হে আল্লাহ্‌ তুমি আমাকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দাও।

লিখেছেন লিখেছেন লুকোচুরি ২৪ মার্চ, ২০১৪, ০২:০৮:৩০ দুপুর

যখন সব পথ বন্ধ হয়ে যায়। যখন কোথাও একটুও আশার আলো দেখতে পাওয়া যায় না। যখন চারদিক থেকে হতাশা আর মন খারাপের মেঘগুলো ঘিরে ধরে আর প্রবল বেগে তুফান হয়ে সব তছনছ করে দিতে চায়। যখন দুশ্চিন্তাগুলো জাল বুনে ঘিরে ধরে। যখন এক ফোটা সামর্থ্য থাকে না কিছু করার। যখন পরিচিত খুব প্রিয় মানুষগুলো মুখ ফিরিয়ে নিতে থাকে। যখন অসহায়ত্ব ছাড়া আর কেউ সঙ্গী হয় না। যখন কষ্টে বুক ফেটে যেতে চায়। যখন বুক ফাটা চিৎকার আর আর্তনাদ করে আকাশ-বাতাস ভারি করে তুলতে ইচ্ছা করে...

তখন... হ্যাঁ... ঠিক তখন!! আমাদের প্রভু সবসময়ের মতই আমাদের সাথে থাকেন। তিনি আমাদের জন্য এক নতুন পথ খুলে দেন। আমাদের মনকে আশার আলোয় উদ্ভাসিত করেন। মন খারাপের মেঘগুলোকে রহমতের বৃষ্টি করে আমাদের উপর বর্ষণ করিয়ে দেন। ফলে সব ময়লা, অপবিত্রতা ধুয়ে মুছে একাকার হয়ে যায় আর তখন শুধুই পবিত্রতা বিকিরণ ছড়ায়। যিনি দুশ্চিন্তার জাল ছিঁড়ে আমাদের বের করে আনেন আর নিয়ে যান কাঙ্ক্ষিত শান্তির পানে। যিনি আমাদের মনে সাহসের সঞ্চার করেন, আমাদের শক্তি জোগান আর আমাদের সব কাজকে আমাদের জন্য সহজ করে দেন। যিনি কখনো কোন অবস্থাতেই আমাদের থেকে মুখ ফিরিয়ে নেন না। বুক ফাটা কষ্টগুলোকে যিনি বহু ক্রোশ দূরে পাঠিয়ে দেন যেন তা আর কখনো আমাদের স্পর্শ না করে। যিনি আমাদের মনকে করে দেন স্থির আর আমাদের চোখ দুটোকে প্রশান্তির চাদরে ঢেকে দেন। আর কে আছে এত মহান? আর কে আছে আমাদের স্রষ্টা ছাড়া এত দয়ালু। আর কে আছে এত ভালবাসার। তিনি একমাত্র আমাদের রব, আমাদের প্রভু, মহান আল্লাহ্‌ তা'আলা।

যত বিপদ আসুক না কেন, হে আল্লাহ্‌ তুমি আমাকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দিও। আমীন।

বিষয়: বিবিধ

৮৮৩০ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197118
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৭
ইমরান ভাই লিখেছেন : যত বিপদ আসুক না কেন, হে আল্লাহ্‌ তুমি আমাকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দিও। আমীন আমীন আমীন আমীন আমীন আমীন।
২৫ মার্চ ২০১৪ সকাল ১০:৪১
147371
লুকোচুরি লিখেছেন : সুম্মা আমীন। Happy Happy Happy
197216
২৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১১
শিশির ভেজা ভোর লিখেছেন : যত বিপদ আসুক না কেন, হে আল্লাহ্‌ তুমি আমাকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দিও। আমীন।
২৫ মার্চ ২০১৪ সকাল ১০:৪২
147372
লুকোচুরি লিখেছেন : আল্লাহুম্মা আমীন। Happy Happy Happy
197226
২৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
শেখের পোলা লিখেছেন : "বিপদে মোরে রক্ষা কর' এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়/দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুখ কে যেন করিতে পারি জয়৷"
২৫ মার্চ ২০১৪ সকাল ১০:৪২
147373
লুকোচুরি লিখেছেন : অনেক ধন্যবাদ। Happy Happy Happy
২৫ মার্চ ২০১৪ সকাল ১১:১২
147386
ইমরান ভাই লিখেছেন : শেখের পোলা ভাই,
“বিপদে মোরে রক্ষা কর' এ নহে মোর প্রার্থনা”
কথাটা কিন্তু মুসলিমদের জন্য ঠিক নয়।

মুসলিমরা সদা সর্বদাই আল্লাহর নিকট বিপদ থেকে রক্ষা/পনাহ চাইবে এটাই সঠিক।
কোরআনে আল্লাহ বলেছেন পূর্ববর্তী জাতির কথা তারা আল্লাহর সাহায্যর জন্য প্রকম্পিত হয়েছিল। তারা শেষে বলেছিল কবে আল্লাহর সাহায্য আসবে।
তাই বিপদে যেন না করি ভয় কথা না বলে মুসলিম হিসেবে বিপদ থেকে আল্লাহর কাছে রক্ষা চাওয়া ইমানি দায়িত্ব।
২৫ মার্চ ২০১৪ দুপুর ১২:০১
147418
লুকোচুরি লিখেছেন : ইমরান ভাইয়া, আল্লাহ্‌ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমীন। আমি আসলে বুঝতে পারিনি শেখের পোলা ভাইয়ার কমেন্ট।

শেখের পোলা ভাইয়া, দেখুন আল্লাহ্‌ কি বলেছেন কুর'আনেঃ

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوفْ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الأَمَوَالِ وَالأنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ
এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। [সুরা বাকারা: ১৫৫]

الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُواْ إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ
যখন তারা বিপদে পতিত হয়, তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো। [সুরা বাকারা: ১৫৬]

তারমানে বিপদ হচ্ছে আল্লাহ্‌র পক্ষ থেকে পরীক্ষা, আর একমাত্র আল্লাহ্‌ই পারেন আমাদের বিপদ থেকে উদ্ধার করতে। তাই আমাদের যেমন বিপদে আল্লাহ্‌র কাছে আশ্রয় চাইতে হবে তেমনি আল্লাহ্‌র উপর ভরসা করে বিপদে ধৈর্য ধারন করতে হবে, ভয় পেলে চলবে না।
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
147768
শেখের পোলা লিখেছেন : ইমরাণ ভাই ও আপুকে সম্মান দিয়েই বলছি৷ আপনাদের কথা ও কোরআনের আয়াত সবই ঠিক৷ সাথে এটাও ঠিক যে আল্লাহ বলেন, তোমরা যা শাস্তি পাও তা তোমাদের নিজের কামাই আর বহু যায়গায় সবর করার কথা বলেছেন৷ কবি এখানে যদি আল্লাহর কাছে সাবের থাকার দোওয়া করেন বা সাহস চান সেটাও নিশ্চয়ই অন্যায় হবে না৷ এটা মাথায় রেখেই আমার এ কোটেশন৷ আশা করি আল্লাহ ও আপনারা মাফ করবেন৷ ধন্যবাদ৷
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
147777
আহমদ মুসা লিখেছেন : আমিও আপনাদের সাথেই আছি।
197294
২৪ মার্চ ২০১৪ রাত ০৯:২৭
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
২৫ মার্চ ২০১৪ সকাল ১০:৪২
147374
লুকোচুরি লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে। Happy Happy Happy
197457
২৫ মার্চ ২০১৪ সকাল ০৮:২৯
আওণ রাহ'বার লিখেছেন : আমিন....
বান্দা আর কোথায় যাবে?
আছে তো শুধুই তার রব।
২৫ মার্চ ২০১৪ সকাল ১০:৪৪
147375
লুকোচুরি লিখেছেন : তাত্তু তুমি থিক বলেত। আমাদেল আল্লাহ্‌ ছালা আল তেউ নেই। আল আল্লাহ্‌ সুবহানাহু তা'আলাই আমাদেল দন্ন দতেত্ত। আলহামদুলিল্লাহ্‌ Happy Happy Happy
197523
২৫ মার্চ ২০১৪ সকাল ১১:৪২
মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম লিখেছেন : হে আল্লাহ্‌ তুমি আমাকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দেও।
২৫ মার্চ ২০১৪ দুপুর ১২:০৭
147430
লুকোচুরি লিখেছেন : আমীন। সুম্মা আমীন Happy Happy Happy
197842
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
আহমদ মুসা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৬ মার্চ ২০১৪ দুপুর ১২:২১
148093
লুকোচুরি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। Happy Happy Happy
197993
২৬ মার্চ ২০১৪ রাত ১২:২০
ইক্লিপ্স লিখেছেন : Rose Rose Rose Rose Rose
২৬ মার্চ ২০১৪ দুপুর ১২:২১
148094
লুকোচুরি লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
198016
২৬ মার্চ ২০১৪ রাত ০১:০০
পবিত্র লিখেছেন : Praying Praying Praying Praying
২৬ মার্চ ২০১৪ দুপুর ১২:২১
148095
লুকোচুরি লিখেছেন : Praying Praying Praying Praying Praying Praying Praying Praying Praying
১০
198072
২৬ মার্চ ২০১৪ রাত ০৩:৫৪
ভিশু লিখেছেন : খুব কম কথায় চমৎকার উপলব্ধিগুলো! মনে পড়ে গেলো এই আয়াত দু'টি:
তিনিই তোমাদের জলে-স্থলে চলাচলের ব্যবস্থা করেন। কাজেই যখন তোমরা নৌকায় চড়ে অনুকূল বাতাসে আনন্দে সফর করতে থাকো, তারপর অকস্মাত বিরুদ্ধ বাতাস প্রবল হয়ে ওঠে, চারদিক থেকে ঢেউয়ের আঘাত লাগতে থাকে এবং আরোহীরা মনে করতে থাকে তারা তরঙ্গ বেষ্টিতে হয়ে গেছে তখন সবাই নিজের আনুগত্যকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করে তার কাছে দোয়া করতে থাকে এবং বলতে থাকে, “যদি তুমি আমাদের এ বিপদ থেকে উদ্ধার করো তাহলে আমরা শোকরগুজার বান্দা হয়ে যাবো।”
কিন্তু যখন তিনি তাদেরকে বিপদমুক্ত করেন তখন তারাই সত্য থেকে বিচ্যুত হয়ে পৃথিবীতে বিদ্রোহ করতে থাকে। হে মানুষ! তোমাদের এ বিদ্রোহ উল্টা তোমাদের বিরুদ্ধেই চলে যাচ্ছে। দুনিয়ার কয়েকদিনের আরাম আয়েশ (ভোগ করে নাও) , তারপর আমার দিকেই তোমাদের ফিরে আসতে হবে। তোমরা কি কাজে লিপ্ত ছিলে তা তখন তোমাদের আমি জানিয়ে দেবো। [সূরা ইউনুস: ২২-২৩]
অনেক ধন্যবাদ আপনাকে!
২৬ মার্চ ২০১৪ দুপুর ১২:২২
148096
লুকোচুরি লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান Happy Happy Happy
১১
201047
৩১ মার্চ ২০১৪ রাত ১০:২৮
জবলুল হক লিখেছেন : সুন্দর লিখেছেন। আল্লাহ আমাদের সবাইকে ধৈয্য ধরার তৌফিক দান করুন। আমীন।
১২
207401
১৪ এপ্রিল ২০১৪ রাত ০১:০৬
বৃত্তের বাইরে লিখেছেন : নতুন আলোয় কাটুক আঁধার। পুরনো সব দুঃখ,মান-অভিমান ভুলে নতুন করে পথ চলার আহবান রইলো। শুভ নববর্ষ Rose Rose Good Luck Good Luck
নিশি অবসান প্রায়,ঐ পুরাতন বর্ষ হয় গত. . আমি আজি ধূলিতলে জীর্ণ জীবন করিলাম নত।
বন্ধু হও শত্রু হও, যেখানে যে রও
ক্ষমা করো আজিকার মত
পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত. . .

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File