আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়ের সাথীরা কেমন আছেন? ভাল লাগছে আমার নিকটা এখনও চালু আছে!!!!!!!!!!!!!!

লিখেছেন লিখেছেন আকবার ০৩ নভেম্বর, ২০১৩, ০৯:৪২:২৫ সকাল

কেউ স্বপ্ন দেখে ,. কেউ দেখায় ,. কেউ ফেরী করে সেই স্বপ্ন ,. কেউ বা ওতেই বুঁদ হয়ে. থাকে জীবনভর … কেউ প্রতিশ্রুতি দেয় স্বপ্নপূরণের ,. কেউ স্বপ্ন ভেঙ্গে দেয় কঠিন. আঘাতে ; বলে , “জাগো” ! আমি হাতড়ে যাই গহীন. অন্ধকারে , স্বপ্নরা খেলে. নির্মম লুকচুরি-

এই জীবনে কেউ জিতবে, কেউ হারবে ,কেউ হারিয়ে যাবে এটাই নিয়ম ,আবার বিকেলের ছাদে কেউ একা কাদবে,কেউ হয়ত ভুলে জড়াবে এই শহরের ফাদে,এক বৃষ্টি ভেজা সন্ধ্যায়

অনেকগুলো স্মৃতি ভুলে যেতে হবে....স্মৃতিগুলো ভুলে যাওয়া কোন সমস্যা না...

সমস্যা হলো…আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় আর সেই সময়ের সবচেয়ে সুন্দর স্মৃতি গুলোর সাথে তোমরা জড়িয়ে আছো সবাই..

কেমন আছেন বিডি টুডে থুক্কু বডি টুমরো ব্লগের আপা এবং ভাইয়েরা--

আসুন একটা গান শুনি------------









বিষয়: বিবিধ

১৯১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File