দলে দলে লোক কোথায় যাইতেছে কেন?Bee Bee Bee

লিখেছেন লিখেছেন আকবার ০২ আগস্ট, ২০১৩, ০২:২৮:১৩ দুপুর



গতকাল থেকে দেশ ছেড়ে ঐ পারে পাড়ি জমানোর ব্যপারে উৎসাহি হয়েছে অনেকে তার কারণ খুঁজতে গিয়ে যে তথ্য বের হয়েছে আসলে কি তাই!এ পারে সুবিধা করতে না পেরে ঐ পারের ভরষায় ছুটে চলছে দীর্ঘ দিন এই পারের মানুষ গুলি আর এই সমস্যা সমাধানে উদ্যগ নিতে গিয়ে ছুটে আসছেন আগে ভাগে সেই দেশের নেতৃত্ব স্হানকারী লোকজন ।ছবির মানুষ গুলি কে সান্তনা এবং তাদের অধিকার ফিরিয়ে দিতে চায়-- কিন্তু আমাদের দুরভাগ্য এ দেশের নেতৃত্ব দানকারীরা বুঝল না। ঐ পার পাড়ি জমানো লোকজনের একটা কথা এ দেশে পারি নি তাতে কি আমাদের দ্বিতীয় শাখায় যোগ দিয়ে আমাদের আশা পূরণ করব-- আসলে কি পারবে আমাদের ভাইয়রা ? (তথ্য সংগ্রহে ব্লগার নিজে তাই এর দায় দায়িত্ব কেউ নিবেন না আশা করছি)



অপেক্ষমান জনতার একাংশ--



বাঁধা দেওয়ায় উত্তেজনা---



সাহায্য কারী নেতা নেত্রী



বিজয়ের শেষ প্রতীক দেখানো আমার আঙ্গুল

যে খবর টি আসলে বলার জন্য আমার পোষ্ট কেউ পড়তে চাইলে পড়তে পারেন--

খবরটি হল-----জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের তীব্র নিন্দা জানিয়েছে ভারতের জামায়াতে ইসলামী হিন্দ।

Click this link

বিষয়: বিবিধ

১৭৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File