সম্পত্তি ভাগ না করায় মাকে হত্যার চেষ্টায় ৩ পুত্র ও ৩ পুত্রবধূদেরকে কারাগারে---

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৩ মার্চ, ২০১৪, ১১:২৫:২৯ সকাল



চট্টগ্রাম নগরীর বন্দর থানার মধ্যম হালিশহরে আড়াই গন্ডা জায়গা আছে ৮০ বছর বয়সী অশীতিপর বৃদ্ধা রওশন আরা বেগমের। স্বামীর মৃত্যুর পর এ সম্পত্তি তিনি অনেক কষ্টে আগলে রেখেছিলেন। বৃদ্ধা মা যে কোন মুহূর্তে মারা যাবেন, এ চিন্তায় আগে ভাগেই সম্পত্তি নিজেদের নামে ভাগ-বাটোয়ারা করে নিতে তৎপর রওশন আরার তিন ছেলে। কিন্তু রওশন আরা কোনভাবেই ভাগ-বাটোয়ারার এ প্রস্তাবে রাজি হচ্ছিলেন না। তার ধারণা, জায়গা বণ্টন করে দিলে তার ছেলেরা সেগুলো বিক্রি করে ফেলবে। মৃত্যুর আগে নিজের সম্পদ হাতছাড়া হওয়া দেখতে চাননি রওশন আরা। কোনভাবেই রাজি করাতে না পেরে তিন ছেলে ও তিন পুত্রবধূ মিলে গত ২৪ ফেব্রুয়ারি নিজ বাসায় বৃদ্ধা মাকে গলা টিপে হত্যার চেষ্টা করে। পাষন্ড সন্তানদের বিরুদ্ধে এলাকাবাসীর সহযোগিতায় আইনের আশ্রয় নেন মা।

আদালতে অশীতিপর বৃদ্ধা রওশন আরার আইনজীবী বলেন- "পাষন্ড তিন সন্তান ও পুত্রবধূ মিলে বৃদ্ধা রওশন আরাকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করেছেন। তার মৃত্যু না হওয়ায় তাকে মারধর করে একটি ঘরে তালাবদ্ধ করে আটকে রাখেন। সভ্য যুগে গর্ভধারিণী মায়ের উপর এ ধরনের নির্যাতন কল্পনা করা যায়না।

বৃদ্ধা মা আদালতে হাজির হয়ে তার উপর নির্যাতনের কথা বিচারকের সামনে বর্ণনা করেন। বৃদ্ধা মায়ের কান্নায় এসময় আদালতের পরিবেশ ভারী হয়ে ওঠে। বিচারক জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া ছয়জন হলেন, নূর ইসলাম (৪০) ও তার স্ত্রী শামীম আক্তার (৩৩), নূর আলম (৩৮) ও স্ত্রী পারভিন আক্তার (৩০) এবং নূর হোসেন (২৫) ও স্ত্রী বিউটি আক্তার (২০)। বাদি রওশন আরা নগরীর মধ্যম হালিশহরের বাকেরটেক এলাকার মৃত নূরউদ্দিন ড্রাইভারের স্ত্রী।

=============================

চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পত্রিকায় নিউজটি পড়ে মন খুব খারাপ হয়ে গেল। কত কষ্ট করে এই পাষন্ডদের মা তাদেরকে জন্ম দিয়ে লালন-পালন করেছেন। সেই কষ্টের কথা ভুলে গিয়ে সম্পতির লোভে মাকে হত্যা করে সম্পতি ভাগ-বাটোয়ারা করতে চেয়েছিল। এই কাজে তাদের স্ত্রীরাও সহযোগিতা করেছিল। নারী হয়ে নারীকে কিভাবে হত্যার প্রচেষ্টায় সহযোগিতা করতে পারে? এই পাষন্ডদের কি শাস্তি হওয়া উচিত?

বিষয়: বিবিধ

৯৮৭ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

185985
০৩ মার্চ ২০১৪ দুপুর ১২:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আড়াইগন্ড জায়গার জন্য এই কান্ড! মানে ২৫০০ বর্গফুট এর মত জায়গা তিনভাগ করার জন্য মাকে হত্যার চেষ্টা। আমরা কোন দেশে আছি বা কোন সময়ে! তিন ভাগ করলে তো এই জায়গাগুলিতে কোন বসবাসযোগ্য নির্মানকাজ অসম্ভব।
০৩ মার্চ ২০১৪ দুপুর ১২:১৯
137823
সিটিজি৪বিডি লিখেছেন : ভাই রে কি আর বলব.মানুষ এত কেন নীচে নেমে গেছে বুঝতে পারছি না..........একমাত্র ধর্মীয় শিক্ষা না থাকার কারনে এই কাজগুলো যে কেউ করতে পারে।
186034
০৩ মার্চ ২০১৪ দুপুর ০১:২০
সজল আহমেদ লিখেছেন : ওদেরকে মাটিতে গলা পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা উচিত্‍
০৩ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪৭
137895
সিটিজি৪বিডি লিখেছেন : কঠিন শাস্তি দিতে হবে।
186040
০৩ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৯
পবিত্র লিখেছেন : মনটা খারাপ হয়ে গেল। Sad
সামান্য সম্পত্তির জন্য মাকে মারার চেষ্টা!! Surprised
হে আল্লাহ, তুমি এমন পাষাণদের হেদায়েত করো।
০৩ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪৮
137896
সিটিজি৪বিডি লিখেছেন : আমারও মনটা খারাপ হয়ে গেল। অসুস্থ মাকে সুস্থ রাখার জন্য আমরা কত কিছুই না করছি। আর এই পাষন্ডরা?
186069
০৩ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : ওরা মানুষ নামক পশু, আল্লাহ যেন এইসব কুলাঙ্গারদের হেদায়াত দান করেন।
০৩ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪৯
137897
সিটিজি৪বিডি লিখেছেন : ভাইরে ওদেরকে কঠিন শাস্তি দিতে হবে। কমপক্ষে ২০ বছর জেল ও জরিমানা দেয়া উচিত।
186101
০৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৯
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : জঘন্য
০৩ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪৯
137898
সিটিজি৪বিডি লিখেছেন : ওরা জানোয়ারের চেয়েও খারাপ।
186178
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সমাজ কি পচে গেছে ?
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
137953
সিটিজি৪বিডি লিখেছেন : বিচার কি আছে রে ভাই?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File