সাময়িক পোষ্ট ডাক্তারদের দৃষ্টি আকর্ষণ করছি
লিখেছেন লিখেছেন নতুন মস ২৪ মার্চ, ২০১৪, ০২:১৫:৪৩ দুপুর
পরামর্শ জানতে চাচ্ছি।
তাসনিম(১বছর ৪মাস)।
১০দিন আগে প্রায় পাঁচ দিন। প্রফেসর এম এ মান্নান পিজির শিশু বিশেষজ্ঞ।জ্বর ছিল না কত কালের আগ পর্যন্ত।
হঠাত্ দুদিন আগে পেটে সমস্যা দেখা দেয় সারা দিনে তিন চারবার পাতলা পায়খানা করে।
আবার গত দুদিন টোটালি পায়খানা অফ।
হঠাত্ কাল রাত থেকে জ্বর।গতবার জ্বর দিনে দু বেলা করে আসলেও এবার উল্টো।
কাল ছিল চার বা সাড়ে চার ঘন্টা ব্যবধানে উপরে ১০২ সেলসিয়াসের উপরে নিচে ৯৯।
কালকে ২৫০mg এর সাপোজিটার দেওয়ার পর খুবই ভয় পাই খুব দূর্বল কিনা একদম হাত পা ঠান্ডা হয়ে চুপ হয়ে যায়।আল্লাহর অশেষ রহমতে কয়েক মিনিটে ঠিক পর্যায়ে চলে আসে।তবে আজ বুঝতে পারছিনা ।
সানজিদা ইসলাম
উনি রংপুরে শিশু বিশেষজ্ঞ ওনার সাথে কথা হয়।ছয় ঘন্টা পর পর এইস সিরাপ খেতে বলেছেন।
আজ দুদিন পর পায়খানা হয়েছে।
কিন্তু জ্বর আধ এক ঘন্টা সবোর্চ্চ তিন ঘন্টা পর পর কখন ১০০ থাকছে ১০২,১০২ এর উপর উঠা নামা করছে।একদম কিছুই বুঝতে পারছি না।
আল্লাহর রহমতে সকাল থেকে দুটি আটার রুটি খেয়েছে আর তেমন কিচ্ছু খাচ্ছে না।
বিষয়: বিবিধ
১৫৬০ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Blood Culture করাতে পারেন ।
শুকরিয়া
এখন সম্ভবত ডাক্তার চেঞ্জ করার কথা ভাবছি।কিন্তু ভরসা নেই তিনি ভাল হবেন কি?
বি দ্রঃরাত ছিল টর্স লাইটের আলোতে দেখতে পাননি মুলত ডাক্তারের কোনই দোষ নেই।
মন্তব্য করতে লগইন করুন