রেখ মোরে তোমারই ছায়ায়
লিখেছেন লিখেছেন লুকোচুরি ১২ জুন, ২০১৪, ০৯:১৬:৩৭ রাত
"মা" খুব ছোট্ট একটা শব্ধ। এক অক্ষরের একটা শব্দ। আর সব চাইতে মায়াময় শব্দ এটা। কিন্তু শব্দটার ব্যাপকতা এত বিশাল, এত বিস্তৃত এর পরিধি যে একজন মানুষের পক্ষে কখনই এর সীমা নির্ধারণ করা সম্ভব না। আল্লাহ্ তা'আলার দেয়া শ্রেষ্ঠ নেয়ামত "মা"। মায়ের তুলনা মা নিজেই। একজন মানুষ আল্লাহ্ ও তাঁর রাসুল (সাঃ)-এর পর তার মাকেই বেশি ভাল বাসে। "মা" যে পরম নির্ভরতার জায়গা।
যার মাঝে একটি নতুন প্রাণের সঞ্চার পায়। যিনি হাসি মুখে দিনের পর দিন তার নিজের মাঝে বয়ে বেড়ান সেই ছোট্ট প্রাণটিকে, যার মাঝে সেই প্রাণটি পূর্ণতা পায় একটু একটু করে। যার মাধ্যমে একজন মানুষ এই পৃথিবীতে আসে। তিনি তো "মা"। এরপর দিন নেই রাত নেই... অনবরত... বছরের পর বছর তার সন্তানকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নিজেকে বিলিয়ে দেন।
মায়ের জায়গা কেউ কখনো নিতে পারে না। তবে আল্লাহ্ কখনো কখনো এমন সব মানুষকে জীবনে পাঠান, তারা অনেকটা মায়ের মতই হন। মায়ের মতই তাকে শ্রদ্ধা করা যায়, ভালবাসা যায়। আবদার করা, গালফুলানো, অভিমান, খুনসুটি, আহ্লাদ, নাকে কাঁদা কোন কিছুতেই এইরকম মানুষরা বিরক্ত হন না। যখন তাঁর চোখে কোন ভুল ধরা পড়ে, যখন কেউ কোন কিছুতে অনিয়ম করে এই মায়ের মত মানুষরা কখনো আদর করে, কখনো শাসন করে, আবার কখনো বুঝিয়ে বলেন কোনটা ঠিক আর কোনটা ঠিক না। এই মানুষগুলি জাদু জানে আম্মুর মত। যেকোনো কিছুর সমাধান তাদের কাছে থাকে। যেকোনো সমস্যায় তারা পাশে থাকে। যেকোনো বিপদে তারা তা মোকাবেলা করার সাহস দেন, তারা ধৈর্যশীল হওয়ার পরামর্শ দেন। আল্লাহ্র কথা স্মরণ করিয়ে দেন সব সময়, নামাজ মিস করলে রাগ করেন, পরক্ষনেই কাছে টেনে নিয়ে বুঝিয়ে বলেন। এতে তাদের কোন লাভ নেই। না তারা এর জন্য জিজ্ঞাসিত হবেন, তবুও তারা এমন করেন। তারা কোন কিছু পাওয়ার জন্য এমন করেন না, না তারা এর প্রতিদান চান। নিঃস্বার্থ এই ভাল মানুষগুলোকে অনেক ভালবাসি। খুব কম আছে পৃথিবীতে এমন মানুষ। হাতে গোনা কয়েকজনের হয়ত এই মানুষগুলোর সাথে পরিচয় হয়েছে।
