বাক শালীর কাব্য (৪-৬)
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ জানুয়ারি, ২০১৪, ০১:৫৭:৩৯ দুপুর
(৪)
শপথ পড়া হয়ে গেছে
দৃশ্য নজর কাড়া
এবার সবাই মুখিয়ে আছে
পড়বে কখন ঠাড়া।
শুরু হল দৌড় ঝাপ
মন্ত্রী হওয়া চাই
লেটেপুটে খাওয়া যাবে
ঝক্কি ঝামেলা নাই।
(৫)
থাকলে ভোট গেলে ভিটা
দুটোই আমার তাই
সংখ্যালঘু ইস্যুটাকে
জিইয়ে রাখা চাই
(৬)
জাল ভোট দিতে গিয়ে
আজব কারবার
সেটাও নাকি হয়ে গেছে
বেশ কয়েকবার
বিষয়: বিবিধ
১১৭০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন