তবুও তিনি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ ডিসেম্বর, ২০১৩, ১১:৪৬:৩৩ সকাল
পণ করেছেন তিনি নাচবেন লেংটা
যদি লাগে লাজ দিতে পার ঘোমটা
তবুও তিনি তা ধিন ধিন তা
তবুও তিনি নাচবেন লেংটা।
পণ করেছেন তিনি দেবেন গালাগাল
কানে লাগে যদি কুলুপ দিযে কর টাল
তবুও তিনি সা রে গা মা
তবুও তিন গান থামাবেন না।
পণ করেছেন তিনি কাটবেন ভেংচি
কটু যদি বলে কেউ খাবেন খামছি
তবুও তিনি নাচবেন লেংটা
ধরুক মারুক যদিও পুংটা।
বিষয়: বিবিধ
৯০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন