দেশের লাখ লাখ তরুণ-যুবক বেকার হলেও ৫ লাখ ভারতীয় নাগরিক আমাদের দেশে কাজ করছে
লিখেছেন লিখেছেন পত্রিকার পাতা থেকে ০৩ মার্চ, ২০১৪, ১০:৪১:৩৪ সকাল
লাখ লাখ শিক্ষিত তরুণ-যুবক যেখানে চাকরি পাওয়ার জন্য হা-পিত্যেশ করছেন, দেশে কর্মসংস্থান না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন, সেখানে বৈধ এবং অবৈধভাবে প্রচুর বিদেশি কাজ করছেন বিভিন্ন শিল্প-কারখানায়। এদের মধ্যে কেবল বৈধভাবে কর্মরত ভারতীয় নাগরিকের সংখ্যা প্রায় ৫ লাখ। বর্তমানে ভারতের রেমিটেন্স আয়ের অন্যতম বৃহৎ উৎসে পরিণত হয়েছে বাংলাদেশ। ছোটো এই দেশটি ভারতে রেমিটেন্স সরবরাহকারী পঞ্চম শীর্ষ দেশ।
কামরুল ইসলাম
http://www.dainikpurbokone.net/index.php/-lfontglfont-colorq5a5757qg-lfontg/-lfont-colorq5a5757qglfontg/20513-2014-03-02-21-31-00
বিষয়: বিবিধ
১৫২৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন