বাক শালীর কাব্য (১-৩)
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ জানুয়ারি, ২০১৪, ১১:৪৯:৫০ রাত
-১-
হামলার সাথে মামলা ফ্রি
গামলা নিয়ে আসুন
লুট এর সাথে বুট ফ্রি
ইচ্ছে মত পিষুণ।
-২-
কাটা যাবে ছেড়া যাবে
করা যাবে নকল
তবু তারে মানতে হবে
সইতে হবে ধকল।
বল দেখি কোন সে বিধান
গায় শেকলের গান
সে যে আমার আর কারো নয়
বাকশালিদের সংবিধান।
-৩-
খুব যে আইনের বড়াই কর
সংবিধান রক্ষার
সং বানিয়ে বিধান গুলো
রইলটা কি আর!
যদিও তুমি ধার ধারনা
সম্ভ্রম, লাজ-লজ্বার
তবুও তোমায় জানিয়ে রাখি
ষোল কোটি ধিক্কার।
বিষয়: বিবিধ
১২৪৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভোর গড়িয়ে সকাল,
ধীরে ধীরে বুঝতে পারছি
এইতো মরার বাকশাল।
দু কান আমার কাটা৷
লাথী জুতা হজম করি,
ভয় শুধু পাই ঝাঁটা৷
দেখতে তখন জুতাপেটায়
পাবে শুধু হাসি
মন্তব্য করতে লগইন করুন