আজ আপুর বিয়ে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ জানুয়ারি, ২০১৪, ০৭:১২:৪৬ সন্ধ্যা
পড়তে আমার মন বসেনা খেলতে মন চাই শুধু
নামাজ পড়ার সময় হলে ডাকত শুধু দাদু
স্কুল আমার ভাল্লাগেনা সাত সকালে মক্তবে
ঘুম চোখে ঢুলু ঢুলু হুজুর বলে পড়ে তবে
আম্মু বকে গাধা হবি পাড়া লিখা ঘোড়াড্ডিম
ভাইয়া বলে তারচে ভাল হাল চাষটা করতে দিন
আব্বু আবার বলেনা কিছু হাতে নিয়ে কঞ্চিটা
শপাং শপাং পিঠের উপর বাজনা বাজে ধিনাকতা
আপু তখন চোখ মুছে জড়িয়ে ধরে ওড়নাতে
আমার চোখে জল নেই আপু মরে কান্নাতে
আদর করে বলত শুধু ছাড়বি কবে দুষ্টোমি
তোদের ছেড়ে যাব চলে থাকবনাতো এই আমি
আপু আমার চলে গেল লাল শাড়িতে পরের ঘর
এখন আমি অনেক বড় বেতের বাড়ির নেই ডর
আজকে তবু কান্না পেল আপুটা আর নেই যে
এমন কেন নিয়ম রীতি ঢুকেনা আর মগজে
বিষয়: বিবিধ
১৭৩৬ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভিশুহ
তভাগা
শেখের পোলা
বুড়া মিয়া
আওণ রাহ'বার
সিটিজি৪বিডি
ইমরান ভাই
বৃত্তের বাইরে
সুর্যের পাশে হারিকেন
রাইয়ান
ব্লগে আজ প্রথম দেখলাম। ভাল লাগছে। বেশী বেশী কমেন্টস করুন। এই তালিকায় থাকলে পুরস্কার থাকবে মনে হয়।
এরাই আবার মা হবে,
এদের কোলেই নতুন আপু,
আবার এসে জন্মাবে৷
এটাই মোদের ঐতিহ্য,
ইতিহাসেও তাই বলে,
এদের কথা পড়লে মনে,
চক্ষু ভরে যায় জলে৷
দোওয়া করি সবার আপু,
সদাই যেন এমন হয়,
ভাইয়া গুলোও আপুর মত
ভাইয়া হয়ে সদাই রয়৷
ধন্যবাদ শেখের পোলা চলতে থাকুক ছন্দের ধারা
মন্তব্য করতে লগইন করুন