দেয়ালে আরবী লিখে মূত্র না ত্যগের উদ্যগ নেওয়া হচ্ছে - এটা নিয়ে কতৃপক্ষ কি এভাবে ভেবেছেন-Thinking Thinking Thinking

লিখেছেন লিখেছেন আকবার ১০ মে, ২০১৫, ০৪:০৮:৫৪ বিকাল



দেয়ালে আরবী লিখে মূত্র না ত্যগের উদ্যগ নেওয়া হচ্ছে - এটা নিয়ে কতৃপক্ষ কি এভাবে ভেবেছেন-

১- বাংলাদেশে ১০০% মুসলিম বসবাসের দেশ না আর তাই অন্য ধর্মালম্ভিদের কাছে এই আরবী লেখা কতটুকু অর্থবহ তাদের কেউ যদি এই আরবী লেখার স্তানে দাড়িয়ে যায় মূত্র ত্যাগ করতে তখন কতৃপক্ষ কি করবেন ?তাদের কাছে তো এই আরবী অক্ষর গুলির কনো অর্থবহ করে না।আর যেই কারণে এই উদ্যগ তখন কি দাড়াবে মুসলিম সমাজের কাছে তাদের প্রাণের ইসলাম ধর্মের বিশ্বাসের উপর আঘাত করা নয় কি?

২- যদি একজন ইসলাম ধর্ম বিশ্বাসী যখন দেখবে এই আরবী লেখার উপর কেউ মূত্র ত্যগ করতে দাড়িয়ে গেছে তার ধর্ম বিশ্বাসের জায়গা থেকে তখনই সে প্রতিবাদ করবে এটা আমার বিশ্বাস আর তখন যদি দেখা যায় ঐ ব্যক্তিটি অন্য ধর্মালম্ভির কেউ আর তার প্রতিবাদের বিষয় টি খুব ধারাল হলে অন্য ধর্মলম্ভিরা হিন্দু-মুসলিম দাঙ্গার মত জের টেনে দেশ টাকে অশান্তির দিকে নিয়ে যাবে না - এটার নিশ্চয়তা কি দিতে পারেন আমাদের মত ধর্ম ভীরু মানুষদের ?



৩- আমি যদি বলি সরকারের আড়ালে থাকা কিছু মানুষ কতৃপক্ষ কে ভুল বুঝিয়ে আমাদের ভিতর যে ইসলামের প্রতি ধর্ম ভিরুতা আছে সেটাকে নিজেদের মাধ্যমে অপমান করার উদ্যগ নিয়েছে।ঢাকা শহরে পাবলিক টয়লেটের যে সল্পতা আছে সেটা জেনে এই উদ্যগের মাধ্যমে এই গনবসতি পূর্ণ ঢাকা শহরের মানুষগুলি মূত্র ত্যাগের সঠিক জায়গা খুঁজে না পেয়ে এই আরবী লেখার উপর দাড়িয়ে যাওয়ার মাধ্যমে ধীরে ধীরে আমাদের মন থেকে ধর্ম ভীরুতা দূর করার উদ্যগ নিয়েছেন --- এর জবাব কি দিবেন আমাদের এই আরবী লিখে মূত্র ত্যগ না করা কতৃপক্ষ ?

আমার শেষ কথা কতৃপক্ষ বিষয় টি নিয়ে ভাবুন আমাদের ইসলাম ধর্ম বিশ্বাসের আরবী অক্ষর গুলি কে মূত্র ত্যগের মত স্তানে ব্যবহার না করে আপনাদের মনে ভাল করে স্তান দিয়ে আপনার পাশের মানুষ টিকে পরিবেশ দূষণ না করার জন্য বলুন এবং পাশাপাশি পর্যাপ্ত টয়লেটের ব্যবস্তা করুন এবং টয়েলেট গুলির পরিস্কার পরিচ্ছনতার উপর নজর রাখুন দেখবেন আরবী লিখে মানুষের ভিতর মূত্র ত্যগ বন্ধ করতে হবে না -- মানুষ নিজ থেকে পর্যাপ্ত ব্যবস্তা থাকার জন্য এমনেই দেয়ালের পাশে না দাড়িয়ে সঠিক স্তানে গিয়ে এই কাজটি করবে......।

বিষয়: বিবিধ

১৭৩৭ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319241
১০ মে ২০১৫ বিকাল ০৪:২২
আওণ রাহ'বার লিখেছেন : এদের মস্তিস্ক খুব উর্বর ছলে বলে কৌশলে এরা ইসলাম এর অবমাননা করার বীজ মানুষের মধ্যে
ঢুকিয়ে দিচ্ছে..... Loser Loser
319259
১০ মে ২০১৫ বিকাল ০৫:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এদের উদ্দেশ্যতো ইসলাম কে হেয় করা!
319287
১০ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
শেখের পোলা লিখেছেন : ধর্ম নিপেক্ষ দেশে শুধুই আরবী কেন,অন্য ভাষাও ব্যবহার করতে হবে৷ নয়ত এটা মুসলীমদের প্রতি পক্ষপাতিত্ব হবে৷নয়ত ধরে নেব আরবীকে অপমান করতেই এ ব্যবস্থা৷
319331
১১ মে ২০১৫ রাত ১২:১৬
সাদিয়া মুকিম লিখেছেন : সীমা অতিক্রম করে ফেলছে ধর্ম নিরপেক্ষ নীতি!শুকরিয়া প্রতিবাদী কলম ধরার জন্য!
319410
১১ মে ২০১৫ দুপুর ০৩:৩৯
আফরা লিখেছেন : ঝাজাকাল্লাহ খাইরান ।
319470
১১ মে ২০১৫ রাত ১১:৩৬
বৃত্তের বাইরে লিখেছেন : শহর পরিষ্কারে ধর্ম মন্ত্রনালয় কেন নব নির্বাচিত নগরপিতারা কই? লোকে বলে, বাঙ্গালীরা সবই বুঝে কিন্তু দেরীতে। সিটি নির্বাচনের আগে নগর বাসী পিতাদের হাতে একটা ঝাটা আর এক বালতি পানি দিলে নির্বাচনের আগেই সব পরিষ্কার হয়ে যেত। এখন আর দুর্ভোগ পোহাতে হতনা
১২ মে ২০১৫ সকাল ০৯:১২
260635
শেখের পোলা লিখেছেন : উত্তম প্রস্তাব৷ ধন্যবাদ আপা
১৩ মে ২০১৫ রাত ০১:১৬
260779
বৃত্তের বাইরে লিখেছেন : আসালামু আলাইকুম শ্রদ্ধেয় ভাইয়া। আপনি মন্তব্যটা পড়েছেন জেনে লজ্জা লাগছে। কিছু ক্ষেত্রে উপদেশ দিয়ে লাভ নেই জানি তবু বলার দরকার বলে যাই। ধন্যবাদ আপনাকেHappy । সচেতন করার জন্য আকবার ভাইকেও ধন্যবাদGood Luck ব্লগে স্বাগতমGood Luck Good Luck
361467
০৫ মার্চ ২০১৬ রাত ০৮:৩০
গাজী সালাউদ্দিন লিখেছেন : ব্লগে নিয়মিত হওয়ার অনুরোধ রইল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File