শোন বাছা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ জানুয়ারি, ২০১৪, ০৩:২৬:০২ দুপুর



ভোট টা যে দিলে বাছা

কারটা দিলে বল দেখি

সবে মাত্র ফিডার ছেড়ে

খাচ্ছ এখন ডাল খিচুড়ি।

I Don't Want To See

কে দিয়েছে ব্যালট পেপার

বিবেক টা যে রাখল কোথায়!

কোথায় তোমার বাব চাচারা

চুরি বিদ্যা কেন শেখায়?

I Don't Want To See

বলছি কি তাই শোন বাছা

ইস্কুলে যাও ঢের ভাল

মানুষের মতো মানুষ হয়ে

ছড়াও ন্যায় নীতির আলো।

I Don't Want To See

তুমি এখন অনেক ছোট

ভোটের বয়েস ঢের বাকি

যার ভোট সেই দিক

মন খারাপ করছ নাকি?

I Don't Want To See

একটু ভাব দুদিন পরে

তুমি যখন ভোটার হবে

তোমার ভোট জাল হলে

মেজাজ তখন কোথায় যাবে?

I Don't Want To See

আজকে নাহয় বুড়ো খোকা

রাকিব নামের সেই গাধাটা

জাতির ঘাড়ে বোঝা হয়ে

ধ্বংস লিলায় পায় মজাটা।

I Don't Want To See

বুঝতে হবে এসব সবই

নইলে কিন্তু সমুহ বিপদ

তোমরা চুরি শিখবে যদি

কে ছাড়াবে জাতির আপদ?

বিষয়: বিবিধ

১০০৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159587
০৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪২
হতভাগা লিখেছেন : আওয়ামী লীগকে জয়ী করতে বাচ্চা বুড়ো সবাই মাঠে নেমেছে ।

এরকম কর্মী সমর্থক যে দলের আছে তাদের হারার কোনই ভয় নেই ।
০৬ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৪
114298
বাকপ্রবাস লিখেছেন : সুখবর হল নির্বাচন পরবর্তী সহিংসতা হচ্ছে তারা নিজেদের মধ্যে Surprised Surprised
০৭ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:৩১
114347
হতভাগা লিখেছেন : দলের মধ্যে নেতৃত্ব নেবার প্রতিযোগিতা থাকবে - এতেই তো গনতন্ত্রের পূর্ণ বিকাশ সম্ভব হবে ।
159599
০৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৮
পলাশ৭৫ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৬ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৫
114299
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন
159613
০৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৭
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
আসুন Lax (লাক্স) সাবানের add করি,



আসুন Lax (লাক্স) সাবানের add করি,

০৬ জানুয়ারি ২০১৪ রাত ১০:২২
114284
ধ্রুব নীল লিখেছেন : হ্যা
০৬ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৬
114300
বাকপ্রবাস লিখেছেন : হুম, লাক্স সাবানের ধোলাই মন্দ না

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File