ছোট ভাইয়া তুমি আসলেই একটা পাগল

লিখেছেন লিখেছেন লুকোচুরি ১৩ জানুয়ারি, ২০১৪, ০২:৩৬:৪৯ দুপুর

আমাদের পরিবারে আমরা একহালি ভাই-বোন আর আমাদের মা-বাবা থাকি। ভাই দুটি বড় তারপর আমরা দু’বোন । আমরা দুজন দুই ভাইয়ের চোখের মনি। আমাদের ছাড়া কিছু বোঝেনা ভাইদুটি। বড়ভাইয়ার কথা আগে একটু বলে নেই, তারপর এইগল্পের ‘হিরো’ মানে আমার ছোটো ভাইয়ার কথা বলছি। আমার দুই ভাইকে দেখলে মনে হবে দুজন দুই মেরুর বাসিন্দা। বড় ভাইয়া অনেক গম্ভীর আর একটু বেশি রাগী। বেশি কথা বলে না। একটু বেশি চুপ-চাপ। নিজের প্রয়োজন কখনও মুখ ফুটে বলেনা। এতটা হইহুল্লর করে না। এখন একটি টিভি চ্যানেল এ নিউজ রিপোর্টার হিসেবে কর্মরত আছে। আমি ঢাকাতে বড়ভাইয়ার সাথেই থাকি। আর ছোটোভাইয়াও আসে মাঝে মাঝে, ছুটি পেলে। ও সামরিক বাহিনীতে কর্মরত আছে, আর থাকে পিলখানাতে। আর আমার মা-বাবা ছোটবোনকে নিয়ে কুমিল্লা থাকে।

আমার ছোটভাইয়া ছোটবেলা থেকেই ডানপিটে স্বভাবের। অনেক বেশি সাহসী। ওর বন্ধুদের দলের ও ছিল লিডার। ওর নেতৃত্তে সবগুলোর বাঁদরামি চলত। পড়ালেখায় যেমন ভাল, দুষ্টামিতেও সেরা। আর খেলাধুলা! অলরাউণ্ডার। এমন কোন খেলা নাই যে, সে পারে না। ছোটবেলায় কাওকে কিছু না বলেই একাই চলে যেত নানু বাড়ি। এদিকে আম্মু-আব্বু চিন্তায় অস্থির হয়ে যেত। পরে মামা নাহয় নানাভাই ওকে বাসায় দিয়ে যেত। ও ছোটবেলা থেকেই কারো সাহায্য নিতে পছন্দ করত না, এমনকি নিজের লেখাপড়ার খরচও নিজে বহন করত। ও অনেক আত্মনির্ভরশীল একটা ছেলে। বাসায় সারাদিন হইহুল্লর করে সবাইকে মাতিয়ে রাখত। আমার ভাই দুটি বাসাতে আমাদের সময় দিতে অনেক পছন্দ করে। আমরা সারাদিন অনেক মজা করতাম। ওরা বাইরে গেলেই আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসতো। অনেক মজা করে কেটেছে আমাদের ছোটবেলা। আমরা ছোটবেলায় শিউলি ফুল কুড়িয়ে আনতাম, তারপর মালা গেঁথে দেখতাম কারটা বেশি বড় হয়েছে, আমি কখনই পারতাম না ভাইয়াদের সাথে। তারপর আমি কান্না শুরু করতাম আর মা ওদের বকত, আমায় কাঁদায় বলে। অবশ্য তখন আমার ছোটবোন না থাকায় আমি ছোট ছিলাম আর আদরও বেশি পেতাম। ওরা সারাদিন আমাদের ক্ষ্যাপাত আর মাএর বকুনি খেত। এখনও এমনটা করে, এতবড় হয়ে গেছে তবুও মানুষ হল না। আর আমার ছোট বোনটিও অনেক রাগী, নিজের ইচ্ছা মত চলতে পছন্দ করে, কারো কথা শোনে না, এবার ইন্টারমিডিয়েটএ পড়ছে। সারাদিন কলেজ এর নাম দিয়ে বন্ধু-বান্ধুবির সাথে থাকে, ওর মধ্যে একটু ছেলেদের স্বভাব বেশি। কারো পরওয়া করে না, আমি ওকে ডাকি লেডি গুণ্ডি। আমার দেখাদেখি ভাইয়ারাও ডাকে।

এভাবে চলতে থাকল আমার ছোটভাইয়ের জীবন, আস্তে আস্তে ও বড় হতে থাকল। তারপর সে এখন কর্মজীবন নিয়ে ব্যাস্ত। এখন আমরা যে যার যার মত থাকি, আগের মত আর মজা করা হয় না। বড়ভাইয়া তার কাজ নিয়ে, ছোটভাইয়াও ওর কাজে ব্যাস্ত, আমি আমার ক্লাস আর পড়া নিয়ে। তিনজন একি শহরে থাকি অথচ সবাই ব্যাস্ত। তারপরও আমরা ছুটির দিনগুলিতে একসাথে হই, আমরা একসাথে সারাদিন ঘুরে বেড়াই, শপিং করি, রেস্টুরেন্ট এ যাই। অথবা ছোটভাইয়া বাসায় চলে আসে তারপর আমার প্রিয় খাবারগুলি রান্না করে, আমার দুই ভাই ভাল রাঁধতে পারে, অন্যসময় বড়ভাইয়া যদিও রাঁধে, কিন্তু ছুটিতে ছোটভাইয়া রাঁধে। বড়ভাইয়া অবশ্য এতটা টাইম বের করতে পারে না, তাই ছোটভাইয়াই আমাকে নিয়ে ছুটির দিন কাটিয়ে দেয়। এছাড়া ঈদে আমরা সবাই একসাথে হই, অনেক মজা হয়, আমি আর আমার দুই ভাই মিলে সবার জন্য শপিং করি, তারপর বাড়ি যাই, কি বলব, আমাদের বাড়িতে তখন উৎসবমুখর পরিবেশ থাকে। আম্মু আব্বু ছোটবোন সবাই অনেক খুশি থাকে, সেই ছোটবেলার মত আমরা মজা করি।

আমি ছোটবেলা থেকেই একটু খুঁতখুঁতে স্বভাবের। আর খাওয়া নিয়ে সবাইকে বিরক্ত করতাম, কিন্তু ঢাকায় আসার পর আমি পুরো চেঞ্জ হয়ে গেছি। আমি আর কাওকে বিরক্ত করি না, এখন নিজে নিজে মাছ বেছে খাই, আর এর সব অবদান আমার ছোটভাইয়ার, ও আমাকে শিখিয়েছে কেমন করে মাছের কাঁটা বাছতে হয়। অন্যান্য খাবারও খাই এখন। ও আসলেই একটা সুপার-ডুপার হিরো।

আর এজন্যই মেয়েরা ওর জন্য পাগল। মেয়েগুলোর যন্ত্রণায় পাগল হয়ে যাওয়ার দশা। ওকে কেউ রেহায় দেয় না, না কলেজের মেয়ে না পাড়ার মেয়ে। কিন্তু আমার ভাই এসব পাত্তা দেয় না। কারন আমাদের পরিবার অনেক ধার্মিক। এসব পছন্দ করা হয় না, আমাদের পরিবারে। আমাদের উপর কড়া নিষেধ আছে যেন আমরা বিয়ের আগে কোনরকম প্রেমে না জড়াই। আমরা সবাই পারিবারিক মূল্যবোধ এ বিশ্বাসী। যথেষ্ট সম্মান আছে আমাদের পারিবারিক মূল্যবোধের প্রতি। আম্মু সেইদিন ঘোষণা করেছে আমার ভাইদের বিয়ে করাবে। কি মজা !!

