আমাকে যারা অবিশ্বাস করেন তাদের সাথে কোন সম্পর্ক নেই
লিখেছেন লিখেছেন ইকুইকবাল ০৩ মার্চ, ২০১৪, ১০:৩৯:০৯ সকাল
নিজেকে ডিসক্লোজ করলাম কিছু ছবির মাধ্যমে। আসা করি ছবিই কথা বলবে। খুব কষ্ট পেয়েছে কিছু ভাইয়ের বিরুপ মন্তব্যতে। আমার আইডি হ্যাকড সম্পর্কিত প্রথম সতর্ক বার্তা স্বরুপ ব্লগে পোস্ট দেই আমার এফবি আইডি হ্যাকড
তারপর আরেকটি পোস্ট দেই। সেখানে অনেকে বিরুপ মন্তব্য করেছেন দেখুন। বন্ধুরা সুমাইয়া নজরুল আমার আইডিটি হ্যাকড করছে
যখন জানতে পারছি কে আমার আইডি হ্যাকড করেছে তখন স্ক্রিন সুট সহ পোস্ট দেই।
বিষয়: বিবিধ
১৪৯১ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এবং কিছু নফল নামাজ পড়ে দোয়া করেন।
ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবেন।
এই আইডি হারানো ভাইয়া কত বড় কষ্ট সেটা বুঝি।
ওনি ফেইসবুকে আমার প্রতিটি পোষ্টে লাইক দিতেন। ওনি সুন্দর সুন্দর কবিতাও লিখতেন। কি কারনে আপনার সাথে এই রকম আচরণ করলো কিছুইতো বুঝতে পারছি না।
বিশ্বাস কোন মানুষের প্রতি রাখতে হলে, তা কেবল নবী এবং রাসূলদের প্রতিই হবে। ইকুইকবাল-এর প্রতি বিশ্বাস রাখা আবশ্যক নয়।
বিশ্বাস জোর করে আদায়ের বস্তু নয়। বিশ্বাস সৃষ্টি হয় আচরণে।
তবে ছবি দেখে আমার কেন জানি বারবার মনে হয় যে, ইকু ইকবালদের এলাকায় ৭৪সাল চলছে অথবা মংগা চলছে।
প্রয়োজনে নেহায়েত থেকে ধার নিয়ে হলেও শরীরটার দিকে নজর দিন। আগামীর সংগ্রামে একটু শরীরটাও দরকার আছে।
ওনি ফেইসবুকে সুন্দর সুন্দর কবিতাও লিখতেন। কি কারনে আপনার সাথে এই রকম আচরণ করলো কিছুইতো বুঝতে পারছি না।
তাছাড়া আপনার আইডিতে সকালে দেখলাম কিছু খারাপ ছবি এবং কিছু খারাপ পেইজে লাইক।ব্যাক্তিগত পরিচয়টা দিয়ে দিল!ছিঃ...
আর সুমাইয়া নজরুলের ব্যপারটা আমার মনে হয় তৃতীয় কোন পক্ষ উনার আইডিটাও হ্যক করে উনাকেও ব্লাকমেইল করছে। যদিও এ ঘটনার পর আমি সুমাইয়া নজরুলকে ব্লক মেরেছি। কিন্তু এখন আর অনব্লক করতে পারছিনা। স্হায়ীভাবে ব্লক হয়ে গেছে।
তার ব্যপারটা আল্লাহ মালুম
মন্তব্য করতে লগইন করুন