এটি শুধু একটি শ্লোগান নয়,একটি রাজনৈতিক মহাকাব্য।

লিখেছেন লিখেছেন সমুদ্র হাওলাদার ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:৫৩:০৫ সকাল

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি একটি নতুন শ্লোগান সৃষ্টি করেছে-"আমার নেত্রী,আমার মা।বন্দী হতে দেব না।"

বাংলাদেশ কেন পুরো দক্ষিন এশিয়ায় এমন আবেগময়,মমতাময় শ্লোগান খুবই বিরল।

খালেদা জিয়া যে সত্যিই দেশমাতা, তা আবারো প্রমাণিত হলো।

কতটা আপন,কতটা ভালবাসা থাকলে পরে একজন রাজনৈতিক নেত্রীকে সমর্থক,শুভাকাঙ্ক্ষীরা তাঁকে মা বলে ডাকতে পারে।

আসলেই বেগম জিয়া একজন সফল,পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।

পক্ষান্তরে বেগম জিয়ার সমসাময়িক শেখ হাসিনাকে নেতা-কর্মীরা কখনো মা বলে ডেকেছেন বলে জানা নেই।

আর এজন্যই বলা যায় "আমার নেত্রী,আমার মা।বন্দী হতে দেব না"-শ্লোগানটি আজ পরিণত হয়েছে একটি রাজনৈতিক মহাকাব্যে।আর মহাকাব্যের মহান চরিত্রে শুধুই বেগম খালেদা জিয়া।কোটি কোটি বাংলাদেশীর প্রিয় রাজনৈতিক নেত্রী।

বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।

বিষয়: বিবিধ

৯০৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384769
০৮ ফেব্রুয়ারি ২০১৮ সকাল ০৯:৫৮
হতভাগা লিখেছেন : এতিমের টাকা মেরে খাওয়া উচিত ছিল না খালেদা জিয়ার । এই সামান্য ক'টা টাকার লোভ উনি সামলাতে পারলেন না!!
০৮ ফেব্রুয়ারি ২০১৮ দুপুর ০১:১৩
317338
ইয়াফি লিখেছেন : শেখ হাসিনার মত করে ছেড়ে দিলেন! এই মামলার মুল উদ্দেশ্য এখানে!
384775
০৮ ফেব্রুয়ারি ২০১৮ দুপুর ০১:০৯
ইয়াফি লিখেছেন : দক্ষিণ ভারতের তামিলনাডু রাজ্যের ছয়বারের মূখ্যমন্ত্রী শ্রীমতি জয়লিলতা তামিলদের কাছে তিনি আম্মা হিসেবে সুপরিচিত ছিলেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File