রেকর্ড গড়ার ৯০ কোটি টাকা যদি এমন হত
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৭ মার্চ, ২০১৪, ০৬:৩৯:১৮ সন্ধ্যা
রেকর্ড গড়ার ৯০ কোটি টাকা
-যদি ১ হাজার করে অসহায় মানুষদের মাঝে বিলি করা হত তাহলে ৯ লক্ষ মানুষকে এই টাকা দেয়া যেত।
-যদি ৫ শত টাকার একটা জামা কিনে দেয়া হত তাহলে ১৮ লক্ষ বস্ত্রহীন মানুষকে তা দেয়া যেত।
-যদি ২ শত টাকার এক বেলার খাবার দেয়া যেত তাহলে ৪৫ লক্ষ অনাহারীকে এ খাবার খাওয়ানো যেত।
-যদি ১ শত টাকার খাতা কলম কিনে গরিব ছাত্রছাত্রীদের মাঝে বিলি হত তাহলে ৯০ লক্ষ ছাত্রছাত্রীকে দেয়া যেত।
-যদি ১ লক্ষ টাকার একটি বাড়ি বানিয়ে দেয়া যেত তাহলে ৯ হাজার গৃহহীনকে তা দেয়া যেত।
-যদি ৫০ হাজার টাকা করে দিয়ে একজন গরিব পরিবারের মেয়েকে বিয়ের ব্যবস্হা করা হত তাহলে ১৮ হাজার কন্যা দায়গ্রস্হ পরিবার মুক্তি পেত।
-যদি ৫ লক্ষ টাকা করে গরিব মুক্তিযোদ্ধাদের বিলি করা হত তাহলে ১৮ শত অসহায় মুক্তিযোদ্ধার মুখে হাসি ফুটানো যেত।
-যদি ৫ হাজার টাকা করে চিকিৎসায় খরচ করা হত তাহলে ১ লক্ষ ৮০ হাজার গরিব অসহায় মানুষের চিকিৎসা সেবা দেয়া যেত ।যারা অচিকিৎসায় ধুকে ধুকে মরছে।
-যদি ২০ হাজার টাকা করে বিনা সুদে যুবকদের লোন দেয়া যেত তাহলে ৪৫ হাজার বেকার যুবকের কর্ম সংস্হান হত।
এছাড়াও যা করা যেত
-সংসদের ৩০০ এম পি'র মধ্যে যদি তা বিলি করা হত তাহলে প্রতিজন ভোটবিহীন এম পি ৩০ লক্ষ টাকা করে পেত।এতে হয়তো কিছুদিন মানুষের সম্পদের দিকে কম তাকাতো। নগদ চাই বলে প্রকাশ্যে আহাজারি করতোনা।
-১০ লক্ষ টাকা করে ছাত্রলীগ ক্যাডারদের মধ্যে বিলি করলে ৯ শত জন ক্যাডারকে তা দেয়া যেত।এতে করে কিছুদিনের জন্য হলেও চিনতাই,চাদাবাজি বন্ধ হত।
- সরকারের পাছাটা ২০ টি হলুদ সংবাদ মাধ্যমকে তাদের কৃতকর্মের পুরস্কার স্বরুপ এই টাকা দেয়া গেলে প্রতি হলুদে ৪ কোটি ৫০ লক্ষ করে ভাগে পেত। আর সকলেই তাদের হলুদের মাত্রা বাড়িয়ে দিত।
- ১ শত জন আতেলের মধ্যে যদি ভাগ করে দেয়া যেত তাহলে প্রত্যেকে ৯০ লক্ষ টাকা করে পেত। এতে করে ক্ষমতায় থাকার বাকি দিন গুলো তাদের সাথে সরকারের পক্ষে বলার জন্য আর দর কসাকসি করতে হতনা।
আরো কত কিছু করা যেত। ভাইরা অংকে কিছুটা কাচা তাই হয়তো কোথাও ভুল হয়ে যেতে পারে। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
বিষয়: বিবিধ
১৪১৭ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে বেশি দুঃখিত হওয়ার কারন নাই। কারন প্রকৃতপক্ষে এই টাকার বেশিরভাগই মাননিয় আঁতেল মন্ত্রির পকেটেই গেছে। সুতারাং আপনার দ্বিতিয় অধ্যায় এর উদ্দেশ্য পুরুন হয়েছে। কিন্তু এই আশা বৃথা যে তারা কিছুদিন অপরের সম্পদ এর দিকে চোখ বন্ধ করে থাকবে।
আমারও এর কম একটা পরামর্শ ছিল। ৯০ কোটি টাকায় সারা দেশে দশটি উন্নতামানের ষ্টুডিও স্থাপন করা যেত যে খানে শুদ্ধ উচ্চারনে জাতিয় সঙ্গিত গাওয়ার মত কয়েক লক্ষ শিল্পি তৈরি হতো।
-যদি ১ হাজার করে অসহায় মানুষদের মাঝে বিলি করা হত তাহলে ৯ লক্ষ মানুষকে এই টাকা দেয়া যেত।
-যদি ৫ শত টাকার একটা জামা কিনে দেয়া হত তাহলে ১৮ লক্ষ বস্ত্রহীন মানুষকে তা দেয়া যেত।
-যদি ২ শত টাকার এক বেলার খাবার দেয়া যেত তাহলে ৪৫ লক্ষ অনাহারীকে এ খাবার খাওয়ানো যেত।
-যদি ১ শত টাকার খাতা কলম কিনে গরিব ছাত্রছাত্রীদের মাঝে বিলি হত তাহলে ৯০ লক্ষ ছাত্রছাত্রীকে দেয়া যেত।
-যদি ১ লক্ষ টাকার একটি বাড়ি বানিয়ে দেয়া যেত তাহলে ৯ হাজার গৃহহীনকে তা দেয়া যেত।
-যদি ৫০ হাজার টাকা করে দিয়ে একজন গরিব পরিবারের মেয়েকে বিয়ের ব্যবস্হা করা হত তাহলে ১৮ হাজার কন্যা দায়গ্রস্হ পরিবার মুক্তি পেত।
-যদি ৫ লক্ষ টাকা করে গরিব মুক্তিযোদ্ধাদের বিলি করা হত তাহলে ১৮ শত অসহায় মুক্তিযোদ্ধার মুখে হাসি ফুটানো যেত।
-যদি ৫ হাজার টাকা করে চিকিৎসায় খরচ করা হত তাহলে ১ লক্ষ ৮০ হাজার গরিব অসহায় মানুষের চিকিৎসা সেবা দেয়া যেত। যারা অচিকিৎসায় ধুকে ধুকে মরছে।
-যদি ২০ হাজার টাকা করে বিনা সুদে যুবকদের লোন দেয়া যেত তাহলে ৪৫ হাজার বেকার যুবকের কর্ম সংস্হান হত।
আপনার এই কথাগুলো যদি আমাদের কর্তাব্যক্তিরা ভাবত, তবে দেশটা আজ উন্নয়ণশীল না হয়ে উন্নত দেশ হত। অনেক ধন্যবাদ সুন্দর চিন্তার জন্য
সুজলা সুফলা সোনার বাংলাদেশ।
কিন্ত আফছোচ তেমনটি হবার সম্ভাবনার আলো কোথাও দেখছিনা।
মন্তব্য করতে লগইন করুন