২৭ কোটি কুরআন বিনামূল্যে বিতরণ!
লিখেছেন লিখেছেন আব্দুল্লাহিল হাদী ২৯ ডিসেম্বর, ২০১৩, ০২:৪৬:১৫ রাত
বিশ্বব্যাপী পবিত্র কুরআনের বিশুদ্ধ তেলাওয়াত, চর্চা ও অনুশীলন ছড়িয়ে দেয়ার এক মহৎ ব্রত নিয়ে সঊদী আরবের বাদশাহ ফাহদ ১৯৮৫ সালে ২,৫০,০০০ বর্গমিটার এলাকা জুড়ে মদীনায় এ কমপ্লেক্স প্রতিষ্ঠা করেন। এখানে অনুবাদসহ ও অনুবাদ বিহীন দু’ধরনের কুরআন মুদ্রণ ও বিতরণ করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠানটি ২৭ কোটি কুরআন ছেপে বিশ্বব্যাপী বিনামূল্যে বিতরণ করেছে। অন্ধ ব্যক্তিরা যাতে কুরআন তেলাওয়াত করতে পারে সেজন্য প্রকাশ করেছে ‘ব্রেইল’ (Braille) পদ্ধতির সংস্করণ। এ প্রকল্পে বিশুদ্ধ তেলাওয়াতের অডিও ও ভিডিও ফর্মে কুরআনের সিডি, ডিভিডি তৈরি ও সরবরাহ করা হয়। বিস্তারিত দেখুন দেখতে ক্লিক করুন আরব নিউজের এই লিংকে।
সৌজনে: তালহা খালেদ
এই প্রকল্পের ওয়েবসাইট ঠিকানা:
http://www.qurancomplex.org
পূর্বে প্রকাশিত এখানে
বিষয়: বিবিধ
১৪৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন