খালেদাজিয়া , একটি নাম, একটি ইতিহাস ,,,,,,,,,,

লিখেছেন লিখেছেন আব্দুল আজিজ এম আল সাইফ ৩১ ডিসেম্বর, ২০১৩, ০২:৪৫:২৬ রাত

খালেদাজিয়া , একটি নাম, একটি ইতিহাস, জাতি এই নারীকে মনে রাখবে চিরদিন, মনের স্মৃতি কোঠরে রইবে বাংলাদেশের সকল মানুষের। একা একা কতোটা লড়ায় করা যাই তার জলজান্ত প্রমান তিনি। দেশের এই কঠিন সময়ে তিনি একাই যুদ্ধে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। পাশে পাইনি কাছের লোকগুলো, নিজের ছেলে, ছেলের বৌ, রাজনৈতিক ব্যাক্তি কাওকে। তিনি ইচ্ছে করলেই থাকতে পারতেন মহাসুখে, এমনকি আজ হয়তো প্রধানমন্ত্রী থাকতেন তিনি যদি ২০০৮ এ সেনা শাসকদের আবদার মেনে নিতেন, দেশের বাইরে চলে যেতেন, সেনা শাসকদেন কথামত তাদের বৈধতা দিতেন। তিনি কিছুই করেন নি। ভেবেছেন দেশের কথা মানুষের কথা। তাই নিরবে এই বৃদ্ধ বয়সে লড়ে যাচ্ছেন। ধিক জানায় ঐসব চমচা,দালাল দুধের মাছি নেতাদের যারা আজ এই ক্রান্তিময় সময় দাড়ালেন না নেতৃীর পাশে । সেদিন আমারই বড় অসহায় লাগছিল যখন দেখছিলাম দেশের জন্য পতাকা হাতে একাই নেমে গেছে রাস্তায় সাথে কাজের মেয়েটি। আমি ঐখানে যদি থাকতে পারতাম! তার যদি একটু ভরশা দিতে পারতাম!

- স্বপ্নচারী বাঙ্গালী

বিষয়: বিবিধ

২২৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File