সাময়িক পোষ্ট ডাক্তারদের দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন লিখেছেন নতুন মস ২৪ মার্চ, ২০১৪, ০২:১৫:৪৩ দুপুর

পরামর্শ জানতে চাচ্ছি।

তাসনিম(১বছর ৪মাস)।

১০দিন আগে প্রায় পাঁচ দিন। প্রফেসর এম এ মান্নান পিজির শিশু বিশেষজ্ঞ।জ্বর ছিল না কত কালের আগ পর্যন্ত।

হঠাত্‍ দুদিন আগে পেটে সমস্যা দেখা দেয় সারা দিনে তিন চারবার পাতলা পায়খানা করে।

আবার গত দুদিন টোটালি পায়খানা অফ।

হঠাত্‍ কাল রাত থেকে জ্বর।গতবার জ্বর দিনে দু বেলা করে আসলেও এবার উল্টো।

কাল ছিল চার বা সাড়ে চার ঘন্টা ব্যবধানে উপরে ১০২ সেলসিয়াসের উপরে নিচে ৯৯।

কালকে ২৫০mg এর সাপোজিটার দেওয়ার পর খুবই ভয় পাই খুব দূর্বল কিনা একদম হাত পা ঠান্ডা হয়ে চুপ হয়ে যায়।আল্লাহর অশেষ রহমতে কয়েক মিনিটে ঠিক পর্যায়ে চলে আসে।তবে আজ বুঝতে পারছিনা ।

সানজিদা ইসলাম

উনি রংপুরে শিশু বিশেষজ্ঞ ওনার সাথে কথা হয়।ছয় ঘন্টা পর পর এইস সিরাপ খেতে বলেছেন।

আজ দুদিন পর পায়খানা হয়েছে।

কিন্তু জ্বর আধ এক ঘন্টা সবোর্চ্চ তিন ঘন্টা পর পর কখন ১০০ থাকছে ১০২,১০২ এর উপর উঠা নামা করছে।একদম কিছুই বুঝতে পারছি না।

আল্লাহর রহমতে সকাল থেকে দুটি আটার রুটি খেয়েছে আর তেমন কিচ্ছু খাচ্ছে না।

বিষয়: বিবিধ

১৫৬০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197061
২৪ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৬
হতভাগা লিখেছেন : টাইফয়েড হতে পারে ।

Blood Culture করাতে পারেন ।
197065
২৪ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৪
ভিশু লিখেছেন : যেকোনো রোগীরই ফুল হিস্ট্রি এবং ফিজিকাল একজামিনেশন ছাড়া স্পেসিফিক কিছু বলা যায় না! আর বাচ্চাদের ক্ষেত্রে তো এটি আরো গুরুত্বপূর্ণ! তারপর রয়েছে ল্যাব-টেস্ট! কাজেই দয়া করে শিশুবিশেষজ্ঞের পরামর্শ নিবেন আশাকরি! দ্রুত সুস্থ্য হয়ে উঠুক তাসনিমটা, সে দোয়া রইলো!
২৬ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৪
148124
নতুন মস লিখেছেন : আপনার দোয়ায় ।(আমিন)
শুকরিয়া
২৬ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৭
148126
ভিশু লিখেছেন : এখন কেমন আছে তাসনিমমণি?
Rolling Eyes
২৬ মার্চ ২০১৪ দুপুর ০২:০২
148152
নতুন মস লিখেছেন : আমরা আসলে তেমন কিছুই বুঝতে পারছি না।ডাক্তারে পিছনে সামনে অনেক পদবী।দেখানো হল।অবশ্য তিনি ক্রিকেট খেলা দেখছিলেন এসিতে বসে।ওনাকে বলা হল কানটা চেক করুন।বললেন সমস্যা নেই।এন্টিবায়োটিক লিখে দিলেন কাজ শেষ।গতরাতে ১০৪ ডিগ্রী পুরো সকাল ৯৭ নিচে তারপর আস্তে আস্তে ঠিক হয়েছে।এখন দেখা যাচ্ছে কান দিয়ে পুজ বের হচ্ছে।
এখন সম্ভবত ডাক্তার চেঞ্জ করার কথা ভাবছি।কিন্তু ভরসা নেই তিনি ভাল হবেন কি?
বি দ্রঃরাত ছিল টর্স লাইটের আলোতে দেখতে পাননি মুলত ডাক্তারের কোনই দোষ নেই।
২৬ মার্চ ২০১৪ দুপুর ০২:১৪
148153
ভিশু লিখেছেন : ইশ, মাত্র ১.৪ বছর বয়স - ওর মনে হয় Otitis Media কথ্যভাষায় যাকে কানপাকা বলে - সেটি হয়ে থাকতে পারে! চিত করে শুয়ে থাকা অবস্থায় দুধ/ফিডার খাওয়ালে বাচ্চাদের এটি হওয়া অস্বাভাবিক নয়! আপনি অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে নিয়মিত এবং সিরিয়াসলি ট্রিটমেন্ট করান, প্লিজ! ভালো হয়ে যাবে, ইনশাআল্লাহ...Praying Praying Praying
197215
২৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১০
শিশির ভেজা ভোর লিখেছেন : ডাক্তার ভাইয়েরা হেল্পান তাহারে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File