আর কতকাল...

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ জানুয়ারি, ২০১৪, ০২:৪২:৩৪ দুপুর



আমি চাইনিতো ধরতে বলছ এখন ছাড়তে

নিজ হাতেই ভেংগে ছুড়ে বলছ আবার গড়তে

ইচ্ছে করে মনটাকে ধুলোর মতো ঝাড়তে

এত গলি থাকতে কেন এলাম তবে মরতে

I Don't Want To See

বলছিলাম কি একটা কথা একটু যদি রাখতে

রাখতেই হবে এমনতো নয় তবুও যদি শুনতে

শুনবে যদি তবে তুমি আমার কথা বুঝতে

ছাইছিলাম কি হাতটা একটু তোমার হাতে রাখতে

Thinking?

আরে ধুর যা বলেছি তা কিন্তু মিন করিনি

হাতটা যে ধরতেই হবে তা কিন্তু পণ করিনি

হাতটা যদি নাইবা দেবে মনটা যদি দিতে

আর কতকাল ঘুরপাক খাব তোমার মন গলিতে

বিষয়: বিবিধ

১৩১৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

162068
১৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৩
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪৩
117216
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ রইল
162074
১৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৫
সুশীল লিখেছেন : দারুন্স দারুন্স
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪৫
117218
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদন্স
162106
১৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৩
আওণ রাহ'বার লিখেছেন : বক ?????? না ঠগ????
তবে সুন্দর লাগলো Love Struck Love Struck Love Struck
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪৬
117219
বাকপ্রবাস লিখেছেন : দুটোই দুটোই :D/
162110
১৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৪
সিটিজি৪বিডি লিখেছেন : কবিতায় ভালবাসার গন্ধ পাচ্ছি কেন?
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪৬
117220
বাকপ্রবাস লিখেছেন : ভাল বাসা ছাড়া কি ঘুমানো যায়?
162165
১৩ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২৪
শেখের পোলা লিখেছেন : গলি ছেড়ে বাইরে এস,
যা্য়গা আছে অন্তরে,
ভূত ছাড়াতে সর্ষে লাগে,
ভূত ছাড়ে কি মন্তরে?
এত জনে মন ভুলালো,
আমিকি ছাই পারব না!
আবোল তাবোল যতই বল,
এবার আমি ছাড়ব না৷
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪৭
117221
বাকপ্রবাস লিখেছেন : হাতটা তাহলে পাচ্ছি
সেই আনন্দে নাচছি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File