শোন বাছা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ জানুয়ারি, ২০১৪, ০৩:২৬:০২ দুপুর
ভোট টা যে দিলে বাছা
কারটা দিলে বল দেখি
সবে মাত্র ফিডার ছেড়ে
খাচ্ছ এখন ডাল খিচুড়ি।
কে দিয়েছে ব্যালট পেপার
বিবেক টা যে রাখল কোথায়!
কোথায় তোমার বাব চাচারা
চুরি বিদ্যা কেন শেখায়?
বলছি কি তাই শোন বাছা
ইস্কুলে যাও ঢের ভাল
মানুষের মতো মানুষ হয়ে
ছড়াও ন্যায় নীতির আলো।
তুমি এখন অনেক ছোট
ভোটের বয়েস ঢের বাকি
যার ভোট সেই দিক
মন খারাপ করছ নাকি?
একটু ভাব দুদিন পরে
তুমি যখন ভোটার হবে
তোমার ভোট জাল হলে
মেজাজ তখন কোথায় যাবে?
আজকে নাহয় বুড়ো খোকা
রাকিব নামের সেই গাধাটা
জাতির ঘাড়ে বোঝা হয়ে
ধ্বংস লিলায় পায় মজাটা।
বুঝতে হবে এসব সবই
নইলে কিন্তু সমুহ বিপদ
তোমরা চুরি শিখবে যদি
কে ছাড়াবে জাতির আপদ?
বিষয়: বিবিধ
১০৪৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এরকম কর্মী সমর্থক যে দলের আছে তাদের হারার কোনই ভয় নেই ।
আসুন Lax (লাক্স) সাবানের add করি,
আসুন Lax (লাক্স) সাবানের add করি,
মন্তব্য করতে লগইন করুন