আলহামদুলিল্লাহ্। আল্লাহ্ আমাকেও এমন মায়ের মত মানুষের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। - "ভালবাসি তোমাকে... অনেক ভালবাসি। কখনো আমাকে ছেড়ে যেতে পারবে না বলে দিচ্ছি। প্লিজ এমনটি করে পাশে থেকো সবসময়। পাশে না থাকলে তোমাকে জালাবে কে? আমি না লক্ষ্মী মেয়ে... তাইতো বেশি বেশি যন্ত্রণা দেই আর আমি ভুল করলে শুধরে দিও, পথ ভুলে গেলে পথ দেখিয়ে দিও, গাড় অন্ধকারে আলোর মশাল হয়ে একটুকরো আলো দিয়ো। সারাটি জীবন তোমার আদরের ছায়া দিও। আর আমি একা চলতে খুব ভয় পাই সবসময় আমার পাশে থেকে এমন করে আমার হাত ধরে রেখ। আল্লাহ্ তোমাকে সুস্থ রাখুন, তোমাকে নেক হায়াত দিন, আর তোমাকে আল্লাহ্র প্রিয় বান্দা করে নিন। আমীন।"
[আমার খুব পছন্দের একজন মানুষ, আফরোজা হাসান আপুর জন্য লিখলাম এই লেখাটা। অবশ্য আমার শব্দ ভাণ্ডার বলতে গেলে শুন্য। আমি তাঁর কথা আমার এই ক্ষুদ্র ভাণ্ডারের শব্দ দিয়ে সাজাতে পারলাম না, না পারলাম আমার অনুভূতিকে ঠিক মত প্রকাশ করতে। :( অবশ্য আমি যোগ্যতাও রাখি না তাঁকে নিয়ে কিছু বলার ]
বিষয়: বিবিধ
১৮৯৭ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোমার শব্দভান্ডার মাশাআল্লাহ অনেক সমৃদ্ধ। আল্লাহ রাব্বুল আলামীন আরো বারাকাহ দিন তোমার শব্দে।
অসাধারণ লাগলো লেখাটি।
জাযাকিল্লাহু খাইরান আপু
I'm in a hurry.
পরে পড়ে অবশ্যই কমেন্ট করবো ইনশাআল্লাহ!
খুব ভালো লাগলো অনেক শুকরিয়া।
চিন্তা করি মা যদি না থাকেন তবে কেমন হবে?
কিভাবে কি করবো?
মা ছাড়া একটা মুহুর্তও চিন্তা করতে পারিনা।
জি আসলেই আল্লাহ্ তা'আলার যতই কৃতজ্ঞতা প্রকাশ করিনা কেন তা কম হয়ে যাবে। কারন তিনি আমাদের মা দিয়েছেন। আলহামদুলিল্লাহ্। মা ছাড়া একটি মুহূর্ত চিন্তা করা যায় না। আল্লাহ্ আমাদের সবার মাকে সুস্থ রাখুন, নেক হায়াত দিন আর ইসলামের পথে রাখুন। আমীন।
রাব্বির হামহুমা কামা রাব্বইয়্যানি সগির্।
আফরোজা আপুর লেখনি আমার লাইফস্টাইল, কল্পনা ও চিন্তার ধরন চেইন্জ করে দিয়েছে। আমিও আপুর জন্য এই দোয়াই করি........ আল্লাহ্ আফরোজা আপুকে সুস্থ রাখুন, নেক হায়াত দিন, সমস্ত যায়েজ ও মোবাহ্ ইচ্ছাগুলো পূরণ করে দিন, আর আল্লাহ্র প্রিয় বান্দা করে নিন। আমীন।"
আসলে কিছু কিছু মানুষকে আল্লাহ্ আমাদের জীবনে তাঁর রহমত হিসেবে পাঠান। এই মানুষগুলো আলোকবর্তিকা হয়ে আমাদের অন্ধকার থেকে বের করে আনেন। আফরোজা আপু তাদেরই একজন। আলহামদুলিল্লাহ্। এমন মানুষের সাথে আল্লাহ্ পরিচয় করিয়ে দিয়েছেন এজন্য আল্লাহ্র দরবারে যতই শুকরিয়া আদায় করি তা কম হয়ে যাবে।
আমি সত্যি বলছি অনেক সুন্দর হয়েছে আপনার লেখা আপু ।
মন্তব্য করতে লগইন করুন