আমরা এ দেশের সংখ্যালঘুদের জান-মালের হেফাজত নিজেদের জান-মালের মতোই মনে করি। হামলার নিন্দা জানাই
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ১০ জানুয়ারি, ২০১৪, ০১:১৬:৩৪ রাত
যশোরের অভয়নগর, বাগেরহাটের মোরেলগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সমপ্রদায়ের বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয়ে দুর্বৃত্তদের হামলার তীব্র নিন্দা জানানোর ভাষা খুজে পাচ্ছিনা ৷
দেশবিরোধী শক্তি সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্ট করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানাতে পরিকল্পিতভাবে সংখ্যালঘু সমপ্রদায়ের বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয়ে ন্যাক্কারজনক হামলা করে যাচ্ছে। আওয়ামী লীগ এবং তাদের ভেতর ঘাপটি মেরে থাকা দোসররা এইসব হামলাকে পুজি করে এদেশের আলেম উলামা ও ইসলামী শক্তির কুকর্মের দায়ভার চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলে তৎপর রয়েছে।
বিভিন্ন সংবাদ মাধ্যমের ভাষ্য মতে প্রায় সব খানেই আওয়ামী কেডার বাহিনীরাই এর সঙ্গে জডিত বলে সংবাদ বেরিয়েছে ৷
এই আওয়ামীলিগাররা কি চায় ?
সংখ্যালঘুরা কি মানুষনা ?
এরা কি এ দেশের বৈধ নাগরীক না ?
তাহলে এদের উপর কেন এই পৈশাশীক হামলা ?
কেন সরকার এই সকল নর পশুদের বিচার করেনা ?
এদেশের মুসলমানরা কখনো অন্য ধর্মাবলম্বীদের ওপর আঘাতে বিশ্বাসী নয়। আমাদের সামপ্রদায়িক সমপ্রীতির ইতিহাসে তাদের ওপর কটাক্ষ করারও কোনো নজির নেই। আমরা এ দেশের সংখ্যালঘুদের জান-মালের হেফাজত নিজেদের জান-মালের মতোই মনে করি।
ইসলাম দিয়েছে সকল জাতি ধর্ম বর্ন নির্বিশেষে সকল কে স্বাধীন ভাবে ধর্ম কর্ম ও বেঁচে থাকার অধীকার ৷
আমরা এ সকল হামলার তিব্র নিন্দা জানানোর সাথে সাথে দুষিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করছি ৷
বিষয়: বিবিধ
১৮০৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সংখ্যালঘুদের পাশে দাঁড়াচ্ছে নাস্তিক মুরতাদরা কিন্তু এখন পর্যন্ত কোন মাধ্যমেই জানতে পারলাম না কোন বড় ইসলামী দলের নেতারা তাদের পাশে দাঁড়িয়েছে। বড় কোন নেতা ক্ষতিগ্রস্থদের দেখতে গিয়েছে।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7218
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মন্তব্য করতে লগইন করুন