ছোটভাইয়ার সাথে ফোনে সবসময় কথা হয়, কি করছি, না করছি, খেয়েছি কিনা, কয়ঘণ্টা পড়লাম, আজ ক্লাসএ কি হল না হল সব বলি ভাইয়াকে। আমার ভাইগুলো আমার অনেক ভালবন্ধু, তাইতো আমার আর অন্যকোন বন্ধুর দরকার হয় না। এটা দেখে আমার সহপাঠীরা বিরক্তই হয়, আমাকে বলে আমি নাকি ভাইদের চামচা। আজবতো!! চামচা ভাল কথা, আমার ভাইদেরই তো চামচা। পারলে তোরাও হ দেখি তোদের ভাইদের চামচা।

ছোটভাইয়া আসলেই একটা পাগল, একটু কিছু হলেই মন খারাপ করে বসে থাকে, আর আমাকে বকা দেয়। আমিও মন খারাপ করে বসে থাকি। কিছুক্ষন পর আবার বলে মন খারাপ করেছিস? আমি বলি হুম। ভাইয়া বলে কততুকু? আমি বলি অনেক। তারপর ও এমন কাণ্ড করে, এমনিতেই মন ভাল হয়ে যায়। আবার মাঝে মাঝে করে কি, আমাকে এমন বকা দেয় যে আমি কেঁদেই ফেলি। তখন আবার বলে চোখ মুছে আয়, এমনটা আমি ইচ্ছা করে করেছি। তোকে শিখানোর জন্য। যেন আর ভুল না করিস। বুঝেছিস? আমি বলি, হুম। এরপর বলে কি বুঝলি? আমি চুপ করে থাকি। তারপর বলে ঘোড়ারডিম বুঝছিস।

সেদিন বলে কি, ওই তুই এত তেল মেরে কথা বলিস কেন? সবসময় শুধু প্রশংসা করিস কেন এত? আমি বললাম কই নাতো। ছোটভাইয়া বলে মিথ্যা বলবি না। ও জানে আমি লেখা-লেখি করতে পছন্দ করি। হঠাৎ করেই বলে কি, শোন তুই এবার যে গল্পটা লিখবি সেটার টপিক আমি সিলেক্ট করে দিব। আমি বললাম, আচ্ছা। ভাইয়া বলল প্রমিস কর যে লিখবি। আমি বললাম ঠিকাছে, প্রমিস করলাম। তারপর সে যা বলল আমি শুনে তো আকাশ থেকে পরলাম, বলে যে তুই একটা গল্প লিখবি আমার নেগেটিভ দিক নিয়ে। আমি বললাম পারব না, ও বলল তুই তো প্রমিস করেছিস, এখন না বলতে পারবি না। আমি বাধ্য হয়ে বললাম ঠিকাছে লিখব। জিগ্যেস করলাম কি লিখব? তোমার তো নেগেটিভ দিক আমার চোখে পড়ে না। ভাইয়া বলে যে লিখতে বলেছি ব্যাস লিখবি এত কথা বলিস কেন? আমি বললাম যে কি লিখব? তারপর ও আমাকে শিখিয়ে দিল, লিখবি যে তোর ভাই অনেক খারাপ ছেলে, সে নিজেকে সেরা মনে করে, মনে করে তারমত ভাল আর কেউ নেই, ও সবাইকে সবসময় উপদেশ দিয়ে বেড়ায়, অথচ নিজে ভাল কাজ করে না, ও অনেক মেয়ের লাইফ হেল করে দিয়েছে, ও একসাথে অনেক প্রেম করে, সারাদিন শুধু মেয়েদের পিছে ঘুরে বেড়ায়, স্কাইপি, ফেসবুক, ফোন, কোনজায়গা থেকে মেয়েরা রেহায় পায় না, আরও লিখবি তোকে কষ্ট দেই সবসময়, তোকে কাঁদাই, মন খারাপ করে দেই। আমি বললাম ভাইয়া এসব কি বলছ তুমি? আমি এগুল লিখতে পারব না, ভাইয়া বলে প্রমিস করেছিস লিখতেই হবে, আর আমি কি মিথ্যা বলেছি নাকি? আমি বললাম আচ্ছা লিখব। এরপর বললাম, তোমার নেগেটিভ দিক শুধু একটাই যে তুমি ফজর এর নামাজ পরতে উঠতে পারনা, মাঝে মাঝে নামাজ মিস কর, ভাইয়া বলে এটাও লিখবি।

আচ্ছা পাগল মানুষ ও। যেটা একবার বলে সেটা করতেই হবে। তিনদিন পর, গতকাল আমাকে ফোন দিয়ে বলল কাজটা শেষ করেছিস? আমি বললাম না, এরপর বলে, কেন? কি কথা ছিল? আমার কথায় গুরুত্ব দেয়া হচ্ছেনা, তাই না? যারা আমার কথায় গুরুত্ব দেয় না আমি তাদের সাথে কথা বলি না। তারপর আমি বললাম আমি আজ লিখে দিব, ভাইয়া বলে ঠিকাছে। কিন্তু আমি টাইম পাইনি লেখার। আজ আবার ফোন দিয়ে বলে লিখেছিস? আমি বললাম যে না, এটা শুনে ভাইয়া তো রেগেই আগুন। রাগ করে ফোনটা রেখে দিয়েছে। আমি খুজে পাচ্ছি না কি নেগেটিভ দিক লিখব? এত অসাধারন একটা ভাই আমার, যার নেগেটিভ দিক নাই বললেই চলে, আমার ভাই বলে বলছি না। আমার ভাইদের সুনাম সবজায়গাতেই, আমাদের মহল্লাতে ওরা ওদের ব্যাবহার দিয়ে সবার মন জয় করে নিয়েছে, কর্মক্ষেত্রেও এর বাতিক্রম না। ওরা অনেক ভাল মানুষ, সবসময় সৎ পথে চলার চেষ্টা করে, অন্যদের কষ্ট দেখতে পারে না, নিজের ক্ষতি হলেও অন্যকে সাহায্য করে, মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল। এককথায় দুনিয়ার সেরা দুটি ভাই আমার।

ভাইয়া এখনও রাগ করে আছে, বুঝতে পারছি না কখন রাগ ভাঙবে? আমি তো চেষ্টা করেছি গল্পটা লিখতে, ছোটভাইয়া প্লিজ রাগ করে থেক না। আমি আম্মুকে বলে দিব কিন্তু। দাঁড়াও তোমার জন্য তো বউ খুজছে তাই না? এমন ভাবি খুঁজে আনবো যে তমাকে এমনটা করতে দিবে না, আমার সাপোর্টে থাকবে, তখন খুব ভাল হবে। ভাইয়া তুমিতো অনেক ভাল, তাইনা? প্লিজ রাগ করে থেক না, তুমি যতবার বলবে আমি ততবারই কান ধরে উঠবস করব, তবুও রাগ করে থেক না, আমার লক্ষ্মী পাগল ভাইয়া।

[ ভাইয়া তোমার জন্য গল্পটা লিখেছি, পড়ে দেখ কেমন হল? তারপর আমাকে জানাও। ]



