জাহান্নামের তরী
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ ডিসেম্বর, ২০১৩, ০৫:৫৭:২০ বিকাল
নুহ নবীর নৌকা এখন ভাসছে আমার দেশে
ভাসছে নৌকা ভাসছে লাশ তার আশেপাশে
নুহ নবীর নৌকায় এখন সওয়ার হল লীগ
তীরে এসে তরী বিহিন জনতা পাবলিক
নৌকা ঢুলে উজান চলে দিল্লির দিকে পাল
নুহ নবী হাসছে দেখে কে ধরেছে হাল!
ভাবছে মনে হায়রে বোকা ঈমান যদি থাকে
এমন কান্ড করে নাকি মোহাম্মদের উম্মতে!
থাকতে সময় তওবা করে ফেরাও যদি ঈমান
নাহয় সেই নৌকা হবে জাহান্মামের যান
ধর্ম নিয়ে করছ এখন হরেক রকম কান্ড
কেমন করে বাংলাদেশে এল এমন ভন্ড!!
বিষয়: বিবিধ
১৩৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন