জামায়াতের সাথে বি এন পির বিচ্ছেদের ঘোষনা সময়ের ব্যাপার।

লিখেছেন লিখেছেন মাজহার১৩ ০৮ জানুয়ারি, ২০১৪, ০৭:৩২:৫২ সন্ধ্যা

জামায়াতের সাথে জোট ভাঙ্গার চিন্তাভাবনা করছে বেগম খালেদা জিয়া।



Click this link

বি এন পির রাজনীতির জন্য যেমন জরুরী, জামায়াতের জন্য আরও বেশী জরুরী। যদি এই জোট ভেঙ্গে যায় তা জামাত বিএনপির জন্য যেমন win-win solution, তেমনি বাংলাদেশের রাজনীতির জন্য win-win solution। নিচে জামাত, বি এনপি ও আওয়ামী লীগএর লাভগুলো বর্ননা করা হল।

বিএনপির লাভঃ

১। বাংলাদেশের একশ্রেনীর মানুষ আছে যারা জামাতের কারনে বি এনপি পছন্দ করেনা তাদের সক্রিয় সমর্থন পাওয়া যাবে।

২। জাসদ ও বিকল্প ধারার এবং বাম দলগুলো বি এন পির সাথে জোটবদ্ধ হবে।

৩। জামাত বিদ্বেসী ইসলামী দলগুলোর সমর্থন পাওয়া যাবে।

৪। গত ৫ বছরের সব সহিংসতার দায় জামাতের কাঁধে দিয়ে কলঙ্কমোচন করতে পারবে।

৫। গোপন সমঝোতার মাধ্যমে জামাতের সমর্থন পাওয়া যাবে।

৬। মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী ও যুদ্ধাপরাধীদের বাচানোর বদনাম গুছানোর সুযোগ পাবে। এমনকি সুশীল সমাজের আকুন্ঠ সমর্থন পাওয়া যাবে।

৭। রাজনীতির মাঠে লড়াই সংগ্রাম করে টিকে থাকার জন্য কর্মী বাহিনী গঠন করতে পারবে যা দীর্ঘমেয়াদে সাংগঠনিক শক্তি সঞ্চার করবে।

৮। মুক্তিযুদ্ধের পক্ষ অথবা বিপক্ষের রাজনৈতিক মেরুকরনের হাত থেকে রেহাই পাবে।

৯। আমেরিকাসহ বহিবিশ্বের নিশ্চিত সমর্থন পাওয়া যাবে।

আওয়ামী লীগের লাভঃ

আওয়ামী লীগের লাভের চেয়ে ক্ষতি বেশী হবে।

১। নির্বাচনী ইশতেহারানুযায়ী যুদ্ধাপরাধীদের ফাঁসির মাধ্যমে জাতিকে কলঙ্ক মুক্ত করার মত ঐতিহাসিক কাজটি করা সহজ হবে।

২। বি এন পির আন্দোলন ও মনোবল দুর্বল করা যাবে।

৩। ইসলামের পক্ষ অথবা বিপক্ষ ধারার রাজনৈতিক মেরুকরনের হাত থেকে রেহাই পাবে।

৪। আওয়ামী লীগের রাজনীতির বিজয় হবে।

জামায়াতের লাভঃ

আপাতদৃষ্টিতে ক্ষতিটা বেশী মনে হলেও দীর্ঘ মেয়াদে লাভ হবে।

১। বি এনপির সাথে ক্ষমতার অংশীদার না হলে বি এন পি অপকর্মের দায় নিতে হবে না। খালেদা জিয়া বা নারীর নেতৃত্বে জোটবদ্ধ না হয়ে আন্দোলন করার ফলে দুষ্ট লোকের টিপ্পনীর হাত থেকে রক্ষা পাবে।

২। শীর্ষ নেতাদের ফাঁসি হলে দলকে আর যুদ্ধাপরাধের গ্লানি অথবা কলঙ্ক বহন করতে হবে না। আওয়ামী লীগ এই বিষয় নিয়ে রাজনীতি করতে পারবে না। ৭ জন বা ৭০ জন নেতা যুদ্ধাপরাধের দায়ে খুন হলে শুধুমাত্র ৭০ টি ভোটই কমবে এর থেকে বেশী কিছু হবে না। তাই সংগঠনের বৃহত্তর স্বার্থে উনাদের বলি দেয়া হলে লাভ বৈ ক্ষতি হবে না।

৩। জোট ভেংগে গেলে আরো বেশী সংখ্যক নেতা কর্মীকে কারাবরন করতে হবে। কঠিন পরিস্থিতিতে আন্দোলন করতে হবে। রসুল (সঃ) ও তাঁর সাহাবীদের তুলনায় গত ৫ বছরের জুলুম নির্যাতন কিছুই না। কোশলী আন্দোলন না করে সোজা সাপ্টা রাজনীতি করতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীদের কোন পরাজয় নাই। কারন মরলে শহীদ বাচলে গাজী। দুনিয়া মুমিনের জন্য জেলখানা। এখন হাজার হাজার কর্মী জেলখানায় আছে। এটার একটা ইতিবাচক দিক হল আন্দোলন করার জন্য ইস্পাত কঠিন ঐক্য ও মানসিক দৃঢ়তা অর্জনকারী কোয়ালিটি সম্পন্ন ও আল্লাহর উপর ভরসাকারী একদল কর্মীবাহিনী তৈরী হবে যারা অল্প সময়ের মধ্যে ইসলামী বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রতিষ্টা করতে হবে।

৪। গত ৫ বছরে ইসলামী দলগুলোর সাথে কিছুটা দুরত্ব কমে এসেছে, এমন কি কিছুটা বোঝা পড়া হয়েছে। তাই আওয়ামী লীগ বা বি এনপি সাথে জোট না বেঁধে জাতীয় ও ইসলামী ইস্যুতে ইসলামী দলগুলোর সাথে ঐক্যবদ্ধ জোট গঠন করলে তা অদূর ভবিষ্যতে তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে।

বিষয়: বিবিধ

১৫৮৪ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160510
০৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
মাজহার১৩ লিখেছেন : বি এনপি ও আওয়ামী লীগ নেতা নির্ভর দল তাই তাদের ছবি দিলাম। জামাত নেতা নির্ভর নয় আদর্শ নির্ভর এজন্য দলীয় লোগো দিলাম।
160511
০৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
সিটিজি৪বিডি লিখেছেন : দেখা যাক কি হয়..রাজণীতিকে শেষ কথা বলতে নেই ।
০৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
114898
মাজহার১৩ লিখেছেন : আপনি পক্ষে না বিপক্ষে।
160514
০৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
মাজহার১৩ লিখেছেন : কর্মসূচী ঘোষনা করে বি এন পি, পালন করে জামায়াত-শিবির। এরপর জামাতের স্পর্শকাতর বিষয়ে বি এন পি মুক, বধির। এই ধরনের বন্ধুর থেকে একাই ভাল।
০৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০৮
114932
সিটিজি৪বিডি লিখেছেন : এই কথা আমিও বলি..
160522
০৮ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৭
ফেরারী মন লিখেছেন : জামাতকে ছাড়লেই বিএনপি আবার ক্ষমতার স্বাদ পাবে।
160525
০৮ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৯
মাজহার১৩ লিখেছেন : আজ ব্লগার ও ভিজিটর এত বেশী কেন?
160528
০৮ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩০
শেখের পোলা লিখেছেন : আমি মনে করি জামাতকে বি এন পি আর আঃ লীগের প্রয়োজন আছে, কিন্তু জামাতের জন্য ওদেরকে দরকার নেই৷ ইসলাম কায়েম করতে আল্লাহর সাহায্যই যথেষ্ট, তা যত যুগই লাগুক৷ আরও মনে হয় বি এন পি জামাত কে ছাড়লেই আঃ লীগ ওদের লোভনীয় টোপ দেবে৷ তাতে জড়ালে জামাতকে আরও পিছনে পড়তে হবে৷
০৮ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩৩
114913
মাজহার১৩ লিখেছেন : তাতে জামাত ধ্বংস হবে।
160538
০৮ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩৯
এমএ হাসান লিখেছেন : likhe rakhun bnp khomotai asleu jamat netader mamla tule nibe na.
০৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০৩
114931
মাজহার১৩ লিখেছেন : আমি মনে করি দরকার নেই। কাদের মোল্লাকে যেভাবে বলি দিয়েছি, সেভাবে বাকিদেরকেও দিতে হবে।
160557
০৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১১
হতভাগা লিখেছেন : জামায়াতকে ছেড়ে দিলে বিএনপি লাভবান হবে । আর জামায়াতকে তখন লীগ কচুকাটা করা শুরু করবে ।
০৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৮
114934
মাজহার১৩ লিখেছেন : কচু কাঁটা করলে যদি শেষ হয়ে যায় তাই ভালো। এটা ডু অর ডাই ম্যাচ। ইসলামী আন্দোলন করা মুমিনের কাজ, কিন্তু ফলাফল কি হবে এটা ভাবার অবকাশ নেই। কারো আশ্রয় নিয়ে টিকে থাকার কোশল ঝুকিপূর্ণ, এবং তা যদি দীর্ঘ সময়ের জন্য হয় তা বোকামী।
160568
০৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৩
এমএ হাসান লিখেছেন : mujib khaiche jasod, hasina khaibo jamat....sadhu sabdhan...
০৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৭
114943
মাজহার১৩ লিখেছেন : জামাত একটি দলের নাম হলেও এটা বাংলাদেশে ইসলামের সঠিক চেতনার জন্ম দিয়েছে। যার ফলশ্রুতিতে এদেশের আলেম ওলামা ইসলামী শাষনতন্ত্রের জন্য অনেকগুলো দল সৃষ্টি করেছে যেটা আগে ভাবাই হারাম ছিল।
জামাত নামের দলটি হয়তো থাকবেনা, কিন্তু যে চেতনার সৃষ্টি হয়েছে এর ফলে অন্য কারো নেতৃত্বে বাংলাদেশে ইসলাম প্রতিষ্টিত হলে এটা তো জামাতেরই বিজয়।
০৯ জানুয়ারি ২০১৪ রাত ০৩:১৫
115007
জিনিয়াস লিখেছেন : কিন্তু যে চেতনার সৃষ্টি হয়েছে এর ফলে অন্য কারো নেতৃত্বে বাংলাদেশে ইসলাম প্রতিষ্টিত হলে এটা তো জামাতেরই বিজয়।

