এক তাবলীগের ভাই বাঁচালেন
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ২১ জানুয়ারি, ২০১৪, ০৪:০৬:২০ বিকাল
মুহতাসিম শিবির করতো . একবার বি এন পি আর শিবির মারামারি লাগলো . কারণ বি এন পি শিবিরকে হলে থাকতে দেবে না . শিবির হল ছাড়তে চাইছে না . এটা গত বি এন পি যখন ক্ষমতায় এলো তখনকার ঘটনা . মুহতাসিম আর জাকির বের হলো আহত ভাইদের দেখতে . যেই হলের গেটের কাছে আসলো তখনই বি এন পির বহিরাগতরা এসে শুরু করলো মার . জাকিরকে মারতে শুরু করলো . মুহ্তাসিম্কে হালকা পাতলা দিতে শুরু করলো . মুহতাসিম দৌড়ে হলে উঠলো অন্য এক হলে . পুরনো পরিচিত বি এন পির এক ভাইর কাছে সাহায্য চাইলো . ভাই কোনো সাহায্য করলো না .পরে এক তাবলীগের ভাইর কাছে সাহায্য চাইলো . ভাইয়া সাহায্য করলেন . তার নিজের রুমে ঠাই দিলেন আর বাইরে থেকে তালা লাগিয়ে দিলেন . মুহতাসিম মহান আল্লাহর নাম জপে রাতটা পার করলো আর তাবলীগের সেই ভাইটির জন্য প্রাণ ভরে দোয়া করলো . আর বিএন পির সন্ত্রাসীরা মুহ্তাসিমকে খুঁজে পেলো না .
বিষয়: বিবিধ
১০২৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন