গতকালের নির্বাচনের কিছু কথা

লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ০৬ জানুয়ারি, ২০১৪, ০৩:০৯:৩৭ দুপুর



গতকাল দুপুর ১ টা ৩০ মিনিটের সময় নেত্রকোণা আটপাড়া উপজেলার মাটিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা একটি ভোট কেন্দ্রের ছবি।

গতকাল আমার শ্বশুরবাড়ীর এলাকায় নির্বাচন ছিল। শুশুর মশায় বললেন ভোট কেন্দ্রে গিয়েছি ঠিকই কিন্তু আমাকে কোথাও সীল দিতে হয়নি। তারা বলে সীল দেওয়া আছে। আরেকজন বলল ‘আমার ভোট দেওয়া হয়ে গেছে, আমাকে বলেন আপনি চলে যান, আপনার ভোট দেওয়া হয়ে গেছে।’ শশুর বললেন, যদি সত্যিকার ভোটাভোটি হইত তাহলে এতগুলি মানুষকে কি বিয়ের অনুষ্ঠানে নেওয়া সম্ভব হতো? উল্লেখ্য, গতকাল আমার বউয়ের বড় ভাইয়ের বিয়ে ছিল।

যাওয়ার সময় একটি ভোট কেন্দ্রের ছবি তুললাম গাড়ীতে বসে। দেখলাম, কোন মানুষ নাই ভোট দেওয়ার জন্য। যারা সরকারী দায়িত্ব নিয়ে এসেছেন তারাই শুধু আছেন।

তাহলে কিসের ভোটাভোটি হল?

আর ভোটের কি প্রয়োজন ছিল?

যিনি অর্ধেকেরও বেশি আসনে বিনা প্রতিদ্বন্ধিতায় পাশ!

তার কি ভোটের প্রয়োজন ছিল?

৫০০ কোটি টাকা খরচ করারই বা কি দরকার ছিল?

এখন অপেক্ষায় দেশের সার্বিক পরিস্থিতি কোন দিকে যায়!

দেশ কি শান্ত হবে না কি অশান্ত হবে?

গতকাল আমার শ্বশুরবাড়ীর এলাকায় নির্বাচন ছিল। শুশুর মশায় বললেন ভোট কেন্দ্রে গিয়েছি ঠিকই কিন্তু আমাকে কোথাও সীল দিতে হয়নি। তারা বলে সীল দেওয়া আছে। আরেকজন বলল ‘আমার ভোট দেওয়া হয়ে গেছে, আমাকে বলেন আপনি চলে যান, আপনার ভোট দেওয়া হয়ে গেছে।’ শশুর বললেন, যদি সত্যিকার ভোটাভোটি হইত তাহলে এতগুলি মানুষকে কি বিয়ের অনুষ্ঠানে নেওয়া সম্ভব হতো? উল্লেখ্য, গতকাল আমার বউয়ের বড় ভাইয়ের বিয়ে ছিল।

যাওয়ার সময় একটি ভোট কেন্দ্রের ছবি তুললাম গাড়ীতে বসে। দেখলাম, কোন মানুষ নাই ভোট দেওয়ার জন্য। যারা সরকারী দায়িত্ব নিয়ে এসেছেন তারাই শুধু আছেন।

তাহলে কিসের ভোটাভোটি হল?

আর ভোটের কি প্রয়োজন ছিল?

যিনি অর্ধেকেরও বেশি আসনে বিনা প্রতিদ্বন্ধিতায় পাশ!

তার কি ভোটের প্রয়োজন ছিল?

৫০০ কোটি টাকা খরচ করারই বা কি দরকার ছিল?

এখন অপেক্ষায় দেশের সার্বিক পরিস্থিতি কোন দিকে যায়!

দেশ কি শান্ত হবে না কি অশান্ত হবে?

বিষয়: বিবিধ

১৬৩৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159589
০৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আরে ভাই আপনাদের গারো পাহাড়ের পাদদেশ এলাকায় তো জীন-পরি বেশি। তেনা ভোট দিয়েছেন।
১৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৫
116293
নকীব কম্পিউটার লিখেছেন : জ্বীন পরীদের ভোট দিয়েই নাকি শুধুমাত্র মনমোহনের আদেশে সরকার গঠন।
159595
০৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:০২
আমি মুসাফির লিখেছেন : জনগণ ভোট না দিলেও হাসিনার উচ্ছিষ্ট ভোগী অফিসারেরা ঠিকমত সোনার ছেলেদের দ্বারা ভোট দিয়েছেন।

তাই আর কারো ভোটের দরকার ছিল না। ভোট কেন্দ্র ফাকা থাকলেও সিল তো তাদের হাতেই ছিল । ইচ্ছামত কাজ চালিয়েছে।
১৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৫
116295
নকীব কম্পিউটার লিখেছেন : বর্তমানে যারা সরকারী কর্মকর্তা আছে তারা সবাই হাসিনার উচ্ছিষ্ট ভোগী।
159626
০৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৪
সিটিজি৪বিডি লিখেছেন : ভোট কেন্দ্রে ভোটার নাই..শয়তানরা এসে ভোট দিয়ে গেছে মনে হয়।
১৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫২
116292
নকীব কম্পিউটার লিখেছেন : ভোট ছাড়া সরকার পাশ করল। আর মন্ত্রীপরিষদ গঠন করে শপথ নিল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File