আজ আপুর বিয়ে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ জানুয়ারি, ২০১৪, ০৭:১২:৪৬ সন্ধ্যা



পড়তে আমার মন বসেনা খেলতে মন চাই শুধু

নামাজ পড়ার সময় হলে ডাকত শুধু দাদু

Rose

স্কুল আমার ভাল্লাগেনা সাত সকালে মক্তবে

ঘুম চোখে ঢুলু ঢুলু হুজুর বলে পড়ে তবে

Rose

আম্মু বকে গাধা হবি পাড়া লিখা ঘোড়াড্ডিম

ভাইয়া বলে তারচে ভাল হাল চাষটা করতে দিন

Rose

আব্বু আবার বলেনা কিছু হাতে নিয়ে কঞ্চিটা

শপাং শপাং পিঠের উপর বাজনা বাজে ধিনাকতা

Rose

আপু তখন চোখ মুছে জড়িয়ে ধরে ওড়নাতে

আমার চোখে জল নেই আপু মরে কান্নাতে

Rose

আদর করে বলত শুধু ছাড়বি কবে দুষ্টোমি

তোদের ছেড়ে যাব চলে থাকবনাতো এই আমি

Rose

আপু আমার চলে গেল লাল শাড়িতে পরের ঘর

এখন আমি অনেক বড় বেতের বাড়ির নেই ডর

Rose

আজকে তবু কান্না পেল আপুটা আর নেই যে

এমন কেন নিয়ম রীতি ঢুকেনা আর মগজে

বিষয়: বিবিধ

১৭৩৬ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

162832
১৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
সিটিজি৪বিডি লিখেছেন : ছবির আপুটা মনে হয় অন্য দেশের..হাহাহা
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫৯
117243
বাকপ্রবাস লিখেছেন : দিলাম সরাইয়া
162838
১৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
সিটিজি৪বিডি লিখেছেন : সর্বোচ্চ মন্তব্যকারী গত সপ্তাহের (৭ দিনের)

ভিশুহ
তভাগা
শেখের পোলা
বুড়া মিয়া
আওণ রাহ'বার
সিটিজি৪বিডি
ইমরান ভাই
বৃত্তের বাইরে
সুর্যের পাশে হারিকেন
রাইয়ান

ব্লগে আজ প্রথম দেখলাম। ভাল লাগছে। বেশী বেশী কমেন্টস করুন। এই তালিকায় থাকলে পুরস্কার থাকবে মনে হয়।
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:০৩
117199
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ভাইয়া, আপনি কম কম কইরেন, যাতে আমি লিস্টের উপ্রে উঠতে পারি Tongue Surprised Winking MOney Eyes
১৬ জানুয়ারি ২০১৪ রাত ১২:০০
117244
বাকপ্রবাস লিখেছেন : আমি পেছনের দিক থেকে ফাসট হবার তালে আছি
১৬ জানুয়ারি ২০১৪ সকাল ১১:১২
117367
সিটিজি৪বিডি লিখেছেন : সুর্যের পাশে হারিকে-----ঠিক আছে..তাই করব।
162854
১৫ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৬ জানুয়ারি ২০১৪ রাত ১২:০০
117245
বাকপ্রবাস লিখেছেন : তাইলে বিয়া খেয়ে যান,
162857
১৫ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪৪
শেখের পোলা লিখেছেন : বাংলা মা এর আপু এরা,
এরাই আবার মা হবে,
এদের কোলেই নতুন আপু,
আবার এসে জন্মাবে৷
এটাই মোদের ঐতিহ্য,
ইতিহাসেও তাই বলে,
এদের কথা পড়লে মনে,
চক্ষু ভরে যায় জলে৷
দোওয়া করি সবার আপু,
সদাই যেন এমন হয়,
ভাইয়া গুলোও আপুর মত
ভাইয়া হয়ে সদাই রয়৷
১৬ জানুয়ারি ২০১৪ রাত ১২:০২
117249
বাকপ্রবাস লিখেছেন : শেখের পোলার কমেন্ট পেয়ে নিশ্প্রভ আমার ছড়া
ধন্যবাদ শেখের পোলা চলতে থাকুক ছন্দের ধারা
162870
১৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমার আপুর বিয়ে হবে না ,আমার আপু নেই তাই।
১৬ জানুয়ারি ২০১৪ রাত ১২:০৩
117250
বাকপ্রবাস লিখেছেন : দেইখেন আবার দুইদিন পর বউরে আপা ডাইকেননা
162889
১৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৮
বৃত্তের বাইরে লিখেছেন : দেকছেন...আপুরা কত্ত ভালো! একটু এদিক সেদিক হলে তো খালি দোষ খুঁজে বেড়ান। তবে এই আপুদের তালিকায় আমাদের শীর্ষ নেত্রীরা কিন্তু নেই Shame On You
১৬ জানুয়ারি ২০১৪ রাত ১২:০৪
117252
বাকপ্রবাস লিখেছেন : নেত্রীরা কোন প্রজাতির?
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০৩:০৮
117295
বৃত্তের বাইরে লিখেছেন : চিড়িয়া প্রজাতির কেউ হবে তবে কি নাম দেয়া হবে তা জাল ভোটের মাধ্যমে ঠিক করা হবে। Yawn
162917
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:০৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : নাইস, কবিতাটা খুব সুন্দর Loser ছবির আপুটা আরো বেশি সুন্দর Big Grin Big Grin
১৬ জানুয়ারি ২০১৪ রাত ১২:০৫
117253
বাকপ্রবাস লিখেছেন : তাইলৈ আপুর বিয়ে খেয়ে যান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File