এক মহা সত্যবানি তাড়া করছে ভারত-আমেরিকা কে।
লিখেছেন লিখেছেন আশিক আরিফ ১৩ জানুয়ারি, ২০১৪, ০৬:৪৬:৪২ সন্ধ্যা
গ্রামীনফোনের বিজ্ঞাপনের মত,
'আমরা আমরাই তো' টাইপের বিরোধীদল বিহীন যে সরকার গঠিত হল তা নিয়ে অনেকেই টেনশিত।
তারা মনে করছেন- আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ 'সিকিমের' মত ভারতের একটি অঙ্গরাজ্যে পরিনত হবে।
আমি বলি কি,
কেন শুধু শুধু 'ঘোষনা' দিয়ে আঁচোলা বাঁশটা নিতে যাবে তারা?
বরং;এখন যেভাবে ঘোষনা বিহীন ভারতের অঙ্গরাজ্যে পরিনত হয়ে আছে এ দেশটা, সেটাই তো তদের জন্য মঙ্গলজনক।
আবার যারা ভাবছেন,
ভারতের আগামী নির্বাচনে কোন পরিবর্তন হলে বাংলাদেশের ভাগ্যাকাশেও পরিবর্তন হবে।
তারাও মুলতঃ বোকার রাজ্যে বাস করছেন।
কারন,ভারত আর যাই করুক,তাদের ফরেন পলিসিটা নোংরা পলিটিক্স থেকে মুক্ত রাখে।সেখানে তারা তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে থাকে।
এক্ষেত্রে বাংলাদেশ ঠিক তাদের উল্টো।
আমেরিকাও বাংলাদেশে আর কোন পরিবর্তন আনতে পারবেনা।কেননা, আমেরিকার বর্তমান অবস্থা হল 'ফাঁকা কলশী বাজেশী' এর মত।অত্যাধুনিক সমরাস্ত্র আর মহাজোট নিয়েও তারা ওসামার তিন রনকৌশলকেই ঠেকাতে পারছেনা।তারা আবার ভারতকে টেক্কা দিবে।তবে আমেরিকা তাদের আধিপত্য বিস্তার করবে বাংলাদেশে।
কিন্তু, ভারত আমেরিকা উভয়ই বাংলাদেশকে নিয়ে 'আশংকায়' আছে।
কারন তদের উভয়কেই 'গাযওয়াতুল_হিন্দ ' নামক এক মহা সত্যবানি তাড়া করছে।
বিষয়: বিবিধ
১১৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন