জিগা মাইয়ার মারে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ জানুয়ারি, ২০১৪, ০৪:০৯:৩৪ বিকাল
সারাটা দিন অপিস করে
রাতে ফিরি বাড়ি
আসতে যেতে কি-সব শুনি
শরমে যাই মরি।
জিগা জিগা জিগা
জিগা মাইয়ার মা’রে
মাইয়া তোমার স্কুল ছেড়ে
পার্কে কেন ঘুরে।।
কার জন্য করছি কামায়
হাড় ভাঙ্গা কষ্ট
মানুষ যদি না হয় সন্তান
হয় পথভ্রষ্ট।
জিগা জিগা জিগা
জিগা মাইয়ার মা’রে
মাইয়া তোমার স্কুল ছেড়ে
সিনেমায় কি করে।।
দিনে দিনে তুলছ মাথায়
আদর সোহাগ করে
মান সম্মান মিশলে ধুলায়
বুঝবে দুদিন পরে।
জিগা জিগা জিগা
জিগা মাইয়ার মা’রে
মাইয়া তোমার মার্কেটে যায়
বন্ধুর হাত ধরে।।
ইচ্ছে করে চলে যায়
সমাজ সংসার ছেড়ে
এমন মেয়ে জন্ম দিয়ে
পাপের বোঝা বাড়ে।
জিগা জিগা জিগা
জিগা মাইয়ার মা’রে
শিকল দিয়ে রাখবে নাকি
ধরে বেঁধে ঘরে।।
কোথায় যায় কেন যায়
শাষন করে শেষে
না জানি আবার উল্টো বিচার
সেকুলার দেশে।
জিগা জিগা জিগা
জিগা মাইয়ার মা’রে
সেকুলারী শিক্ষায়
মানুষ কেমনে করে।।
এসব আর চলবেনা
ধর্ম কর্ম ছেড়ে
আদব কায়দা শিখতে হেব
থাকতে হলে ঘরে
জিগা জিগা জিগা
জিগা মাইয়ার মা’রে
আলট্রা মডার্ন এমন মেয়ে
রাখবে নাকি ঘরে।
বিষয়: বিবিধ
২৪১০ বার পঠিত, ৪৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নইলে তবে পস্তাতে হবে
ঐশী এরা বটে৷
কইয়া দেখো উল্টা কথা,
দেবে গলা কেটে৷
যায়না গন্ধ আঁতুড় ঘরের,
ফোন পেয়ে যায় হাতে,
চ্যাট করে আর মেসেজ পড়ে
বসে আঁধার রাতে৷
এদের ঘোড়া লাফিয়ে চলে,
পঙ্খীরাজের মত,
কেবলা এদের পশ্চিমাদেশ
ভাবে অবিরত৷
তাইতো চিল্লাপাল্লা মাইয়ার মার সাথে
জিগা মাইয়ার মা’রে
অসম
আমি একা সব সামলাই
বাপে বৈদেশ ঘুরে
জিগা মাইয়ার বাপেরে
আমি থাকতে বাপে কেন
তন্বী তন্বী করে
মাইয়া যাক, মাইয়ার মারে ছাড়ুমনা
এখানে আমার মন্তব্য নেই কেনু?
এর জন্যও কি মাইয়ার মারে জিগাবো?
নাকি বাকপ্রবাসের বাকবাকুমে উত্তরখানা পাবো?
জিগা জিগা জিগা, জিগা মাইয়ার বাপরে
বিয়্যা করে মাইয়া রেখে বৈদেশ কেনু ঘুরে?
কার জন্য ঘুরি
মাইয়ার মার ডিমান্ড আছে
স্বর্ণ গয়নার ঝুরি।
ইদানিং যে রাস্তা ঘাটে বেড়েগেছে বখাটে!
তবুও কেনু মাইয়া ঘুরে পার্কে আর মার্কেটে?
মাইয়ার মা কি বুঝেনা তা, মার্কেটের অবস্থা?
তবুও কেনু মাইয়ার মা'র আসছেনা সচেতনতা?
মাইয়ার মা ভাবে
মাইয়া যদি বিগড়ে যায়
তখন কি হবে!!
পরবর্তি প্রজন্ম নিয়ে
বেড়ে যাচ্ছে চিন্তা.....
আধুনিক ও আল্ট্রা হতে
রক্ষা যেন পায় উমামা
আল্লাহ্ যেন তাকে করে
মুত্তাক্বী এক মুসলিমাহ্
উমামা মুক্ত হোক
আল্ট্রা ফর্মালিন
লিখতে নাহি পারি...
কষ্ট করে লিখতে ছি যে,
দুই জনের সাথে আড়ি
রেখে গেলাম অনুরোধ!
মাইয়ারে নিয়া মাইয়ার বাপের
থাকা উচিৎ চিন্তাবোধ!
মাইয়ার মারে দোষ দিলে
লাভ তো হবেনা!
বিদেশ ছেড়ে ঘরমুখী হয়ে
মাইয়ারে শাষন করেন না!
হেই চিন্তায় আছি
তাইতো আমি সব ছেড়ে
বইদেশ পইড়া আছি
কামাই করা ছাড়া বাপের কি কোন দায়িত্ব নাই?
যা হোক ভালো লাগলো
পারলে খোদা সেই বুজটা নিরবে বুঝাই দিস
মন্তব্য করতে লগইন করুন