আর কতকাল...
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ জানুয়ারি, ২০১৪, ০২:৪২:৩৪ দুপুর
আমি চাইনিতো ধরতে বলছ এখন ছাড়তে
নিজ হাতেই ভেংগে ছুড়ে বলছ আবার গড়তে
ইচ্ছে করে মনটাকে ধুলোর মতো ঝাড়তে
এত গলি থাকতে কেন এলাম তবে মরতে
বলছিলাম কি একটা কথা একটু যদি রাখতে
রাখতেই হবে এমনতো নয় তবুও যদি শুনতে
শুনবে যদি তবে তুমি আমার কথা বুঝতে
ছাইছিলাম কি হাতটা একটু তোমার হাতে রাখতে ?
আরে ধুর যা বলেছি তা কিন্তু মিন করিনি
হাতটা যে ধরতেই হবে তা কিন্তু পণ করিনি
হাতটা যদি নাইবা দেবে মনটা যদি দিতে
আর কতকাল ঘুরপাক খাব তোমার মন গলিতে
বিষয়: বিবিধ
১৩৩৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে সুন্দর লাগলো
যা্য়গা আছে অন্তরে,
ভূত ছাড়াতে সর্ষে লাগে,
ভূত ছাড়ে কি মন্তরে?
এত জনে মন ভুলালো,
আমিকি ছাই পারব না!
আবোল তাবোল যতই বল,
এবার আমি ছাড়ব না৷
সেই আনন্দে নাচছি
মন্তব্য করতে লগইন করুন