ফিরে এসো মনির খান।
লিখেছেন লিখেছেন সমুদ্র হাওলাদার ০৯ ডিসেম্বর, ২০১৮, ১০:৫০:৪৩ রাত
মনোনয়ন না পাওয়ার ক্ষোভে বিএনপি থেকে পদত্যাগ করেছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী মনির খান।
বিষয়টি খুবই দু:খ জনক।
কিন্তু প্রিয় মনির খান,
অঞ্জনাকে না পাওয়ার বেদনায় নীল হতে হতে তুমি গেয়েছিলে-
"...তোমার মাথায় কত চুল,তুমি চুল পরিমাণ ভালবাসা আমায় যদি দিতে,আমি আর কিছুদিন থাকতাম বেঁচে এইনা পৃথিবীতে......।"
এই গানেই তুমি আরো বলেছ-
"....তোমার খুটে খাওয়া নখের সমান করতে যদি আপোষ,আমার হৃদয়টা যে হত তোমার পদতলের পাপোশ....।
বিএনপি নেতা-কর্মী-সমর্থক-শুভাকাংখীরা তোমাকে চুল পরিমাণ নয়,মহাসমুদ্র পরিমাণ ভালবাসে।
তোমার জন্য তাঁরা খুটে খাওয়া নখের সমান নয় দিগন্ত ছোঁয়া আসমানের সমান আপোষ করতে প্রস্তুত।
কিন্তু জোটের রাজনীতি করতে গেলে একটু আধটু ছাড়তো দিতেই হয়।আর সে কারণেই হয়ত কাউকে না কাউকে বঞ্চিত হতে হয়।
তাছাড়া,দেশমাতা কারাগারে,দেশনায়ক লন্ডনে।এমতাবস্থায় তুমি কী করে বিএনপি ছেড়ে চলে যাবে?
প্লিজ,একবার দয়া করে ভাব এবং ফিরে এসো।
তুমি কখনো পারবে বিএনপি,শহীদ জিয়া,দেশনেত্রী,দেশনায়কের কথা ভুলতে?
পারবে না।
যেমন পারনি অঞ্জনাকে ভুলতে!
কাজেই অভিমান ভুলে ফিরে এসো আপন ঠিকানায়।
বিষয়: বিবিধ
৮১০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিএনপিতে সবসময়ই সুবিধাবাদিদের আনাগোনা।
মন্তব্য করতে লগইন করুন