বিষয়: বিবিধ

৩২১৮৩ বার পঠিত, ৪৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

162069
১৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৩
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৯
116290
লুকোচুরি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ পড়ার জন্য Good Luck Good Luck Good Luck Happy Happy Happy
162075
১৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৭
116300
লুকোচুরি লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য Happy Happy
162090
১৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫১
রাইয়ান লিখেছেন : ভাই বোন গল্প ! এজন্যই তো এক্সট্রা সুইট ! এরপর নিশ্চয়ই আপনার ছোট ভাইয়া আর রাগ করে থাকতে পারবেনা !
১৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৮
116301
লুকোচুরি লিখেছেন : ভাইয়া আর পরে রাগ করে থাকতেই পারে নাই। Love Struck Love Struck Love Struck
162115
১৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২১
সিটিজি৪বিডি লিখেছেন : ভাইয়্যার বিয়েতে আমরা কি দাওয়াত পাব? পোষ্ট পড়ে ভাইয়্যা নিশ্চয়ই চকলেক কিনে দিবে................
১৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
116331
লুকোচুরি লিখেছেন : ইন শা আল্লাহ্‌ দাওয়াত পাবেন। চকলেট তো এমনিতেও দিবে Happy
আর আপনাকে ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য। Happy Happy
162144
১৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১০
ভিশু লিখেছেন : স্যরি, ভাইয়ার জন্য লেখা গল্পটা পড়ে ফেলেছি...এখন কি হবে?...Worried Whew!
১৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
116339
লুকোচুরি লিখেছেন : পড়ার জন্যই তো দিলাম। ভাল করেছেন যে পড়েছেন। আর কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। Happy Happy আর এটা অনেক আগের লেখা, ভাইয়ার রাগ কবেই কমে গেছে। <:-P Happy
১৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
116342
ভিশু লিখেছেন : আলহামদুলিল্লাহ!
Praying Praying Praying
১৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
116344
লুকোচুরি লিখেছেন : Happy Happy Happy
162176
১৩ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০৫
আওণ রাহ'বার লিখেছেন : বাহ্ কি মধুর সম্পর্ক ভাই বোনের।
বাট আমার নো ভাই নো বোন Sad Crying Crying Sad
ওয়ান পিস অফ বাঁদর ।
আমাকে তেমন কেউ পাগল বলেনা বাট অনেকে পাগলা বলে Big Grin সুন্দর লিখাটির জন্য ধন্যবাদGood Luck Good Luck
১৩ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৬
116436
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওয়ান পিস অফ বাঁদর ?!? What is this? Surprised Surprised Surprised
১৩ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৭
116445
আওণ রাহ'বার লিখেছেন : আমার একটা কাজিন আছে বাদড় একদম একপিস Smug লাইট Smug হারিকেন। Tongue
১৩ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫২
116448
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying
১৩ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫৫
116450
আওণ রাহ'বার লিখেছেন : Rolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the Floor @কাজিন ধরা খাইলা Tongue Tongue
১৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৪
116650
লুকোচুরি লিখেছেন : আপন ভাই বোন নাই তো কি হয়েছে? এই যে আমরা এতগুলো ভাই বোন আছি ব্লগে। আমরাই তো ভাই বোন Happy Happy Happy
১৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৮
116710
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এই পাজি কাজিন, দেখো, লুকোচুরি আপু কে আামদের দলে আনা যায় কিনা Don't Tell Anyone Don't Tell Anyone
162199
১৩ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমিতো পুরাই অবাক Day Dreaming এত্ত সুন্দর করে কি ভাবে লিখতে পারেন আপু? প্রত্যেকটা লাইনই এ্যাট্রেক্টিভ Thumbs Up Thumbs Up Bee Bee Rose Rose
১৩ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫৮
116454
আওণ রাহ'বার লিখেছেন : কাজিন সুপার এ্যাট্রেক্টিভ Thumbs Up Thumbs Up
১৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২০
116660
লুকোচুরি লিখেছেন : অসংখ্য ধন্যবাদ Happy লেখার চেষ্টা করি, কিন্তু আপনাদের মত তো আর পারি না।
১৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২৫
116662
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @লুকোচুরি,
আপনি মনেহয় আদর করেই বলে ফেলছেন, এ কথাটা Winking Straight Face আমার বিশ্বাস - আর যাইহোক - অপমান করার উদ্দেশ্যে বলেন নাইWorried Surprised
১৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৯
116692
লুকোচুরি লিখেছেন : আল্লাহ্‌ মাফ করুন। আমাকে দিয়ে যেন কখনো কারও অপমান না হয় সেই তৌফিক দিন। আমি মোটেও অপমান করার জন্য বলিনি। @ সূর্যের পাশে হারিকেন। (প্লিজ ভুল বুঝবেন না।)
১৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৭
116708
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @লুকোচুরি লুকোচুরি আপু
ডোন্ট ওয়ারী - অবশ্যই ভুল বুঝি নাই Straight Face
আমি জানতাম! ছোট্ট দুষ্টু'র হাড্ডি ভাই দুটুকে আদর করেই বলেছেন।Tongue


