লিখেছেন : রাষ্ট্রতন্ত্রের যতেচ্ছা কার্যক্রমের জন্যই ধনী আরও ধনী হচ্ছে। আর গরীব আরও গরীব হচ্ছে। এটাই তাদের সন্তুষ্টি। শুধু আমি তো টিকে আছি। সেই ব্যবস্থাও সেই দেশের। ধন্যবাদ ছবি শেয়ার করার জন্য।
১৭ জুন ২০১৪ সকাল ১১:১৯
182199
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ধন্যবাদ আলী ভাই
235720
১৭ জুন ২০১৪ দুপুর ১২:৩৫
হতভাগা লিখেছেন : দুঃখ দূর্দশা থাকবে । এর মধ্যে দিয়েই যেতে হবে । এই বিশ্বকাপ তো মিনিমাম ৮ বছর আগে ব্রাজিলে হওয়া নিশ্চিত হয়েছিল ।

যে ছবি দিয়েছেন সে রকম ছবি আমেরিকারও আছে ।
১৭ জুন ২০১৪ দুপুর ০৩:২২
182264
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : সব দেশেই আছে, কিন্তু মানুষ আগে, পরে বিনোদন
১৭ জুন ২০১৪ বিকাল ০৪:৫৪
182287
হতভাগা লিখেছেন : http://eprothomalo.com/index.php?opt=view&page=1&date=2013-04-27

প্রায় ১১০০ লোক মারা গিয়েছিল । মাত্র ৩ দিন পরে এটা হয়েছিল । এটা তো ঐ সময়ে বন্ধ হয় নি !

The show must go on - Shakespear
235754
১৭ জুন ২০১৪ দুপুর ০১:৪৯
egypt12 লিখেছেন : এটা মার্কিন ষড়যন্ত্রের অংশ কারন ব্রাজিল তাদের গন্য করে না; ব্রাজিল বর্তমানে বিশ্বের ৭ম অর্থনীতির দেশ। তারা বিশ্বকাপ আয়োজন করতে না পারলে পারবে কে!?

মার্কিনীদের সমাজের চিত্র আরও করুণ...শুধু মিডিয়ায় আসেনা এই যা Rose
১৭ জুন ২০১৪ দুপুর ০৩:২২
182266
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File