যদি একটা কবিতা লিখতে পারতাম!

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩১ ডিসেম্বর, ২০১৩, ০২:৩৮:২৬ দুপুর



কবিতা বুঝিনা আমি সেই অক্ষমতা কুড়ে খায় আমাকে

তাই বলে কবি হবার স্বপ্ন দেখেছি তা কিন্তু না

আজও ভাবি যদি একটা কবিতা লিখতো পারতাম!

কোন একদিন সন্ধ্যায় বা ভারী বর্ষণের রাতে

সারা রাত নির্ঘুম কাটিয়ে সেই তৃপ্তিতে কাটিয়ে দিতাম

বহুকাল পরে কিংবা শেষ বিকেলের রোমন্থনে

যখন তুমি মুখোমুখি দাঁড়াবে আমার মানসপটে

যে নির্বাক ভাবনাগুলো ঠোটের নাগাল পাবেনা

হয়তো তাকেই বলে কবিতা আর আমার লিখা হবেনা

কোনদিন............

বিষয়: বিবিধ

৯৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File