কিন্তু জামায়াতের সমস্যা হচ্ছে জামায়াত সেটা কিছুতেই মেনে নিতে চাইবে না এবং মানতে চাচ্ছেও না। সেটা মেনে নিলে তাতে তাদের সম্মান বাড়ত বৈ কমতো না।
১০
160577
০৮ জানুয়ারি ২০১৪ রাত ১০:০৮
তায়িফ লিখেছেন : জামাতের উচিত নারী নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা বাদ দিয়ে। ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করা।
১১
160580
০৮ জানুয়ারি ২০১৪ রাত ১০:১২
মোহাম্মদ লোকমান লিখেছেন : বিএনপির পক্ষে আপাতত(আগামীতে তারা সরকার গঠন করা পর্যন্ত) জামায়াতকে ছাড়া সম্ভব নয়।
১২
160587
০৮ জানুয়ারি ২০১৪ রাত ১০:২৮
মাজহার১৩ লিখেছেন : ১৯৭২ -৭৫ সালেও শক্তিশালী বিরোধী দল ছিল না। মানুষ হাপিতেশ করত। বাকরুদ্ধ ছিল।
পরিণতি হয়েছে ভয়াবহ। এখন সেই অবস্থা বিরাজ করছে। রক্ষীবাহিনীর আদলে গোপালী বাহিনী। সুতরাং কি পরিণতি হয় সময় বলে দিবে। মানুষের বড় দোষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আর আন্দোলনের ফলাফল সবসময় যে ভাবে চাওয়া হয় সেভাবে না হলে মন খারাপ করার কিছু নেই। এর থেকে ভালো ফলাফলও হতে পারে। ইতিহাস কথা বলে। ধৈর্য ধারন করতে হবে, কোশল পরিবর্তন করতে হবে।
১৩
164288
১৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:০৬
আবরণ লিখেছেন : বিএনপি জামায়াতকে ছেড়ে দিলেও জামায়াতের যে ক্ষতি হবে তার চাইতে বেশী ক্ষতি হবে বিএনপির।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File