১৮ দলের রণকৌশল কি পরিবর্তন হতে চলেছে !!

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১৫ জানুয়ারি, ২০১৪, ০৬:২৬:১২ সন্ধ্যা

বেগম জিয়ার আজকের সংবাদ সম্মেলনে ইসলামী দলগুলার নেতৃবৃন্দদের "দক্ষতার" সাথে "অবজ্ঞা" করা হয়েছে বলে মনে হচ্ছে ৷ এবং বেগম জিয়ার লিখিত বক্তব্যে সুচারু ভাবে সভাবগত ইসলামী ভাবধারার শব্দ গুলাকে এড়িয়ে যাওয়া হয়েছে !!

বিষয়টা আমাকে যথেষ্ট ভাবাচ্ছে ৷ ১৮ দলের এক কেন্দ্রীয় নেতাকে দেখলাম অপ্রত্যাশিত এমন কার্যকলাপের পিছনে পশ্চিমাদের সন্তষ্টি থাকতে পারে সন্দেহ করতে ৷

যদি তাই হয়ে থাকে তাহলে ধারনা করা যায় বিএনপি তুর্কিস্তানের দিকে আগাচ্ছে ৷

বিষয়: রাজনীতি

১১৭৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

162822
১৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
সিটিজি৪বিডি লিখেছেন : নামে ১৮ দলীয় জোট..মাঠে শুধুমাত্র বিএনপি-জামায়াতকে দেখা যায়। সর্বশক্তি দিয়ে আন্দোলন না করার কারনে আজকে এই পরিনতি
162862
১৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০১
সত্যের বিজয় লিখেছেন : নৌকা আর ধানের শীষ
দুই সাপের একই বিষ ।
162898
১৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৯
হতভাগা লিখেছেন : যতই কৌশল করুক না কেন আর ক্ষমতায় আসতে পারবে না

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File