অভিযোগ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ জানুয়ারি, ২০১৪, ০৭:২৯:৫৯ সন্ধ্যা
দেখ আব্বু
আমি এখন নিজের হাতে খাই
সকাল বিকাল
ব্রাশ করি দাতে পোকা নাই।
আম্মু শুধু
দেয়যে বকা দুষ্টু বলে আর
আমি নাকি
তোমার মতো হয়েছি গোয়ার।
আচ্ছা করে
আম্মুকে তাই দিও তুমি বকে
দেখ আবার
ফাস করনা কে দিয়েছে শিখে।
বিষয়: বিবিধ
১৪৭২ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আন্তরিক ধন্যবাদ।
কিযে বলিস বোকা,
আমি এখন মেয়ের বাবা,
নইতো আর খোকা৷
আমায় যেন বার্তা পাঠায়,
বলবে তোমার মাকে,
তোমায় আমি দেখব গিয়ে,
সামনে ছুটির ফাঁকে৷
তুমিও যেন ফাঁস কোরনা,
বলছি আমি সেধে,
বউ পাগলা বলে আমায়
রেখে দেবে বেঁধে৷
আবার সেটা আসলনাতো আমার দিকে ফিরে!
হয়ে যাক ধন্যবাদের আবাদ
রেডিমেইড মন্তিব্য ~:> ~:>
পেচকি লাগাল কেন?
চকলেট এত কম কেন
আইসক্রিম নেই কেন
মিষ্টি খাব উটাও
এনে দিন
ছড়া তো নাহ, যেন রসগোল্লা!
অন্নেক দোয়া রইলো উমামা মামণির জন্য...
দেখ আবার
ফাস করনা আম্মু দিবে বকে
মন্তব্য করতে লগইন করুন