শাইখ মতিউর রহমান মাদানি শফিকে নাস্তিক বলেননি।

লিখেছেন লিখেছেন তাহমিদ ইব্রাহীম ০৯ জানুয়ারি, ২০১৪, ১১:৪৬:৫২ রাত

এক গোড়া মাযহাবী Omar Aziz প্রমাণ করতে পারলেন না তিনি যারজ সন্তান নয়। আমি বলেছিলাম যদি মায়ের বৈধ সন্তান হন তাহলে নিচের লেকচার থেকে প্রমাণ করেন মতিউর রহমান মাদানী আল্লামা শফীকে নাস্তিক বলেছেন আর যদি না পারেন তাহলে আপনার দেওয়া মিথ্যা স্ট্যাটাস ডিলেট করুন কিন্তু তিনি উত্তর না দিয়ে আমার কমেন্ট ডিলেট করেছে তার স্ট্যাটাস ডিলেট করেন নাই।

" ইন্টারনেটে একভাই শায়েখ মতিউর রহমান মাদানী সাহেব কে প্রশ্ন করেছিলেন যে

"আহমদ শফি সাহেব তার ''ফুয়ুযাতে আহমাদিয়া''তে লিখেছেন কালিমা তাইয়েব কে উল্টে ''ইল্লাল্লাহ__ লা ইলাহা" এবং এ কথার দ্বারা তিনি তার ভক্তদের যিকির করতে বলেছেন"

এরবিধান কি ???

জবাবে,

শায়েখ মতিউর রহমান মাদানী সাহেব বলেন,

"এ'রকম কালেমার পক্ষে আল্লাহ কোন সনদ বা দলীল নাযিল

করেননি । না কোরআনুল কারীমে না রাসূল (সাHappy এর হাদিসে। আহমদ

শফি যা বলে যিকির করতে বলেছেন তার অর্থ:- 'ইল্লাল্লাহ' অর্থ মানে আল্লাহ্ ছাড়া ! আর, 'লা ইলাহা' অর্থ ইলাহ নেই ।

এটা কুফুরি কথা। কারন আলাদা আলাদা উল্টিয়ে পড়লে, এর অর্থ দাঁড়ায় কোন মাবুদ নেই ! মাবুদ নেই ! আর এটা নাস্তিকদের কথার সাদৃশ্যতা রাখে !

অতঃপর, শাইখ মতিউর রাহমান মাদানি বলেন, " এই ভাই জানতে চেয়েছেন তাই আমি বললাম, আমি তাঁর কিতাবে দেখিনি কিন্তু ঐ-

ভাই কিতাবের নাম্বার সহ

বলেছেন "ফুয়ুযাতে আহমাদিয়াতে পৃষ্ঠা নাম্বার ২৩"-- আপনারা দেখে নেবেন ! আর তাই আমি বললাম ! আর তা না হলে আমি বলতাম নাহ !

যদি আসলেই উনি এইরকম কথা লিখে থাকেন কিতাবে, তাহলে উপরোক্ত কথা গুলো আমার সঠিক কারো সম্বন্ধে না জেনে কিতাব না দেখে বা তাঁর কণ্ঠে না শুনে তাঁর

বেপারে কিছু বলি নাহ !"

কোন মায়ের সন্তান জন্ম নিয়েছেন , এই কথা থেকে প্রমাণ করেন দেখি মতিউর রহমান আল্লামা শফীকে নাস্তিক বললেন কিভাবে?

বিষয়: বিবিধ

৫৯৫৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160912
১০ জানুয়ারি ২০১৪ রাত ১২:৩৫
ঈগল লিখেছেন : মতিউর রাহমান সাহেবের লেকচার আর শুনি না কিন্তু আপনার কথা যদি সত্যি হয় তাহলে যারা মতিউর রাহমানীর লেকচান নিয়ে প্রচার বা অপপ্রচার চালাচ্ছেন তারা আরও খারাপ মানুষিকতার। দেখা যাক প্রচারকারীরা কি মন্তব্য করে।
160951
১০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:১৪
সঠিক ইসলাম লিখেছেন :
160999
১০ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৫০
চির উন্নত মম শির লিখেছেন : পোস্টের জন্য ধন্যবাদ।
১০ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৭
115388
তাহমিদ ইব্রাহীম লিখেছেন : Thanks.. Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File