আর এভাবে বলার কারন হচ্ছে আপনার মনোযোগ আমাদের (দুষ্টু দু'টা কাজিনের) দিকে ফিরানো... হি হি হি


আর আমাদের গায়ে লাগার একটা কারনও আছে, হয়তো তা আপনি জানেনও Love Struck Love Struck
১৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৪
116713
লুকোচুরি লিখেছেন : দুষ্টামি করলে কিন্তু মাইর হপে Tongue
162209
১৩ জানুয়ারি ২০১৪ রাত ১০:০৫
বৃত্তের বাইরে লিখেছেন : এত্ত সাহস পারমিশন না নিয়ে ভাইয়ার পাগলামির খবর সবার কাছে প্রচার করা হইসে... যাক গল্প ভালো লাগছে তাই আর কিছু বললামনা Rose Love Struck
১৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫০
116642
লুকোচুরি লিখেছেন : ভাইয়া কিছু মনে করবেন না। আমার ভাইয়া অনেক লক্ষ্মী। Happy Happy ধন্যবাদ পড়ার জন্য। Happy
162225
১৩ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩৫
শুকনোপাতা লিখেছেন : খুব্বই কিউট.. ভালো লাগল খুব! Happy Happy
১৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫১
116643
লুকোচুরি লিখেছেন : অসংখ্য ধন্যবাদ Happy
১০
162230
১৩ জানুয়ারি ২০১৪ রাত ১১:০১
আলোর আভা লিখেছেন : ভাল লাগল ধন্যবাদ আপু ।
১৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫১
116644
লুকোচুরি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ Happy
১১
162243
১৩ জানুয়ারি ২০১৪ রাত ১১:২৭
শর্থহীন লিখেছেন : খুনসুটি নিয়ে লেখাটা পড়ে বেশ ইনজয় করেছি -- ধনয়বাদ আপনাকে --
১৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫১
116645
লুকোচুরি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ Happy
১২
162328
১৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৫২
শেখের পোলা লিখেছেন : না আর বোধ হয় কান ধরে উঠ বস করতে হবেনা৷ সব ভাইয়ারাই পড়ে বলবে বোনটা আমার সত্যই পাগল৷
১৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫২
116646
লুকোচুরি লিখেছেন : Happy Happy Happy জি আসলেও আর কান ধরে উঠ বস করতে হয় নাই। Happy Happy Happy
১৩
162669
১৫ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:৫১
রেহনুমা বিনত আনিস লিখেছেন : সুন্দর! Rose Rose
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১০:৪৫
117188
লুকোচুরি লিখেছেন : Love Struck Love Struck ওরে আল্লাহ্‌ ! আপু আপনি আমার লেখায় কমেন্ট করেছেন, ভাবতেই পারছি না। আপনার লেখা পড়ে আমি আপনাকে অনেক খুঁজেছিলাম। আলহামদুলিল্লাহ্‌ পেয়েছি আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ পড়ার জন্য Love Struck Love Struck
১৬ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:১২
117337
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আপুকে কি চিনি? :Thinking
১৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৪২
117432
লুকোচুরি লিখেছেন : এফবি থেকে ম্যাসেজ দিবনে ইন শা আল্লাহ্‌ Happy
১৪
162703
১৫ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:১৭
আবু আশফাক লিখেছেন : বরাবরের মতোই সুন্দর। অনেক ধন্যবাদ। Rose Rose Rose
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১০:৪৬
117189
লুকোচুরি লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ Happy
১৫
168938
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫১
ইমরান ভাই লিখেছেন : ফ্রিতে অনেক সুন্দর জীবনি শুনলাম সরি দেখলাম।
Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin
খুব ভালো লাগলো। Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
যদিও আমি সবার শেষে কমেন্টস করলাম। Rose Rose
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৯
122754
লুকোচুরি লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File