তবুও তিনি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ ডিসেম্বর, ২০১৩, ১১:৪৬:৩৩ সকাল

পণ করেছেন তিনি নাচবেন লেংটা

যদি লাগে লাজ দিতে পার ঘোমটা

তবুও তিনি তা ধিন ধিন তা

তবুও তিনি নাচবেন লেংটা।

Broken Heart

পণ করেছেন তিনি দেবেন গালাগাল

কানে লাগে যদি কুলুপ দিযে কর টাল

তবুও তিনি সা রে গা মা

তবুও তিন গান থামাবেন না।

I Don't Want To See

পণ করেছেন তিনি কাটবেন ভেংচি

কটু যদি বলে কেউ খাবেন খামছি

তবুও তিনি নাচবেন লেংটা

ধরুক মারুক যদিও পুংটা।

বিষয়: বিবিধ

৯১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File