২৮ মার্চ মানববন্ধনে যোগ দিন
লিখেছেন লিখেছেন ইকুইকবাল ২৭ মার্চ, ২০১৪, ০৬:০৮:৩১ সন্ধ্যা
সূত্র: তাং:
প্রতি
সম্পাদক/বার্তা সম্পাদক/অ্যাসাইনমেন্ট সম্পাদক, প্রধান প্রতিবেদক/হেড অব নিউজ
বিষয় : আগামীকাল ২৮/০৩/২০১৪ তারিখে সকাল সাড়ে ৯টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘কমিউনিটি ব্লগারস ফোরাম-সিবিএফ’ আয়োজিত ধূমপান বিরোধী মানববন্ধনের সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য একজন প্রতিবেদক ও ফটো সাংবাদিক/ক্যামেরাম্যান পাঠানো প্রসঙ্গে।
মহোদয়,
আমাদের শুভেচ্ছা নিন। আইন থাকলেও বাস্তবায়ন নেই ধূমপান বিরোধী নীতিমালার। প্রতি বছর ৩১ মে “বিশ্ব তামাকমুক্ত দিবস” ঢাকঢোল পিটিয়ে পালন করা হলেও ধূমপান বিরোধী আইনের সঠিক বাস্তবায়নের অভাবে বাংলাদেশে ধূমপায়ীর সংখ্যা প্রতিবছর আশঙ্কাজনক হারে বাড়ছে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ৪(১) ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি কোনো পাবলিক প্লেস বা পাবলিক পরিবহনে ধূমপান করতে পারবে না। তাই সরকারের এই সুন্দর আইনটির সঠিক বাস্তবায়ন ও ধুমপায়ীদেরকে ধূমপান ছাড়তে উদ্বুদ্ধ করতে প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। আর এজন্যই ধূমপান বিরোধী ব্যাপক সচেতনতা তৈরির লক্ষ্যে কমিউনিটি ব্লগারস ফোরাম বা সিবিএফ এর উদ্যোগে আগামী ২৮ মার্চ ২০১৩ ইং সকাল ৯.৩০ টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে ''ধূমপান ছেড়ে দিন, ফুলের সৌরভ নিন'' শ্লোগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক গুরুত্বপূর্ণ মানববন্ধন। ধুমপান বিরোধী এই মানববন্ধনে সংহতি জানিয়ে উপস্থিত থাকতে সানন্দে সম্মতি জানিয়েছেন নিউ নেশনের সাবেক সম্পাদক ও ডেইলি গ্রীণ ওয়াচ এর সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি ও ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম, দৈনিক সংবাদ এর মফস্বল সম্পাদক আবুল হোসেন খোকন, সাপ্তাহিক বাজার পত্রিকার সম্পাদক মোস্তাফিজ বুলবুল, দূর্বার নিউজ২৪.কম এর ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাদেশ অনলাইন নিউজপেপার ওনার্স এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক ফয়েজ আহমেদ, প্রাইমনিউজ.কম.বিডি সাব এডিটর এম জহিরুল ইসলাম, দৈনিক সাহারার সম্পাদক ওমর ফারুক, মাসিক বিক্রমপুরের সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুট, বুদ্ধিবৃত্তিক তৎপড়তার কাগজ জবান পত্রিকার সম্পাদক রেজাউল করিম রনি, আমাদের বিক্রমপুরের সম্পাদক হাসেম সাহরিয়ার, সিবিএফ এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আহমদ রশিদ বাহাদুর, সদস্য সচিব এম. ওহিদুল ইসলাম শ্যামল প্রমুখ।
অতএব, উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে সচিত্র সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য আপনার বহুল প্রচারিত গণমাধ্যমের একজন প্রতিবেদক, একজন ফটো সাংবাদিক / ক্যামেরাম্যান পাঠানোর জন্য মহোদয়ের কাছে অনুরোধ করছি।
মানববন্ধনের মিডিয়া পার্টনার:
১.দৈনিক সংবাদ
২.প্রাইমনিউজ.কম.বিডি
৩.মাসিক বিক্রমপুর
শুভেচ্ছান্তে:
ইকবাল হোছাইন ইকু
প্রচার সম্পাদক, কর্মসূচী বাস্তবায়ন কমিটি
সদস্য, সিবিএফ, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি
মোবা: ০১৯২০১৪৪৮৩৪
Email:-
যারা সাংবাদিক আছেন প্রেস রিলিজটি পত্রিকার মেইলে পাঠিয়ে দিন।
বিষয়: বিবিধ
১৫৭৬ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
-----
যাক ভালো লাগলো- আমি dhaka এর বাইরে থাকি তাই সম্বব না, আগামী কোন প্রোগ্রাম দেখা হতে পারে-
এগিয়া যাক সিভিএফ
উপস্থিত হতে না পারলেও পুর্ন সমর্থন।
ওখানে কেও যেন আবার ধুমপান না করেন।
ওখানে কেও যেন আবার ধুমপান না করেন।
আর যাওয়া হলোনা ছুটি নাইরে ভাই।
শুভকামনা রইলো।
মন্তব্য করতে লগইন করুন