নষ্ট রসুন ছুড়ে ফেলুন / বাকপ্রবাস
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ জানুয়ারি, ২০১৪, ০৩:২৯:৫৬ দুপুর
এইযে একটু শুনুন, পেয়াজ নাকি রসুন
ঝাঝটা একটু দেখুন, বুঝে শুনে বলুন
রসুন রসুন রসুন, এযে দেখি রসুন
আসুন আসুন আসুন, চেয়ার টেনে বসুন।
আসুন বসুন রসুন, একটু ঝেড়ে কাশুন
এবার একটু হাসুন, ফিডার আছে চুসুন
ইচ্ছে হলে ঘুমুন, নাহয় জেগে থাকুন
চেরাগ দিলাম ঘষুন, চাওয়া পাওয়া বলুন।
উঠুন উঠুন উঠুন, এবার একটু উঠুন
দেখি একটু হাটুন, এবার একটু আসুন
রাখুন উমের কুসুন, ঢের হয়েছে দুষণ
রাগ করছেন করুন, লাভের ভাগ ছাড়ুন।
শুনুন মিসেস রসুন, খবর কিছু রাখুন?
বয়েসটা একটু গুণুন, যতই লাভলী মাখুন
চামড়া বটা দেখুন, দেখতে লাগছে শকুন
তারচে ভাল শুনুন, স্বামী সংসার করুন।
রাজনীতি কি বুঝুন? ভাগ ভাটোয়ারা ছাড়ুন
নইলে হবে করুন, লাগবে পাছায় আগুন
বুঝলে ভাল বুঝুন, নইলে প্রস্তুত থাকুন
আগুন আগুন আগুন, ছাই হবে রসুন।
বিষয়: বিবিধ
১৫৯৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঢালিউড এখন রসুন খেতে চায়
দেখবেন কেমন হাসি ঝরে
এবার একটু হাসুন, ফিডার আছে চুসুন
যাহা খুশী তাহাই বলুন৷
চাচা আমার তাসের জোকার,
কাম নাই আর তারে বোঝার৷
জোর গলাতে আওয়াজ তুলুন,
আমার সাথে সবাই বলুন!
'সেনা প্রধান নারী চাই'
চেতন এবার বলবে তাই৷
সেনা প্রধান নারী চাই
রাষ্ট্রপতিও বাদ কেন
সেটাও চা্ও সেটাও চাই
তবেই আমরা লেডিস হবে
কিজে মজা হবে ভাই
মন্তব্য করতে লগইন করুন