ভদ্রলোকের এক কথা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ জানুয়ারি, ২০১৪, ০৭:০২:৪৪ সন্ধ্যা
আমিতো বলেছি নির্বাচনে যাবনা
নির্বাচন আমাকে কোন ভাবেই ছাড়েনা
এত করে বলি তবু ছাড় ছাড় ছাড়
ছাড়লনা তবুও নির্বাচন কমিশনার।?
পরের ঘটনা সবার আছে জানা
হাসপাতালে গেলাম তবু অসুখ ছিলনা
অনেক কষ্টে চেপে ধরে না ছাড়তেই মুত
প্রধানমন্ত্রী বানিয়ে দিল বিশেষ দূত।?
এই বেশ ভাল আছি ক্ষমতার কাছাকাছি
এভাবেই কাটুক দিন যতদিন বেঁচে আছ
নীতি জ্ঞান কার আছে বল দেখি দেশটায়
সবাইতো ভাগ করে লেটে পুটে খেতে চায়।?
যত দোষ নন্দ ঘোষ এরশাদ শালা বেইমান
ঝাড়ু মিছিল কর যদি বল কার অপমান
আমিতো বলেছিলাম নির্বাচনে যাবনা
নির্বাচন তবুও আমায় কেন ছাড়েনা।
বিষয়: বিবিধ
৯৮৮ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
let dislike him, dislike her
Just say go to hell together
We wish not face any home war
If they not realize
Just do the size
সত্যই যায়নি৷
রেহাই কি পেয়েছি?
তাও আমি পাইনি৷
আদারটা দেখে বড়
লোভহল গিলতে,
পিয়নের চাকরিটা,
পারিনিকো ঠেলতে৷
যা পারে বলুক লোকে,
কিবা তায় আসে যায়,
ঝাঁটা জুতা, পচা ডিম,
এত এত কেবা পায়?
কে যে বলে ভাইযান
বলেছিনু যাবনা,
সত্যই যায়নি৷
রেহাই কি পেয়েছি?
তাও আমি পাইনি৷
ইশ্ এসব ইনস্ট্যান্ট কবিদের ইনস্ট্যান্ট কফি খাওয়াতে ইচ্ছে করছে...
মন ভরবেনা কফি দিয়া
এরশাদ কাকু হয়েছিল সেকি পেরেশান!
মন্তব্য করতে লগইন করুন