সংসদীয় বিরোধীদল বিহীন 'অদ্ভূত' সরকার
লিখেছেন লিখেছেন সমুদ্র হাওলাদার ১৩ জানুয়ারি, ২০১৪, ১১:৫৬:৩৬ সকাল
দেশের অধিকাংশ রাজনৈতিক দলের বর্জনের কারণে (ভোটারবিহীন বিতর্কিত)দশম সংসদ নির্বাচনে, তথাকথিত বিজয়ী মহাজোট গতকাল নতুন মন্ত্রীসভা গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের যাত্রা শুরু করলো।কিন্তু এ সরকারে সংসদীয় (গৃহপালিত) বিরোধীদল জাতীয় পার্টি (এরশাদ)থেকে মন্ত্রীত্ব গ্রহণের ফলে,দেশে কার্যত আর কোন সংসদীয় বিরোধীদল থাকলো না।সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে যা নজিরবিহীন । এ কারণে অনেকের মতেই এটি একটি "অদ্ভূত" সরকার।
এরকম একটি "অদ্ভূত" সরকারের মাধ্যমে দেশের গণতান্ত্রিক পরিবেশের কী অবস্থা হবে তা হয়তো সময়ই বলে দিবে ।প্রায় সাড়ে সাত কোটি ভোটারের বর্জনের মাধ্যমে গঠিত সংসদের কাছে অবশ্য গণমানুষের চাওয়া-পাওয়ার কিছু আছে বলেও মনে হয় না।
তারপরও মানুষের আশা,একটি অংশগ্রহণমূলক নির্বাচনে জন্য যা কিছু করণীয়, তা সবই সরকার করবে ।
বিষয়: বিবিধ
৮৭৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন