আমার ভালো লাগা একটি কবিতা Love Struck Love Struck

লিখেছেন লিখেছেন আব্দুল্লাহিল হাদী ০৫ জুলাই, ২০১৩, ০৭:৩৯:০৩ সন্ধ্যা



তাওহীদের হায় এ চির সেবক

ভুলিয়া গিয়াছো সে তাকবীর

দূর্গা নামের কাছাকাছি প্রায়

দরগায় গিয়া লুটাও শীর

ওদের যেমন রাম নারায়ণ

মোদের তেমন মানিক পীর

ওদের চাউল ও কলার সাথে

মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর

ওদের শিব ও শিবানির সাথে

আলী ফাতেমার মিতালী বেশ

হাসানরে করিয়াছি কার্তীক আর

হোসেনরে করিয়াছি গজ গনেশ

বিশ্ব যখন এগিয়ে চলেছে

মোরা আছি বসে

বিবি তালাকের ফতওয়া খুজেছি

কোরাণ হাদীছ চষে

হানাফী শাফেয়ী মালেকী হাম্বলী

মিটেনি তখনও গোল

এমনি সময় আজরাইল এসে

হাকিলো, তলপি তোল

বাহীরের দিকে যত মরিয়াছি

ভীতরের দিকে তত

গুনতিতে মোরা বাড়িয়া চলেছি

গরু ছাগলের মত।

আমার ব্লগে প্রকাশিত

বিষয়: সাহিত্য

২৫৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File