রুপ কথা

লিখেছেন লিখেছেন আবদুল্লা আল মামুন ১০ মে, ২০১৫, ০৩:৪৮:৫৬ দুপুর

"মা দিবস" আমার কাছে রুপ কথা মনে হয়। যে মায়ের পায়ের নিচে জান্নাত। সে মাকে ভালোবাসার জন্য বছরে একটা দিন বেচে নিলাম। সারা বছর আমরা মাকে ভালোবাসার সময় পাইনা। বছরের ৩৬৫ দিন আমার কোন না কোন দিবস পালন করি। তাই বলে "মা" দিবসও পালন করব। প্রকৃত পক্ষে যারা মাকে ভালোবাসেনা এ দিনটি তাদের জন্য। যারা সারা বছর মাকে মনে করার প্রয়োজন মনে করে না, এ দিনটি তাদের জন্য।

যার মা নেই তাকে জিজ্ঞাস করুন মা কি? তার চেয়ে ভালো উত্তর কেউ দিতে পারবেনা। যখন কোন বাবা তার সন্তান কে আদর করে। তখন যার বাবা নেই সে বোঝে বাবার দরদ। আল্লাহ তায়ালা বলেছেন পিতা-মাতার প্রতি এহসান করার জন্য। বছরে একবার তাদের স্বরণ করার জন্য বলেনি। মূল কথা হচ্ছে আমারা আমাদের সংস্কৃতি ভূলে পশ্চিমা সংস্কৃতির চর্চা করছি। তাই আমাদের অধঃপতন দেখা দিয়েছে। আমারা যেন আমাদের মূল সংস্কৃতি চিনতে পারি। আল্লাহ আমাদের তাওফিক দান করুন।

বিষয়: বিবিধ

১১৭৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319530
১২ মে ২০১৫ সকাল ০৯:০৮
শেখের পোলা লিখেছেন : আমিন৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File