স্বামী-স্ত্রীর ছুরি মারামারিতে স্ত্রীর হাতে স্বামী খুন

লিখেছেন লিখেছেন পত্রিকার পাতা থেকে ১৮ মার্চ, ২০১৪, ০৭:৫০:২৫ সন্ধ্যা



পরকীয়া প্রেমের সন্দেহের জের ধরে স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি ছুরিকাঘাতে স্বামী নিহত হয়েছেন এবং আহত হয়ে হাসপাতালের বিছানায় ঘাতক স্ত্রী। ঘটনাটি ঘটেছে ঢাকার তুরাগ থানার নলভোগ এলাকায়। রোববার রাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, স্বামী মনিরের (২৮) পরকীয়া রয়েছে বলে তাঁর স্ত্রী (২২) সন্দেহ করে আসছিলেন। একইভাবে মনিরও তাঁর স্ত্রীকে সন্দেহ করতেন। এ নিয়ে প্রায়ই তাঁদের ঝগড়া হতো। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মনির বাসায় ফেরেন। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মনিরকে তাঁর স্ত্রী ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করেন। মনিরও স্ত্রীর কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে পাল্টা তাঁকে আঘাত করেন।

এই দম্পতির দুই ছেলে রয়েছে। বড় ছেলের বয়স পাঁচ ও ছোট ছেলের বয়স তিন বছর। তাদের সামনেই এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নিশারুল আরিফ জানান, মনির নলভোগ এলাকায় রূপায়ণ হাউজিংয়ে বালু সরবরাহের কাজ করতেন। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে মনির বাসায় ফেরেন। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মনিরকে তাঁর স্ত্রী ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করেন। মনিরও স্ত্রীর কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে পাল্টা তাঁকে আঘাত করেন। এ দৃশ্য দেখে তাঁদের দুই ছেলে চিত্কার ও কান্না জুড়ে দিলে আশপাশে থাকা মনিরের স্বজনেরা ছুটে আসেন। এরপর তাঁদের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় আজ সকালে মনির মারা যান। মনিরের স্ত্রী (২২) রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন।

সুত্রঃ http://www.hello-today.com/75743

বিষয়: বিবিধ

১৪৩৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

194266
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কেন এমন হয় ভাইয়া ?উত্তর আছে ?
194267
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
মোঃজুলফিকার আলী লিখেছেন : বড়ই মর্মান্তিক। তবে ধর্মের ওপর অবিচল বিশ্বাস থাকলে এমনটি ঘটত না। শেয়ার করার জন্য ধন্যবাদ।
194277
১৮ মার্চ ২০১৪ রাত ০৮:০৭
নীল জোছনা লিখেছেন : এসব বাসি খবর পাবলিক খায় না।
194371
১৮ মার্চ ২০১৪ রাত ১০:৪৮
বদর বিন মুগীরা লিখেছেন : এখন নারীরা সমানাধিকার প্রয়োগ করছে।আগে পুরুষরা স্ত্রীদের শাসন করতো আর এখন নারীরা পুরুষদের শাসন করে।
194617
১৯ মার্চ ২০১৪ সকাল ১১:১৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : সব কিছুর মুলেই রয়েছে ধর্মীয় শিক্ষা্র অভাব।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File