দেশবাসীর সবার যদি স্বরাষ্ট্রমন্ত্রীর মত নিরাপত্তা থাকত !!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০৩ মার্চ, ২০১৪, ১০:৩৮:৩৯ সকাল

ক্রসফায়ার নামক এক অদ্ভূত খুনাখুনির লীলাভূমি এখন আমাদের সোনার বাংলাদেশ । গতসন্ধায় বিবিসির

সাংবাদিককে দেয়া স্বাক্ষাতকারে -

পুলিশের এক ওসির ভাষ্য " রাত্র দুইটা পয়তাল্লিশ মিনিট । অবৈধ অস্র উদ্ধারের জন্য তাকে নিয়ে বার হইল কোবরা এলাকায় । তার সহযোগিরা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয়ার জন্য উপর্যুপরি গু-গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে আমরাও গুলি ছুড়ি । আসামি রাজু পালাইয়া যায় । পালাইয়া গেলে সে তার সহযোগী সন্ত্রাসিদের গুলিতে গুলিবিদ্ধ হয়"।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য "না-না-না আইনশৃংখলা পরিস্হিতি আপনারাতো দেখছেন কতসুন্দর !!!!!!!!!!!!!!! ছেলেরা স্কুলে যাচ্ছে, শ্রমিকরা কাজ করতেছে!! দুই-একটা চুরি-ডাকাতি এটাতো সবসময় হয় । এটা বিচ্ছিন্ন ঘটনা ! এটার সাথে আইনশৃংখলা পরিস্হিতি অবনতি হইছে বলে আমি মনে করিনা ।"

আমাদের পুলিশ-র‍্যাবের বীর জওয়ানরা কাউকে ধরে নিয়ে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে ! এত অত্যাধুনিক অস্র থাকার পরেও তাদের জিম্মায় থাকা একজন মানুষকে তারা আইনের হাতে সোপর্দ করতে ব্যার্থ হচ্ছে । অস্র উদ্ধার অভিযানে নিয়ে গেলে একটি বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে নিতেও তাদের সময় থাকেনা । তাদের হাতে থাকা মানুষটিকে নিরাপত্তা দেয়ার দায়িত্ব যে তাদের উপরই ন্যাস্ত থাকে এবিষয়টি তারাসহ আমাদের মন্ত্রীরাও মনেহয় জানেননা । জানলে, সংশ্লিস্ট কোন অফিসারের বিরুদ্ধে মামলা দূরে থাক, এযাবত একটি কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে বলে দেশবাসী শুনেনি কেন !!!!!!!

মন্ত্রীর নিরাপত্তা যদি দেশবাসী সবাইকে দেয়া যেত তাহলে হয়ত সবাই মন্ত্রীর মত করেই বলত,' আইনশৃংখলা পরিস্হিতি আহা কত সুন্দর'।

বিষয়: বিবিধ

৯১২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

185931
০৩ মার্চ ২০১৪ সকাল ১১:১১
সজল আহমেদ লিখেছেন : আইনশৃঙ্খলা বন্য জানোয়ারের মত।
186077
০৩ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনারা সবাই রাজাকার হয়ে গেছেন, আমরা রেন্ডিয়ার দাদাদের সুবিধা মত দেশ চালাবো তাতে আপনাদের কি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File