জাহান্নামের তরী
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ ডিসেম্বর, ২০১৩, ০৫:৫৭:২০ বিকাল

নুহ নবীর নৌকা এখন ভাসছে আমার দেশে
ভাসছে নৌকা ভাসছে লাশ তার আশেপাশে
নুহ নবীর নৌকায় এখন সওয়ার হল লীগ
তীরে এসে তরী বিহিন জনতা পাবলিক ![]()
নৌকা ঢুলে উজান চলে দিল্লির দিকে পাল
নুহ নবী হাসছে দেখে কে ধরেছে হাল!
ভাবছে মনে হায়রে বোকা ঈমান যদি থাকে
এমন কান্ড করে নাকি মোহাম্মদের উম্মতে!![]()
থাকতে সময় তওবা করে ফেরাও যদি ঈমান
নাহয় সেই নৌকা হবে জাহান্মামের যান
ধর্ম নিয়ে করছ এখন হরেক রকম কান্ড
কেমন করে বাংলাদেশে এল এমন ভন্ড!!
বিষয়: বিবিধ
১৪০৯ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন