বিদায় তের বলতে কি পার?
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ জানুয়ারি, ২০১৪, ০৪:০৩:৪৪ রাত
তের গেল চৌদ্দ এল ঘরে
জানিনাতো ক'জন শহীদ
হল দেশের তরে!
চৌদ্দ এল তের গেল সরে
জানিনাতো আর কত প্রাণ
যাবে দেশের তরে
তের গেছে চৌদ্দ যাবে চলে
জানিনাতো আর কতকাল
কাটবে চোখের জলে।
চৌদ্দ যাবে তের'র মতো চলে
জানিনাতো হয়তো আমার
ডাক পড়ল বলে
বিষয়: বিবিধ
১৪৬৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জানিনাতো হয়তো আমার
ডাক পড়ল বলে
মাস চলে যায়
বছর চলে যাবে৷
একবার তা
চলে গেলে
ফিরে কি আর পাবে৷
ঘন্টা বাজার
আগে ভাগে
সাংগ কর লেখা,
শেষ বিচারে
আদালতে
আবার হবে দেখা৷
মন্তব্য করতে লগইন করুন