শীত কমলে আমি সারাদেশ সফরে বের হবে-খালেদা জিয়া

লিখেছেন লিখেছেন পত্রিকার পাতা থেকে ২৩ জানুয়ারি, ২০১৪, ১২:১৫:২০ দুপুর



'আমি এখন ৯৬ ভাগ মানুষের নেত্রী'

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমি মোটেই হতাশ নই। আন্দোলনে আমাদের বিজয় হয়েছে। ভোটাররা আমাদের আহবানে ভোট কেন্দ্রে যায়নি। শতকরা ৫ ভাগ লোকও ভোট দেয়নি। আমি দেশের ৯৬ ভাগ মানুষের নেত্রী হয়েছি। এটাই বড় সার্থকতা।

গতকাল বুধবার রাতে তার গুলশান কার্যালয়ে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতাদের সমাবেশে বেগম জিয়া একথা বলেন। তিনি বলেন, আপনারা হতাশ হবেন না। আমরা আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় নিতে বাধ্য করবো। এই সরকারের আয়ু এক বছরও হবে না ইনশা- আল্লাহ। শীত কমলে আমি সারাদেশ সফরে বের হবো। এ যাবত্ যত গুম-খুন হয়েছে তাদের পরিবার নিয়ে ঢাকায় আন্তর্জাতিক কনভেনশন করা হবে। এই মতবিনিময় সমাবেশে।

===================================

আওয়ামীলীগ একটা কাজের কাজ করছে শীতকালে ইলেকশন দিয়ে তারা জয়যুক্ত হয়েছে ভোট চুরি করে। অন্যদিকে বিএনপির নেতা-কর্মীরা শীতও মারের ভয়ে ঘর থেকেও বের হয়নি। এমনকি খালেদা জিয়াকে গৃহবন্দী রাখার সময়ও কাউকে উচ্চবাক্য করতে দেখা যায়নি। দেখা যাক শীত শেষ হলে তারা কি করতে করে..বিএনপি ইসলামপন্থী দল সমুহকেও এখন এড়িয়ে চলার চেষ্টা করছে। বিএনপি কি পারবে একা একা পথ চলতে?

বিষয়: বিবিধ

১০২৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

166274
২৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৩
মহি১১মাসুম লিখেছেন : শীত কমলে বলবেন ঝড় বৃষ্টি কাল বৈশাখী তার বলবেন এই তাপদাহ কমুক স্কীনটাতো রক্ষা করতে হবে ।
হাস্যকর অজুহাত,বাচ্চাদের স্কুল ফাঁকি দিতে মায়ের কাছে পেট ব্যাথার অজুহাতের মতই শুনালো।
ধন্যবাদ।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File