ভুলের মাশুল৷

লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৩ জানুয়ারি, ২০১৪, ০৯:৩৪:১৫ রাত

ভুলের মাশুল

বন্ধুরা সব চুপটি মারো, গোল করোনা কোনো,

মজার একটা গল্প বলি, মনদিয়ে সব শোনো।

অনেক দিনের কথা হল, বেশ রয়েছে মনে,

সিংহ রাজার শাসন ছিল, দূরের কোনো বনে।

রাজা ছিল অত্যাচারী, এক চোখে সে কানা,

আপন পর ভেদ করিত, সবার ছিল জানা।

শিকার তিনি করবেনা তাও, আহার দিতে হবে,

অন্যেরা সব করত পালা, কার পরে কে যাবে।

দিনে দিনে বনের পশু, উঠল সবে ক্ষেপে,

সুযোগ পেলেই সিংহ মামার, ধরবে টুঁটি চেপে।

রাজ্যে ছিল শেয়াল পণ্ডিত, চালাক অতি বড়,

নির্জনে এক সভা ডেকে, করলে সবে জড়।

বনের যত পশু পাখি জুটলো সবাই এসে,

হেলে দুলে হাতির বহর এল সবার শেষে।

গরু গাধা ছাগল ভেঁড়া, বাঘের পিছে ফেউ,

একে একে সবাই এল, রইল না আর কেউ।

জীর্ণ দেহ ব্যাঘ্র মামা রইল পড়ে পিছে,

শেয়াল বলে, ওসব নিয়ে ভাবনা করা মিছে৷

সব পশুরা যুক্তি করে পাশের বনে গেল,

সেখান থেকেও সাথে অনেক যোদ্ধা নিয়ে এল৷

গভীর রাতে রাজা যখন ঘুমে অচেতন,

ঘাড় মটকে ধরবে সবাই করল এমন পণ৷

যেমন কথা তেমন কাজ, অক্কা পেল রাজা৷

রাজ্যে খুশীর ঢেউ উঠিল, স্বস্তি পেল প্রজা৷

সেই সুযোগে ধূর্ত শিয়াল হুক্কা হুয়া ডেকে,

দেয় ঘোষনা ‘আমিই রাজা জেনো এখন থেকে’৷

নিজের বনে নিজের রাজা, পরওয়া করি কার!

দিনে দিনে প্রকাশ হল রাজা সৈরাচার৷

খেঁক শিয়াল আর পাতি শিয়াল এক কাতারে এল,

হাঁস মুরগী, ছাগল ভেঁড়ার বংশ নিপাত হল৷

দিন চলে যায়, মাস চলে যায়, হচ্ছে বছর পার,

দিনে দিনে শিয়াল রাজার বাড়ে অত্যাচার৷

ভাবছে বসে, ভাবছে সবাই উপায় যদি পায়,

চোর খেদিয়ে ডাকাত এনে একি হল দায়৷

===========================

বিষয়: বিবিধ

২১১৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

162192
১৩ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫১
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার। অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।
১৪ জানুয়ারি ২০১৪ রাত ০২:৫৮
116547
শেখের পোলা লিখেছেন : আপনাকে ধন্যবাদ৷
162276
১৪ জানুয়ারি ২০১৪ রাত ০২:৫৮
শেখের পোলা লিখেছেন : আপনাকে ধন্যবাদ৷
162683
১৫ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:২৮
সাইদ লিখেছেন : অনেক সুন্দর।আমাদের সমাজেরই এক প্রতিচ্ছবি।
১৫ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪৬
117160
শেখের পোলা লিখেছেন : সহমতের জন্য ধন্যবাদ৷
164474
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
ধ্রুব নীল লিখেছেন : এখন কি হবে তাহলে?
১৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০০
118714
শেখের পোলা লিখেছেন : ভুলের জরিমানা শোধ হলে সময়ই তা বলে দেবে৷ ধন্যবাদ৷
164643
২০ জানুয়ারি ২০১৪ রাত ১২:৪৭
প্যারিস থেকে আমি লিখেছেন :
সুন্দর একটি কবিতা লেখেন
ব্লগার শেখের পোলা
তার কবিতায় ছড়িয়ে পড়ে
আগুনেরই গুলা।
164978
২০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৮
শেখের পোলা লিখেছেন : আগুন বলেন, গোলা বলেন,
মাশুল দিতেই হবে,
আসুন সবাই তওবা করি,
দু কূল রক্ষা পাবে৷
167103
২৫ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:২৬
আলোকিত ভোর লিখেছেন : ধন্যবাদ Rose
২৬ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:২৮
121611
শেখের পোলা লিখেছেন : অনেক ধন্যবাদ৷ আবার আসবেন৷
169881
২৯ জানুয়ারি ২০১৪ রাত ১০:১২
জবলুল হক লিখেছেন : ভাবছে বসে, ভাবছে সবাই উপায় যদি পায়,

চোর খেদিয়ে ডাকাত এনে একি হল দায়৷চমৎকার হয়েছে।আমাদেরওে একই হাল। ভালো লাগলো । অনেক ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File