সকলের দোয়া কামনা হীরকের ১ম জন্মদিনে
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৫ জানুয়ারি, ২০১৪, ০৬:৫৩:৫৭ সন্ধ্যা
নিরন্তর সুখানুভূতি;
এযেন পরম অনিন্দ্য তিথি।
জীবন জড়িয়ে আছে অসীম মায়া-মমতায়।
নির্বাক ভাষা-ছন্দ আবেগে হারায়;
হৃদয়ই বোঝে শুধু হৃদয়ের কথা;
অনুভূতির শব্দগুলো লুকায়িত হেথা।
একেই হয়তো বলে রক্তের বন্ধন;
সুখ-দুঃখে গাঁথা, রবে চিরন্তন।
তার আগমনে জীবন হয়েছে আরও জীবন্ত;
কুসুম-কলিতে নব নবরূপে এসেছে বসন্ত।
হাস্যজ্জ্বল মুখখানি চাঁদের মতন;
মনের গভীরে সদা করিযে যতন।
প্রার্থনা দিবারাত্রি শুধু দয়াময়;
বাঁচিয়ে রাখো তারে দ্বীনের ছায়ায়।
ইসলামী জ্ঞানে-গুনে প্রভু করো, তারে আলোকিত;
দেশ ও দশের সেবায় যেন হয় নিবেদিত।
এই শুধু চাওয়া মোর অনন্ত সাধ;
শুভ্র করো, পবিত্র করো, দিও তারে অনুপম জান্নাত।
সকলের দোয়া মাগি মঙ্গলের তরে;
সুখ আর অনাবিল শান্তিতে জীবন উঠুক ভরে।
আত্মত্যাগের চেতনায় বলিষ্ঠ হোক মাটি-মাতৃকার;
দেশ ও জাতির গর্ব হোক, হোক অলংকার।
বিষয়: বিবিধ
১১২৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন