‘আঙ্কেল আমার বাবার মুক্তির জন্য একটি ভোট ভিক্ষা দিন’
লিখেছেন লিখেছেন পত্রিকার পাতা থেকে ১৫ মার্চ, ২০১৪, ১০:৪১:০৮ সকাল
চাচা আপনার একটি ভোট ভিক্ষা দিন’। ‘মামা দয়া করে একটি ভোট দিন’। ‘আঙ্কেল আমার বাবার মুক্তির জন্য একটি ভোট ভিক্ষা দিন’। ‘চাচা-খালাম্মা মোটর সাইকেল মার্কায় আমার বাবাকে একটি ভোট দিন’।
ইত্যাদি আবেগভরা কথা বলে সাধারন মানুষের কাছে ভোট চাচ্ছে কারাবন্দি নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান তোফাইল আহমদের ৮ বছরের মেয়ে তাসফি।
কারাবন্দি তোফায়েল তনয়া তাসফি হাতে লিফলেট নিয়ে এভাবে মাঠ-ঘাঠ ও হাট-বাজারে তার বাবার মুক্তির জন্য ভোট খুঁজে ঘুরে বেড়াচ্ছে অহর্নিশ। এ সময় অনেক কঠিন হৃদয়ের মানুষকেও বরফের মতো গলতে দেখা গেছে।
প্রসঙ্গত, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৩ মার্চ।
ইমাম খাইর
কক্সবাজার প্রতিনিধি
http://ctgtimes.com/archives/1185
=========================্
নিউজটি পড়েই চোখের পানি আর ধরে রাখতে পারিনি। তাসফির নিস্পাপ চেহেরা দেখে যে কেউ মন খারাপ করতে পারে। বাবার মুক্তির জন্য সে এখন রাজপথে। হায়রে দেশের রাজনীতি।
বিষয়: বিবিধ
১৫৪৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন