জিগা মাইয়ার মারে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ জানুয়ারি, ২০১৪, ০৪:০৯:৩৪ বিকাল



সারাটা দিন অপিস করে

রাতে ফিরি বাড়ি

আসতে যেতে কি-সব শুনি

শরমে যাই মরি।

At Wits' End

জিগা জিগা জিগা

জিগা মাইয়ার মা’রে

মাইয়া তোমার স্কুল ছেড়ে

পার্কে কেন ঘুরে।।

At Wits' End

কার জন্য করছি কামায়

হাড় ভাঙ্গা কষ্ট

মানুষ যদি না হয় সন্তান

হয় পথভ্রষ্ট।

At Wits' End

জিগা জিগা জিগা

জিগা মাইয়ার মা’রে

মাইয়া তোমার স্কুল ছেড়ে

সিনেমায় কি করে।।

At Wits' End

দিনে দিনে তুলছ মাথায়

আদর সোহাগ করে

মান সম্মান মিশলে ধুলায়

বুঝবে দুদিন পরে।

At Wits' End

জিগা জিগা জিগা

জিগা মাইয়ার মা’রে

মাইয়া তোমার মার্কেটে যায়

বন্ধুর হাত ধরে।।

At Wits' End

ইচ্ছে করে চলে যায়

সমাজ সংসার ছেড়ে

এমন মেয়ে জন্ম দিয়ে

পাপের বোঝা বাড়ে।

At Wits' End

জিগা জিগা জিগা

জিগা মাইয়ার মা’রে

শিকল দিয়ে রাখবে নাকি

ধরে বেঁধে ঘরে।।

At Wits' End

কোথায় যায় কেন যায়

শাষন করে শেষে

না জানি আবার উল্টো বিচার

সেকুলার দেশে।

At Wits' End

জিগা জিগা জিগা

জিগা মাইয়ার মা’রে

সেকুলারী শিক্ষায়

মানুষ কেমনে করে।।

At Wits' End

এসব আর চলবেনা

ধর্ম কর্ম ছেড়ে

আদব কায়দা শিখতে হেব

থাকতে হলে ঘরে

At Wits' End

জিগা জিগা জিগা

জিগা মাইয়ার মা’রে

আলট্রা মডার্ন এমন মেয়ে

রাখবে নাকি ঘরে।

বিষয়: বিবিধ

২৪১০ বার পঠিত, ৪৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

165403
২১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৬
২২ জানুয়ারি ২০১৪ রাত ১২:৫৮
119741
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Surprised Surprised Love Struck Love Struck Rolling on the Floor Rolling on the Floor Don't Tell Anyone Don't Tell Anyone Talk to the hand Talk to the hand
165404
২১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৮
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভালো লাগা রেখে গেলাম.................
২২ জানুয়ারি ২০১৪ রাত ১২:৫৯
119742
বাকপ্রবাস লিখেছেন : কারে ভাল লাগছে? মাইয়ার হলে খবর আছে
165408
২১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৩
চেয়ারম্যান লিখেছেন : দারুন Love Struck Love Struck
২২ জানুয়ারি ২০১৪ রাত ০১:০০
119743
বাকপ্রবাস লিখেছেন : থেঙকু ভাইযান
165424
২১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৭
পলাশ৭৫ লিখেছেন : ভালো লাগলো পিলাচ Love Struck Love Struck Love Struck
২২ জানুয়ারি ২০১৪ রাত ০১:০০
119744
বাকপ্রবাস লিখেছেন : Love Struck Love Struck Good Luck Good Luck Broken Heart Broken Heart
165467
২১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
সিটিজি৪বিডি লিখেছেন : হাহাহাহাহাহা.......ব্যাপক বিনুদণ পাইলাম
২২ জানুয়ারি ২০১৪ রাত ০১:০০
119745
বাকপ্রবাস লিখেছেন : পুরাই পাংখা হা হা হা
165528
২১ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দোষ কিন্তু বাপেরও। পয়সা কামাইতে গিয়া খবর রাখেনা ছেলেমেয়ে কি করে।
২২ জানুয়ারি ২০১৪ রাত ০১:০১
119746
বাকপ্রবাস লিখেছেন : হুম, ঘরের খবর রাখতে হবে
নইলে তবে পস্তাতে হবে
165540
২১ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১১
প্যারিস থেকে আমি লিখেছেন : সব সময়ের মত ভালো হয়েছে।
২২ জানুয়ারি ২০১৪ রাত ০১:০১
119747
বাকপ্রবাস লিখেছেন : থেঙকু ভাইযান
165546
২১ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৪
শেখের পোলা লিখেছেন : চিনোনি ভাইমাইয়া গুলা,
ঐশী এরা বটে৷
কইয়া দেখো উল্টা কথা,
দেবে গলা কেটে৷
যায়না গন্ধ আঁতুড় ঘরের,
ফোন পেয়ে যায় হাতে,
চ্যাট করে আর মেসেজ পড়ে
বসে আঁধার রাতে৷
এদের ঘোড়া লাফিয়ে চলে,
পঙ্খীরাজের মত,
কেবলা এদের পশ্চিমাদেশ
ভাবে অবিরত৷
২২ জানুয়ারি ২০১৪ রাত ০১:০২
119748
বাকপ্রবাস লিখেছেন : তাইতো আমার ডর ডর লাগে
তাইতো চিল্লাপাল্লা মাইয়ার মার সাথে
165563
২১ জানুয়ারি ২০১৪ রাত ১০:০৫
ইমরান ভাই লিখেছেন : জিগা জিগা জিগা
জিগা মাইয়ার মা’রে

অসম Big Grin
২২ জানুয়ারি ২০১৪ রাত ০১:০২
119749
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১০
165572
২১ জানুয়ারি ২০১৪ রাত ১০:১৯
বৃত্তের বাইরে লিখেছেন : উমামার মায়ের বক্তব্য...

আমি একা সব সামলাই
বাপে বৈদেশ ঘুরে Shame On You
জিগা মাইয়ার বাপেরে
আমি থাকতে বাপে কেন
তন্বী তন্বী করে Loser
২২ জানুয়ারি ২০১৪ রাত ০১:০৩
119750
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floorহাসতে হাসতে পেটে খিলRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৭ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪০
198838
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Tongue Rolling on the Floor Rolling on the Floor
১১
165735
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৩
বৃষ্টি ভেজা সকাল লিখেছেন : নাম্বার দ্যান জিগাই Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪২
119925
বাকপ্রবাস লিখেছেন : আমারে ভুতে পাইছে, মাইয়াতো গেছে, এবার মাইয়ার মারে পাহারা দেন লাগবো
১২
165762
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৫
বৃষ্টি ভেজা সকাল লিখেছেন : মাইয়ার মায়ের দিকে কু নজর দিলে মাইয়া থাকবো কেমতে??
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৭
119950
বাকপ্রবাস লিখেছেন : খাল কেটে কুমির আনতে পারুমনা
মাইয়া যাক, মাইয়ার মারে ছাড়ুমনা
১৩
255118
১৭ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Tongue Tongue Big Hug Big Hug Yahoo! Fighter Yahoo! Fighter
এখানে আমার মন্তব্য নেই কেনু?
এর জন্যও কি মাইয়ার মারে জিগাবো?
নাকি বাকপ্রবাসের বাকবাকুমে উত্তরখানা পাবো?
জিগা জিগা জিগা, জিগা মাইয়ার বাপরে
বিয়্যা করে মাইয়া রেখে বৈদেশ কেনু ঘুরে?
Time Out Time Out Hurry Up Hurry Up Time Out Time Out
১৭ আগস্ট ২০১৪ সকাল ১১:৩৫
198872
বাকপ্রবাস লিখেছেন : কারে বলি কেমনে বুঝায়
কার জন্য ঘুরি
মাইয়ার মার ডিমান্ড আছে
স্বর্ণ গয়নার ঝুরি।
১৭ আগস্ট ২০১৪ দুপুর ১২:২৬
198924
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :
ইদানিং যে রাস্তা ঘাটে বেড়েগেছে বখাটে!
তবুও কেনু মাইয়া ঘুরে পার্কে আর মার্কেটে?

মাইয়ার মা কি বুঝেনা তা, মার্কেটের অবস্থা?
তবুও কেনু মাইয়ার মা'র আসছেনা সচেতনতা?
১৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৫
198935
বাকপ্রবাস লিখেছেন : মাইয়া এখন আলট্রা মডার্ন
মাইয়ার মা ভাবে
মাইয়া যদি বিগড়ে যায়
তখন কি হবে!!
১৭ আগস্ট ২০১৪ দুপুর ০২:৫৫
198964
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :
পরবর্তি প্রজন্ম নিয়ে
বেড়ে যাচ্ছে চিন্তা.....

আধুনিক ও আল্ট্রা হতে
রক্ষা যেন পায় উমামা

আল্লাহ্ যেন তাকে করে
মুত্তাক্বী এক মুসলিমাহ্ Praying Praying
১৭ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০২
198969
বাকপ্রবাস লিখেছেন : আমীন আমীন আমীন
উমামা মুক্ত হোক
আল্ট্রা ফর্মালিন
০৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২৪
215472
ইমরান ভাই লিখেছেন : হাত কাইটা গেছে আমার,
লিখতে নাহি পারি... Crying
কষ্ট করে লিখতে ছি যে,
দুই জনের সাথে আড়ি Crying Crying
০৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৯
215482
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : হাত কোথায় কাটলা আবার? চুরি করেছো বুঝি.... Crying Crying Crying Crying
০৪ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০০
215483
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : হাত কোথায় কাটলা আবার? চুরি করেছো বুঝি.... Crying Crying Crying Crying @ইমরুদদাাদাদা
০৪ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০৬
215488
ইমরান ভাই লিখেছেন : জিগা জিগা জিগা জিগা বউয়ের মারে,,,,, Tongue
০৪ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪৬
215496
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : তুমার হাত কী তাহলে বউ এর বাড়িতেই কাটছে? Crying Crying Crying Crying
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০৫
217832
বাকপ্রবাস লিখেছেন : বউ এর মা কি দোষ করলরে!!!Tongue Tongue Tongue
১৪
255123
১৭ আগস্ট ২০১৪ সকাল ১০:০৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগা রেখে গেলাম
রেখে গেলাম অনুরোধ!
মাইয়ারে নিয়া মাইয়ার বাপের
থাকা উচিৎ চিন্তাবোধ!
মাইয়ার মারে দোষ দিলে
লাভ তো হবেনা!
বিদেশ ছেড়ে ঘরমুখী হয়ে
মাইয়ারে শাষন করেন না!
১৭ আগস্ট ২০১৪ সকাল ১১:৩৯
198875
বাকপ্রবাস লিখেছেন : থাকমু কই খামু কি
হেই চিন্তায় আছি
তাইতো আমি সব ছেড়ে
বইদেশ পইড়া আছি
১৫
273874
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ০১:২৬
ফেরারী মন লিখেছেন : বহুত পুরান লেখা তহুন আমি বলগে ছিলাম না। Tongue Tongue
২৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১২
221696
বাকপ্রবাস লিখেছেন : কুপ করে ধন্যবাদ লইবেন
১৬
273895
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১৬
নিরবে লিখেছেন : সব মাইয়ার মারে জিগান ক্যান?
কামাই করা ছাড়া বাপের কি কোন দায়িত্ব নাই?
Thinking Thinking Thinking

যা হোক ভালো লাগলো
২৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১৯
221698
বাকপ্রবাস লিখেছেন : মাইয়ার বাপে কামাই করে সকাল সন্ধ্যা অপিস
পারলে খোদা সেই বুজটা নিরবে বুঝাই দিসRolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File