এইডা কি হুনাইলা সৈয়দ বংশের পোলা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ জানুয়ারি, ২০১৪, ০৯:৪৫:৪০ রাত

এইডা কি কইলা সৈয়দ বংশের পোলা!
সেক্সি মন্ত্রণালয় সেইটা কই পাইলা?
ইতরামির আর জায়গা পাওনা বেটা বেয়াক্কল
বয়েস তো কম হইলনা হয়না কেবল আক্কল। ![]()
শুনতে পাইলাম তুমি নাকি ইন্টার ফেইল ডিগ্রী পাশ
তুমিতো দেখি বিদ্যার জাহাজ শাবাশ শাবাশ শাবাশ
এমন সৈয়দ দুই একটা যদি জোটে দেশের ললাটে
তাইলে কিন্তু খবর আছে কান্দু পট্টির ব্যাবসা উঠবে লাটে![]()
কইছিলাম কি যা দূরে যা, দিল্লি গিয়া মর
তোর বাপে লোক ভাল তুই বেয়াদ্দপের লখিন্দর
যদিও বংশ পরম্পরায় মেইড বাই দিল্লির মাল
দালালি কর তবে যেন, না শুনি ইতরামি স্কান্ডাল
বিষয়: বিবিধ
১৯৬৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন