ভদ্রলোকের এক কথা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ জানুয়ারি, ২০১৪, ০৭:০২:৪৪ সন্ধ্যা
আমিতো বলেছি নির্বাচনে যাবনা
নির্বাচন আমাকে কোন ভাবেই ছাড়েনা
এত করে বলি তবু ছাড় ছাড় ছাড়
ছাড়লনা তবুও নির্বাচন কমিশনার।
?
পরের ঘটনা সবার আছে জানা
হাসপাতালে গেলাম তবু অসুখ ছিলনা
অনেক কষ্টে চেপে ধরে না ছাড়তেই মুত
প্রধানমন্ত্রী বানিয়ে দিল বিশেষ দূত।
?
এই বেশ ভাল আছি ক্ষমতার কাছাকাছি
এভাবেই কাটুক দিন যতদিন বেঁচে আছ
নীতি জ্ঞান কার আছে বল দেখি দেশটায়
সবাইতো ভাগ করে লেটে পুটে খেতে চায়।
?
যত দোষ নন্দ ঘোষ এরশাদ শালা বেইমান
ঝাড়ু মিছিল কর যদি বল কার অপমান
আমিতো বলেছিলাম নির্বাচনে যাবনা
নির্বাচন তবুও আমায় কেন ছাড়েনা।
বিষয়: বিবিধ
৯৭২ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
let dislike him, dislike her
Just say go to hell together
We wish not face any home war
If they not realize
Just do the size
সত্যই যায়নি৷
রেহাই কি পেয়েছি?
তাও আমি পাইনি৷
আদারটা দেখে বড়
লোভহল গিলতে,
পিয়নের চাকরিটা,
পারিনিকো ঠেলতে৷
যা পারে বলুক লোকে,
কিবা তায় আসে যায়,
ঝাঁটা জুতা, পচা ডিম,
এত এত কেবা পায়?
কে যে বলে ভাইযান
বলেছিনু যাবনা,
সত্যই যায়নি৷
রেহাই কি পেয়েছি?
তাও আমি পাইনি৷
ইশ্ এসব ইনস্ট্যান্ট কবিদের ইনস্ট্যান্ট কফি খাওয়াতে ইচ্ছে করছে...
মন ভরবেনা কফি দিয়া
এরশাদ কাকু হয়েছিল সেকি পেরেশান!
মন্তব্য করতে লগইন করুন