ঘুরে দাঁড়াও বিএনপি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ জানুয়ারি, ২০১৪, ১২:০৬:০৮ দুপুর



বি এন পি কি ভাটার টানে!

নেইতো আর সেই জোয়ার

ফোসছেনাতো আপন মনে

ভেঙ্গে চুড়ে সব চুরমার

Rose

নাকি হাতে কাচের চুরি

টুনটুনিয়ে বাজনা বাজে

বিএনপির দুর্নাম ভারি

চেতন হয়না কথার লাজে

Rose

বি এন পি কি পারবে ধরতে

দু:সময়ে দেশের হাল!

নইলেতো হবে মরতে

হতে হবে নাজেহাল

Rose

জাগো বিএনপি উঠো জেগে

কাল ক্ষেপনের সময় নাই

এবার শপথ নিতে হবে

গণতন্ত্রের মুক্তি চাই

বিষয়: বিবিধ

১৫৯১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

162045
১৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৬
হতভাগা লিখেছেন : তারেক বিলেতে আর নেতারা জেলে
খালেদা অবরুদ্ধ , কর্মীরা পালিয়ে

হাসিনার সাথে পাঙ্গা নিতে চেয়েছিলো
নির্বাচনে না গিয়ে মহা ধরা খেলো

মাজা ভাঙ্গা বিএনপির সেই কবে থেকে
জামাতকে যবে থেকে নিলো তারা সাথে

ক্ষমতার অপেক্ষা হয়ে গেল সারা
তারাও সরে গেছে বন্ধু ছিল যারা

জামাতের সঙ্গ হয়ে গেল কাল
বিএনপির অবস্থা এখন বেহাল
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪০
117209
বাকপ্রবাস লিখেছেন : যুগে যুগে মুসলমানরা মার খেয়ে যায়
তবুও লড়ে তারা কোন ভয় নাই
162062
১৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৩
লাঠীপেটা লিখেছেন : ইন্দুরের গর্ত থেকে বেড়িয়ে আসার সুযুগ নাই বিএনপির
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪১
117210
বাকপ্রবাস লিখেছেন : হয়তো হা হয়তো না
তাই বলে বেজন্মা হায়নালিগের সন্তান
বৈধ হয়ে যাবেনা
162072
১৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২০
চোথাবাজ লিখেছেন : লাঠীপেটা লিখেছেন : ইন্দুরের গর্ত থেকে বেড়িয়ে আসার সুযুগ নাই বিএনপির
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪২
117211
বাকপ্রবাস লিখেছেন : বের হতেই হবে দেশে জন্য
বের হতেই হবে ধর্মের জন্য
উপায় নেই আর অন্য কোন
162078
১৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৭
সুশীল লিখেছেন : চোথাবাজ লিখেছেন : লাঠীপেটা লিখেছেন : ইন্দুরের গর্ত থেকে বেড়িয়ে আসার সুযুগ নাই বিএনপির
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪২
117213
বাকপ্রবাস লিখেছেন : হবেই হবে
দেখবে তবে
162130
১৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০১
সিটিজি৪বিডি লিখেছেন : মোটা অংকের টাকা খেয়ে কিছু কিছু নেতা বিএনপিকে ধ্বংস করে চলেছে। আমার ও প্রশ্ন বিএনপি কি ঘুরে দাড়াতে পারবে?
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪৩
117214
বাকপ্রবাস লিখেছেন : দাড়াতেই হবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File