টুমরো ব্লগের সাইন বোর্ডে বর্ষপুর্তির এক আবেদন । Thumbs Up Thumbs Up Thumbs Up

লিখেছেন লিখেছেন আকবার ০১ জানুয়ারি, ২০১৪, ০৩:৫৭:৪৩ রাত



টুমরো ব্লগের সাইন বোর্ডে বর্ষপুর্তির এক আবেদন । তাই মনে পড়ে গেল আমার প্রথম ব্লগে আসার কথা । বাল্য বন্ধু ব্লগার সোহাগের কাছে প্রথম ব্লগের নাম শুনি।তখন তার মুখে কয়েকজন ব্লগার এর নাম শুনতাম,এত বেশি শুনেছি যে সেসব নাম আমার ব্লগে আসার আগে থেকেই মুখস্ত হয়ে গেছিল ।

মুলত এদের লেখার প্রশংসা শুনে আমার মনে হল দেখি একটু।তারপর শুরু হল আমার পথচলা।উন্মোচিত হল নতুন এক ভূবন।অবাধ বিচরন কবিতা গল্প রম্য রচনা আর কৌতুকে। তখনকার সময়টা অনেক সরল ছিল।সে সময়ের ব্লগের পরিবেশ আর এখনকার পরিবেশ আকাশ পাতাল পার্থক্য।ঐ সময়টা ছিল নির্মল নিঃশ্বার্থ একটা পরিবার,একটা বন্ধু মহল।বর্তমানে ইন্টারনেটের কল্যানে ব্লগারের সংখ্যা অনেক বাড়লেও সে হারে বাড়েনি মানসন্মত লেখা।যা বেড়েছে তা হচ্ছে আক্রমন,উষ্কানীমুলক কথাবার্তা গালিগালাজ।আগের সে পরিবেশ অনেকটাই বিঘ্নিত,যে কারনে অনেক পরিচিত ব্লগার কে আর দেখা যায়না।নতুনের জন্য জায়গা করে দিতে রাজি আছি কিন্তু মন্দের জন্য না। যখন দেখি ভাল ভাল ব্লগাররা ব্লগ ছেড়ে আড়ালে চলে যাচ্ছে তখন খুব কষ্ট হয়,আমি কোন ভাল লেখক না যে নিজের লেখা দিয়ে তাদের ধরে রাখব। এক্ষেত্রে সবার এগিয়ে আসা উচিত।

নিঃশ্বার্থ আর নিঃশর্ত ভালবাসা কাকে বলে তা শিখিয়েছে অনেক ব্লগার। একজন মানুষের সাথে আমার কোনদিন দেখা হয়নি,কথা হয়নি কেবল ব্লগে পরিচয় ব্লগেই সব কথাবার্তা,অতচ এই মানুষগুলির লেখা আমাকে সাহস যুগিয়েছে,সামনে এগিয়ে যাবার প্রেরনা দিয়েছে- তাই বন্ধু ব্লগররা তোমাদের ঋণ আমি কোনদিন শোধ করতে পারবনা,আমৃত্য ঋণী হয়ে থাকলাম তোমাদের কাছে।

পরিশেষে টুমরো ব্লগের বর্ষপুরতিতে কতৃপক্ষকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সকল ব্লগার কে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি --

বিষয়: বিবিধ

২২৯৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

157863
০১ জানুয়ারি ২০১৪ রাত ০৪:১০
ভিশু লিখেছেন : চমৎকার বক্তব্য, অনুভূতি নিয়ে লেখা আপনার অসাধারণ পোস্টটি পড়ে মনটা জুড়িয়ে গেলো! অনেক সুন্দর কথাগুলো বলেছেন! সত্যিই ব্লগ আর অদেখা-অচেনা ব্লগারদের সাথে প্রেম-পছন্দ-ভালোবাসা এক কঠিন জিনিস! অনেক মজা-মজা লাগে! ভালো থাকবেন! দোয়া করবেন! অসংখ্য শুভেচ্ছা আপনাকে... Happy Good Luck Rose
157871
০১ জানুয়ারি ২০১৪ রাত ০৪:২৯
এক্টিভিষ্ট লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
157872
০১ জানুয়ারি ২০১৪ রাত ০৪:৩৭
গন্ধসুধা লিখেছেন : আপনার লেখার হাত সত্যিই খুব ভালো।শুভেচ্ছা Rose
157873
০১ জানুয়ারি ২০১৪ রাত ০৪:৪৫
আফরোজা হাসান লিখেছেন : আপনার চমৎকার শব্দগুলো খুব ভালো লাগলো। আপনাকেও অনেক শুভেচ্ছা। Happy Good Luck Rose
157905
০১ জানুয়ারি ২০১৪ সকাল ১০:১৮
আওণ রাহ'বার লিখেছেন : আপনার লেখনী বরাবরই সুন্দর।
চমৎকার উপস্থাপনা বেশ ভালোই লেগেছে। অনেক ধন্যবাদ আকবার ভাই।
মডুদের কাছে আবেদন রইলো।
157938
০১ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:০৬
আহমদ মুসা লিখেছেন : আপনাকে বেশী বেশী ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছাও রইল আপনার প্রতি। আসলে মান সম্মত লেখা চোখে না পড়লে এক সময় ব্লগেই ঢুকতে মন চায় না। এজন্য সিনিয়র ব্লগারদের নিয়মিত লেখা লেখি চালিয়ে যাওয়া উচিত। ব্লগার হওয়ার যোগ্যতা এখনো অর্জন করতে পারিনি তাই আমি শুধু একজন পাঠক হিসেবেই কথাটি বললাম।
158185
০২ জানুয়ারি ২০১৪ রাত ১২:০১
জোবাইর চৌধুরী লিখেছেন : এত দিন কোথায় ছিলেন? আশাকরি অনিয়মিত হলেও হারিয়ে যাবেন না।
ধন্যবাদ। ইংরেজী নববর্ষের শুভেচ্ছা রইল।
158234
০২ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:০৮
বৃত্তের বাইরে লিখেছেন : 'যখন দেখি ভাল ভাল ব্লগাররা ব্লগ ছেড়ে আড়ালে চলে যাচ্ছে তখন খুব কষ্ট হয়,আমি কোন ভাল লেখক না যে নিজের লেখা দিয়ে তাদের ধরে রাখব। এক্ষেত্রে সবার এগিয়ে আসা উচিত'-আপনি নিজেও একসময় লিখতেন,এখন লিখছেন না। আপনার কথা অনুযায়ী আহবান জানালাম,নিয়মিত লিখবেন Good Luck Good Luck

চমৎকার অনুভূতি প্রকাশ করার জন্য ধন্যবাদ আপনাকে। নতুন বছরের শুভেচ্ছাসহ শুভকামনা রইলো Happy Good Luck Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File